ETV Bharat / international

Russian Missile Attack: একের পর এক মিসাইল হানা, রাশিয়ার আক্রমণে ইউক্রেনে মৃত 4 - ইউক্রেনের পাশে রয়েছে আমেরিকা

রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান এখন যুদ্ধে পরিণত হয়েছে ৷ এবার ভিড়ের মধ্যে আছড়ে পড়ল রাশিয়ার মিসাইল ৷ এক শিশু-সহ মৃত্যু হল 4 জনের ৷

ETV Bharat
ইউক্রেনে রাশিয়ার মিসাইল
author img

By

Published : Jun 28, 2023, 1:04 PM IST

কিভ, 28 জুন: অন্ততপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে রাশিয়ার মিসাইল আক্রমণে ৷ মৃতদের মধ্যে একটি শিশুও আছে ৷ মঙ্গলবার ইউক্রেনের পূর্বে অবস্থিত ক্রামাত্রোক্সের মাঝখানে রাশিয়া মিসাইল ছোড়ে বলে জানা গিয়েছে ৷ ডোনেতস্ক এলাকার সামরিক প্রধান পাভলো কিরিলেনকো জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা আনুমানিক 7.30 নাগাদ এই ঘটনা ঘটে ৷

তিনি বলেন, "আমরা এখন শহরের চারিদিকে মৃতদের, আহতদের খুঁজে বেড়াচ্ছি ৷ তাঁদের সংখ্যা গুনছি ৷ এখানে সাধারণ মানুষের ভিড় থাকে৷ খাওয়াদাওয়া হয় ৷" একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে দ্বিতীয় একটি মিসাইল শহরতলি এলাকায় আছড়ে পড়েছে ৷ ইউক্রেনের এক মন্ত্রী জানান, রাশিয়া ইচ্ছাকৃত ভিড়ের জায়গাগুলি নিশানা করছে ৷

এই মিসাইল হানার পর ঘটনাস্থলে জরুরি পরিষেবা পৌঁছয় ৷ উদ্ধারকার্য শুরু হয়৷ 2022 সালের 24 মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপর সামরিক অভিযানের কথা ঘোষণা করেন ৷ পরে সেই অভিযান যুদ্ধে পরিণত হয়৷ একবছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন সংঘাত চলছে ৷

তবে এই পরিস্থিতিতে ইউক্রেনের পাশে রয়েছে আমেরিকা ৷ প্রেসিডেন্ট জো বাইডেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির দিকে৷ মঙ্গলবারই বাইডেন প্রশাসন ঘোষণা করেছে, 500 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য করা হবে ইউক্রেনকে এবং তা সামরিক কাজে লাগানোর জন্য ৷ এর পাশাপাশি থাকছে 50টি ভারী সশস্ত্র যান, বায়ুসেনার জন্য একটি মিসাইল ৷ রাশিয়ার বিরুদ্ধে মোকাবিলায় ইউক্রেনকে প্রস্তুত থাকতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাহায্য ৷

আরও পড়ুন: বিশ্বাসঘাতক ! নিজের সাজানো অস্ত্রেই ঘায়েল পুতিন ?

রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম থেকেই আমেরিকা এর বিরোধিতা করে আসছে ৷ ইউক্রেনের সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ৷ এ নিয়ে 41তম বার আমেরিকা রাশিয়াকে অস্ত্র, অন্য যন্ত্রপাতি, আর্থিক সাহায্য করল ৷ পেন্টাগন প্রয়োজনীয় সবকিছু ব্যবস্থা করে তা ইউক্রেনে পাঠিয়ে দিচ্ছে ৷ এর মধ্যে রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল সশস্ত্র ওয়াগনার গ্রুপ ৷ এর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ৷ যদিও এই দলের কার্যকলাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷

কিভ, 28 জুন: অন্ততপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে রাশিয়ার মিসাইল আক্রমণে ৷ মৃতদের মধ্যে একটি শিশুও আছে ৷ মঙ্গলবার ইউক্রেনের পূর্বে অবস্থিত ক্রামাত্রোক্সের মাঝখানে রাশিয়া মিসাইল ছোড়ে বলে জানা গিয়েছে ৷ ডোনেতস্ক এলাকার সামরিক প্রধান পাভলো কিরিলেনকো জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা আনুমানিক 7.30 নাগাদ এই ঘটনা ঘটে ৷

তিনি বলেন, "আমরা এখন শহরের চারিদিকে মৃতদের, আহতদের খুঁজে বেড়াচ্ছি ৷ তাঁদের সংখ্যা গুনছি ৷ এখানে সাধারণ মানুষের ভিড় থাকে৷ খাওয়াদাওয়া হয় ৷" একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে দ্বিতীয় একটি মিসাইল শহরতলি এলাকায় আছড়ে পড়েছে ৷ ইউক্রেনের এক মন্ত্রী জানান, রাশিয়া ইচ্ছাকৃত ভিড়ের জায়গাগুলি নিশানা করছে ৷

এই মিসাইল হানার পর ঘটনাস্থলে জরুরি পরিষেবা পৌঁছয় ৷ উদ্ধারকার্য শুরু হয়৷ 2022 সালের 24 মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপর সামরিক অভিযানের কথা ঘোষণা করেন ৷ পরে সেই অভিযান যুদ্ধে পরিণত হয়৷ একবছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন সংঘাত চলছে ৷

তবে এই পরিস্থিতিতে ইউক্রেনের পাশে রয়েছে আমেরিকা ৷ প্রেসিডেন্ট জো বাইডেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির দিকে৷ মঙ্গলবারই বাইডেন প্রশাসন ঘোষণা করেছে, 500 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য করা হবে ইউক্রেনকে এবং তা সামরিক কাজে লাগানোর জন্য ৷ এর পাশাপাশি থাকছে 50টি ভারী সশস্ত্র যান, বায়ুসেনার জন্য একটি মিসাইল ৷ রাশিয়ার বিরুদ্ধে মোকাবিলায় ইউক্রেনকে প্রস্তুত থাকতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাহায্য ৷

আরও পড়ুন: বিশ্বাসঘাতক ! নিজের সাজানো অস্ত্রেই ঘায়েল পুতিন ?

রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম থেকেই আমেরিকা এর বিরোধিতা করে আসছে ৷ ইউক্রেনের সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ৷ এ নিয়ে 41তম বার আমেরিকা রাশিয়াকে অস্ত্র, অন্য যন্ত্রপাতি, আর্থিক সাহায্য করল ৷ পেন্টাগন প্রয়োজনীয় সবকিছু ব্যবস্থা করে তা ইউক্রেনে পাঠিয়ে দিচ্ছে ৷ এর মধ্যে রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল সশস্ত্র ওয়াগনার গ্রুপ ৷ এর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ৷ যদিও এই দলের কার্যকলাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.