ETV Bharat / international

Mahua Moitra Tweets: সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ! মানবাধিকার সংগঠনের রিপোর্ট নিয়ে মোদি-সরকারকে কটাক্ষ মহুয়ার - Police Custody

হিউম্যান রাইটস ওয়াচের 2023 সালের ওয়ার্ল্ড রিপোর্টে ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কেন্দ্রীয় সরকারের মনোভাব নিয়ে লেখা হয়েছে ৷ এই প্রসঙ্গে মোদির সরকারকে কড়া আক্রমণ করলেন তৃণমূল সাংসদ (Mahua Moitra over BJP Government minority discrimination) ৷

Mahua Moitra
মহুয়া মৈত্র
author img

By

Published : Jan 13, 2023, 12:50 PM IST

Updated : Jan 13, 2023, 1:54 PM IST

নয়াদিল্লি, 13 জানুয়ারি: প্রকাশিত হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ-এর 'ওয়ার্ল্ড রিপোর্ট 2023' ৷ এই রিপোর্ট নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ সামাজিক মাধ্যমে তিনি লেখেন, "হিউম্যান রাইটস ওয়াচ-এর ওয়ার্ল্ড রিপোর্ট 2023 বিজেপি সরকারের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্যের কথা প্রতিটি ছত্রে ছত্রে তুলে ধরেছে ৷ শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিষ্ঠানগুলির প্রতি পক্ষপাতিত্ব করাই নয়, নাগরিক সমাজের প্রতি রাজনৈতিক এবং উদ্দেশ্যপ্রণো হয়ে অপরাধমূলক অভিযোগ আনা হচ্ছে বলেও রিপোর্টে উল্লেখ আছে ৷" এরপরই তাঁর কটাক্ষ," আমরা জানি সরকার বলবে তাদের কালিমালিপ্ত করতে এটা একটা 'পাশ্চাত্য ষড়যন্ত্র'" ৷

  • Human Rights Watch’s World Report 2023 severely indicts BJP govt’s targeted discrimination of minorities, suppression of dissent, bias in institutions, politically motivated criminal charges to silence civil society.

    Govt will now say it is a “Western Conspiracy” to malign us!

    — Mahua Moitra (@MahuaMoitra) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই রিপোর্টে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর ক্রিয়াকলাপ, দলিত, আদিবাসী গোষ্ঠী এবং ধর্মীয় সংখ্যালঘু, নাগরিক সমাজ এবং সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মহিলাদের অধিকার, পড়াশোনার অধিকার, যৌন পছন্দ এবং লিঙ্গ পরিচয়, শরণার্থীদের অধিকার, জলবায়ু পরিবর্তনের নীতি এবং তার ফলাফল থেকে শুরু করে বৈদেশিক নীতির মতো বিষয়গুলির উপর মতামত প্রকাশ করা হয়েছে ৷

আরও পড়ুন: বিশ্ব খাদ্য সূচকের রিপোর্টকে ভ্রান্ত বলে খারিজ কেন্দ্রের

মানবাধিকার সংগঠনটি রিপোর্টের প্রথম দিকেই উল্লেখ করেছে, ভারতীয় জনতা পার্টির আমলে সংখ্যালঘু সম্প্রদায় বৈষম্যমূলক আচরণের শিকার । কোনও কোনও ক্ষেত্রে হিংস্র আক্রমণ পর্যন্ত নামিয়ে আনা হচ্ছে ৷ সরকার পক্ষের মতাদর্শের ছাপ মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) মতো সাংবিধানিক কর্তৃপক্ষের উপরও প্রতিফলিত হচ্ছে ৷

জম্মু ও কাশ্মীরে 370 ধারা অবলুপ্তির তিন বছর পরে 2022 সালের অক্টোবর পর্যন্ত 229 জনের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে 28 জন নাগরিক, 29 জন নিরাপত্তাকর্মী এবং 172 জন সন্দেহভাজন জঙ্গি (Suspected Militants) ৷ সংস্থা মনে করে, জঙ্গি সন্দেহে যাঁদের গুলি করে হত্যা করা হয়েছে তাঁদের অনেকেই আসলে সাধারণ মানুষ ৷ জাতীয় মানবাধিকার কমিশন পুলিশি হেফাজতে (Police Custody) 147টি মৃত্যু নথিভুক্ত করেছে । এর পাশাপাশি 1 হাজার 882 জন মারা গিয়েছে বিচার বিভাগীয় হেফাজতে (Judicial Custody) ৷ 2022 সালের প্রথম 9 মাসে 119 জনকে বিচার প্রক্রিয়ার বাইরে গিয়ে (alleged extrajudicial killings) মেরে ফেলা হয়েছে বলেও অভিযোগ পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ৷

