ETV Bharat / international

Lord Rami Ranger: ব্রিটেনের লর্ড অফ হাউজে মোদি-সমর্থক ! বিবিসির সিরিজের তীব্র সমালোচনায় লর্ড ব়ামি - Article 370 Abrogation

ব্রিটিশ সংসদের হাউজ অফ লর্ডসের লর্ড রামি বিবিসিকে রীতিমতো আক্রমণ করলেন তাদের দুই পর্বের সিরিজ নিয়ে ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এই দুটি সিরিজ নির্মিত বলে জানা গিয়েছে (BBC PM Narendra Modi Series) ৷

PM Narendra Modi
নরেন্দ্র মোদি
author img

By

Published : Jan 19, 2023, 8:51 AM IST

Updated : Jan 19, 2023, 10:04 AM IST

লন্ডন (ব্রিটেন), 19 জানুয়ারি: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে তুলোধনা করলেন লর্ড রামি ব়্যাঙ্গার ৷ তিনি ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অফ লর্ডস-এর সদস্য (House of Lords of the UK Parliament) ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নতুন সিরিজ তৈরি করছে ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি ৷ সে নিয়ে রাজনৈতিক বিতর্কের জল গড়িয়েছে ব্রিটিশ সাম্রাজ্যে ৷ বিবিসির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট রিপোর্টিংয়ের অভিযোগ এনেছেন লর্ড রামি (Lord Rami Ranger) ৷ তিনি একটি টুইট করেন, "আপনারা কোটি কোটি ভারতীয়কে যথেষ্ট আঘাত করেছেন ৷ এটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী, ভারতীয় পুলিশি ব্যবস্থা এবং ভারতের বিচার ব্যবস্থাকে অপমান করেছে ৷ আমরা সংঘাত এবং জীবনহানির তীব্র নিন্দা করছি ৷ তার সঙ্গে আপনাদের একপেশে রিপোর্টিংয়েও সমালোচনা করছি ৷" ব্রিটিশ সংবাদসংস্থা দু'টি পর্বের 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' (India: The Modi Question) সিরিজ তৈরি করেছে ৷ আর এ নিয়ে বিতর্কে পড়েছে বিবিসি ৷

  • @BBCNews⁩ ⁦
    ⁦⁩ @BBCHindi
    Your program is ill-thought-out. It insults the largest democracy & 5th largest economy in the world. It fuels hatred between British🇬🇧Hindus & Muslims. You sure know how to score own goal by damaging societal cohesion in Britain. pic.twitter.com/8N08NwQp8W

    — Lord Rami Ranger CBE (@RamiRanger) January 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির এমন সিরিজ কেন (BBC PM Narendra Modi Series) ?

ব্রিটিশ সংবাদসংস্থার বিবৃতি, 2002 সালে গুজরাত দাঙ্গায় (Gujarat Riot) হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বিবিসি খতিয়ে দেখতে চায়, ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তাঁর সরকারের আচরণ নিয়ে ক্রমাগত অভিযোগ ওঠা সত্ত্বেও তিনি কীভাবে প্রধানমন্ত্রীর আসনে টিকে রয়েছেন ?

বিবিসি জানিয়েছে, 2019 সালে পুনর্নির্বাচনের পর দেশে একাধিক বিতর্কিত নীতি কার্যকর করেছে মোদি সরকার ৷ এর মধ্যে অন্যতম 370 ধারার অবলুপ্তি (Article 370 Abrogation) ঘটিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাদ দেওয়া (Kashmir Special Status) ৷ নাগরিকত্ব আইনে মুসলিমদের প্রতি অন্যায় করা হয়েছে, যা অনেকেই বলেছেন ৷ পাশাপাশি মুসলিমদের উপর হিন্দুদের হিংসাত্মক আক্রমণও রয়েছে ৷

আরও পড়ুন: ফি বছর 3 হাজার ভারতীয়কে ব্রিটিশ ভিসা, মোদি-সাক্ষাতের পর সিদ্ধান্ত সুনাকের

তবে লর্ড রামির টুইটের পক্ষে অনেক ভারতীয় বংশোদ্ভূত নেটিজেন বিবিসির বিরুদ্ধে মত দিয়েছেন ৷ এর আগে 1943 সালের বাংলার মন্বন্তর (1943 Bengal famine) নিয়েও সিরিজ তৈরি করেছে বিবিসি ৷ এই মন্বন্তরে 30 লক্ষ মানুষ না খেতে পেয়ে, অপুষ্টিতে ভুগে মারা গিয়েছেন ৷ একজন বিবিসিকে পরামর্শ দেন, "বাংলার মন্বন্তর নিয়ে বিবিসির একটি সিরিজ করা উচিত, যার শিরোনাম হবে, 'ইউকে: দ্য চার্চিল কোয়েশ্চেন' (UK: The Churchill Question)" ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল (UK Prime Minister Winston Churchill) নির্দেশ দিয়েছিলেন, অনাহারে থাকা ভারতীয়দের খাবার ব্রিটিশ সেনাবাহিনীকে পাঠানো হোক ৷ যদিও সেনাবাহিনীর কাছে যথেষ্ট খাবার মজুত ছিল ৷ ব্রিটেন এবং ইউরোপেও খাবারের অভাব ছিল না ৷

সবদিক দিয়ে ব্রিটেন ভারতের পিছনে রয়েছে ৷ আরেক টুইটার গ্রাহক বিবিসিকে ব্রিটেনের এই সমস্যাগুলির উপর সিরিজ তৈরির পরামর্শ দেন ৷ সম্প্রতি, ব্রিটেনকে ছাপিয়ে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে উন্নীত হয়েছে ৷ এই দশকের শেষে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হতে চলেছে ৷ মার্কিন ডলারের হিসেবে অর্থনৈতিক ভাবে ভারতের আগে মাত্র 4টি রাষ্ট্র রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জাপান এবং জার্মান ৷

