ETV Bharat / international

Blast in Kabul: বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, হোটেল থেকে ভেসে এল গুলির শব্দ - Afghanistan blast

সোমবার একের পর এক গুলির শব্দ ও বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল (Blast in Kabul) ৷ যে হোটেলে বিস্ফোরণ ঘটে সেটি চিনের নাগরিকদের থাকার জন্য ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
Afghanistan blast
author img

By

Published : Dec 12, 2022, 6:07 PM IST

Updated : Dec 12, 2022, 8:37 PM IST

কাবুল, 12 ডিসেম্বর: একের পর এক গুলির শব্দ ও বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল ৷ সোমবার দুপুরের দিকে কাবুলের শের-ই-নৌ এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে ৷ স্থানীয়দের দাবি একটি হোটেলে এই বিস্ফোরণ ঘটেছে (Loud Blast, gunshots heard in Afghanistan capital Kabul) ৷ গুলি চলার শব্দও পেয়েছেন তাঁরা ৷ যদিও এই বিষয়ে আফগান সরকারের কোনও আধিকারিকের প্রতিক্রিয়া মেলেনি (Blast in Kabul)৷

ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে একটি বহুতল হোটেল থেকে ধোঁয়া ও আগুনের হল্কা বের হচ্ছে ৷ বিস্ফোরণের জেরেই হোটেলটিতে আগুন ধরে গিয়েছে বলে অনুমান ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, বন্দুকধারী কয়েকজন এদিন হোটেলের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ চিনা নাগরিকদের থাকার জন্য এই হোটেলটি ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: ইতিহাস গড়ে নিরাপদে চাঁদ থেকে ফিরল নাসার ওরিয়ন ক্যাপসুল

উল্লেখ্য, একদিন আগেই আফগানিস্তানের স্পিন বোল্ডোক প্রদেশে এক মর্টার হামলায় 4 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছিলেন কমপক্ষে 20 জন ৷

কাবুল, 12 ডিসেম্বর: একের পর এক গুলির শব্দ ও বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল ৷ সোমবার দুপুরের দিকে কাবুলের শের-ই-নৌ এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে ৷ স্থানীয়দের দাবি একটি হোটেলে এই বিস্ফোরণ ঘটেছে (Loud Blast, gunshots heard in Afghanistan capital Kabul) ৷ গুলি চলার শব্দও পেয়েছেন তাঁরা ৷ যদিও এই বিষয়ে আফগান সরকারের কোনও আধিকারিকের প্রতিক্রিয়া মেলেনি (Blast in Kabul)৷

ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে একটি বহুতল হোটেল থেকে ধোঁয়া ও আগুনের হল্কা বের হচ্ছে ৷ বিস্ফোরণের জেরেই হোটেলটিতে আগুন ধরে গিয়েছে বলে অনুমান ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, বন্দুকধারী কয়েকজন এদিন হোটেলের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ চিনা নাগরিকদের থাকার জন্য এই হোটেলটি ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: ইতিহাস গড়ে নিরাপদে চাঁদ থেকে ফিরল নাসার ওরিয়ন ক্যাপসুল

উল্লেখ্য, একদিন আগেই আফগানিস্তানের স্পিন বোল্ডোক প্রদেশে এক মর্টার হামলায় 4 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছিলেন কমপক্ষে 20 জন ৷

Last Updated : Dec 12, 2022, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.