আরও পড়ুন: বিশ্ব ক্ষুধা সূচক রিপোর্ট ভুলে ভরা, হাস্যকর; ব্যবস্থা নেওয়ার দাবি আরএসএস সংগঠনের

নয়াদিল্লি, 13 জানুয়ারি: প্রকাশিত হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ-এর 'ওয়ার্ল্ড রিপোর্ট 2023' ৷ এই রিপোর্ট নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ সামাজিক মাধ্যমে তিনি লেখেন, "হিউম্যান রাইটস ওয়াচ-এর ওয়ার্ল্ড রিপোর্ট 2023 বিজেপি সরকারের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্যের কথা প্রতিটি ছত্রে ছত্রে তুলে ধরেছে ৷ শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিষ্ঠানগুলির প্রতি পক্ষপাতিত্ব করাই নয়, নাগরিক সমাজের প্রতি রাজনৈতিক এবং উদ্দেশ্যপ্রণো হয়ে অপরাধমূলক অভিযোগ আনা হচ্ছে বলেও রিপোর্টে উল্লেখ আছে ৷" এরপরই তাঁর কটাক্ষ," আমরা জানি সরকার বলবে তাদের কালিমালিপ্ত করতে এটা একটা 'পাশ্চাত্য ষড়যন্ত্র'" ৷

  • Human Rights Watch’s World Report 2023 severely indicts BJP govt’s targeted discrimination of minorities, suppression of dissent, bias in institutions, politically motivated criminal charges to silence civil society.

    Govt will now say it is a “Western Conspiracy” to malign us!

    — Mahua Moitra (@MahuaMoitra) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই রিপোর্টে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর ক্রিয়াকলাপ, দলিত, আদিবাসী গোষ্ঠী এবং ধর্মীয় সংখ্যালঘু, নাগরিক সমাজ এবং সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মহিলাদের অধিকার, পড়াশোনার অধিকার, যৌন পছন্দ এবং লিঙ্গ পরিচয়, শরণার্থীদের অধিকার, জলবায়ু পরিবর্তনের নীতি এবং তার ফলাফল থেকে শুরু করে বৈদেশিক নীতির মতো বিষয়গুলির উপর মতামত প্রকাশ করা হয়েছে ৷

আরও পড়ুন: বিশ্ব খাদ্য সূচকের রিপোর্টকে ভ্রান্ত বলে খারিজ কেন্দ্রের

মানবাধিকার সংগঠনটি রিপোর্টের প্রথম দিকেই উল্লেখ করেছে, ভারতীয় জনতা পার্টির আমলে সংখ্যালঘু সম্প্রদায় বৈষম্যমূলক আচরণের শিকার । কোনও কোনও ক্ষেত্রে হিংস্র আক্রমণ পর্যন্ত নামিয়ে আনা হচ্ছে ৷ সরকার পক্ষের মতাদর্শের ছাপ মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) মতো সাংবিধানিক কর্তৃপক্ষের উপরও প্রতিফলিত হচ্ছে ৷

জম্মু ও কাশ্মীরে 370 ধারা অবলুপ্তির তিন বছর পরে 2022 সালের অক্টোবর পর্যন্ত 229 জনের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে 28 জন নাগরিক, 29 জন নিরাপত্তাকর্মী এবং 172 জন সন্দেহভাজন জঙ্গি (Suspected Militants) ৷ সংস্থা মনে করে, জঙ্গি সন্দেহে যাঁদের গুলি করে হত্যা করা হয়েছে তাঁদের অনেকেই আসলে সাধারণ মানুষ ৷ জাতীয় মানবাধিকার কমিশন পুলিশি হেফাজতে (Police Custody) 147টি মৃত্যু নথিভুক্ত করেছে । এর পাশাপাশি 1 হাজার 882 জন মারা গিয়েছে বিচার বিভাগীয় হেফাজতে (Judicial Custody) ৷ 2022 সালের প্রথম 9 মাসে 119 জনকে বিচার প্রক্রিয়ার বাইরে গিয়ে (alleged extrajudicial killings) মেরে ফেলা হয়েছে বলেও অভিযোগ পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ৷

আরও পড়ুন: বিশ্ব ক্ষুধা সূচক রিপোর্ট ভুলে ভরা, হাস্যকর; ব্যবস্থা নেওয়ার দাবি আরএসএস সংগঠনের

Last Updated : Jan 13, 2023, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.