আরও পড়ুন: চলতি অর্থবর্ষে ভারতের সম্ভাব্য বৃদ্ধির হার 8.3 শতাংশ, রিপোর্ট বিশ্ব ব্যাঙ্কের

লন্ডন (ব্রিটেন), 19 জানুয়ারি: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে তুলোধনা করলেন লর্ড রামি ব়্যাঙ্গার ৷ তিনি ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অফ লর্ডস-এর সদস্য (House of Lords of the UK Parliament) ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নতুন সিরিজ তৈরি করছে ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি ৷ সে নিয়ে রাজনৈতিক বিতর্কের জল গড়িয়েছে ব্রিটিশ সাম্রাজ্যে ৷ বিবিসির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট রিপোর্টিংয়ের অভিযোগ এনেছেন লর্ড রামি (Lord Rami Ranger) ৷ তিনি একটি টুইট করেন, "আপনারা কোটি কোটি ভারতীয়কে যথেষ্ট আঘাত করেছেন ৷ এটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী, ভারতীয় পুলিশি ব্যবস্থা এবং ভারতের বিচার ব্যবস্থাকে অপমান করেছে ৷ আমরা সংঘাত এবং জীবনহানির তীব্র নিন্দা করছি ৷ তার সঙ্গে আপনাদের একপেশে রিপোর্টিংয়েও সমালোচনা করছি ৷" ব্রিটিশ সংবাদসংস্থা দু'টি পর্বের 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' (India: The Modi Question) সিরিজ তৈরি করেছে ৷ আর এ নিয়ে বিতর্কে পড়েছে বিবিসি ৷

  • @BBCNews⁩ ⁦
    ⁦⁩ @BBCHindi
    Your program is ill-thought-out. It insults the largest democracy & 5th largest economy in the world. It fuels hatred between British🇬🇧Hindus & Muslims. You sure know how to score own goal by damaging societal cohesion in Britain. pic.twitter.com/8N08NwQp8W

    — Lord Rami Ranger CBE (@RamiRanger) January 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির এমন সিরিজ কেন (BBC PM Narendra Modi Series) ?

ব্রিটিশ সংবাদসংস্থার বিবৃতি, 2002 সালে গুজরাত দাঙ্গায় (Gujarat Riot) হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বিবিসি খতিয়ে দেখতে চায়, ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তাঁর সরকারের আচরণ নিয়ে ক্রমাগত অভিযোগ ওঠা সত্ত্বেও তিনি কীভাবে প্রধানমন্ত্রীর আসনে টিকে রয়েছেন ?

বিবিসি জানিয়েছে, 2019 সালে পুনর্নির্বাচনের পর দেশে একাধিক বিতর্কিত নীতি কার্যকর করেছে মোদি সরকার ৷ এর মধ্যে অন্যতম 370 ধারার অবলুপ্তি (Article 370 Abrogation) ঘটিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাদ দেওয়া (Kashmir Special Status) ৷ নাগরিকত্ব আইনে মুসলিমদের প্রতি অন্যায় করা হয়েছে, যা অনেকেই বলেছেন ৷ পাশাপাশি মুসলিমদের উপর হিন্দুদের হিংসাত্মক আক্রমণও রয়েছে ৷

আরও পড়ুন: ফি বছর 3 হাজার ভারতীয়কে ব্রিটিশ ভিসা, মোদি-সাক্ষাতের পর সিদ্ধান্ত সুনাকের

তবে লর্ড রামির টুইটের পক্ষে অনেক ভারতীয় বংশোদ্ভূত নেটিজেন বিবিসির বিরুদ্ধে মত দিয়েছেন ৷ এর আগে 1943 সালের বাংলার মন্বন্তর (1943 Bengal famine) নিয়েও সিরিজ তৈরি করেছে বিবিসি ৷ এই মন্বন্তরে 30 লক্ষ মানুষ না খেতে পেয়ে, অপুষ্টিতে ভুগে মারা গিয়েছেন ৷ একজন বিবিসিকে পরামর্শ দেন, "বাংলার মন্বন্তর নিয়ে বিবিসির একটি সিরিজ করা উচিত, যার শিরোনাম হবে, 'ইউকে: দ্য চার্চিল কোয়েশ্চেন' (UK: The Churchill Question)" ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল (UK Prime Minister Winston Churchill) নির্দেশ দিয়েছিলেন, অনাহারে থাকা ভারতীয়দের খাবার ব্রিটিশ সেনাবাহিনীকে পাঠানো হোক ৷ যদিও সেনাবাহিনীর কাছে যথেষ্ট খাবার মজুত ছিল ৷ ব্রিটেন এবং ইউরোপেও খাবারের অভাব ছিল না ৷

সবদিক দিয়ে ব্রিটেন ভারতের পিছনে রয়েছে ৷ আরেক টুইটার গ্রাহক বিবিসিকে ব্রিটেনের এই সমস্যাগুলির উপর সিরিজ তৈরির পরামর্শ দেন ৷ সম্প্রতি, ব্রিটেনকে ছাপিয়ে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে উন্নীত হয়েছে ৷ এই দশকের শেষে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হতে চলেছে ৷ মার্কিন ডলারের হিসেবে অর্থনৈতিক ভাবে ভারতের আগে মাত্র 4টি রাষ্ট্র রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জাপান এবং জার্মান ৷

আরও পড়ুন: চলতি অর্থবর্ষে ভারতের সম্ভাব্য বৃদ্ধির হার 8.3 শতাংশ, রিপোর্ট বিশ্ব ব্যাঙ্কের

Last Updated : Jan 19, 2023, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.