ETV Bharat / international

PM at FIPIC Summit: ইন্দো-প্যাসিফিক দ্বীপগুলির উন্নয়ন ও অগ্রগতির পক্ষে সওয়াল মোদির - ভারত প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপ

ভারত বারবর বিদেশনীতিকে গুরুত্ব দিয়ে এসেছে ৷ সর্বদা নিরপেক্ষতা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য পরিচিত ভারত ৷ সেই কূটনৈতিক কৌশলকে সামনে রেখে 'ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ড কো-অপারেশন সামিটে' অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM at FIPIC Summit ETV BHARAT
PM at FIPIC Summit
author img

By

Published : May 22, 2023, 10:52 AM IST

নয়াদিল্লি, 22 মে: প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপগুলিকে 'বৃহৎ মহাসাগরীয় দেশ' হিসেবে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার ইন্দো-প্যাসিফিকে অবস্থিত দ্বীপগুলির সমর্থনে প্রধানমন্ত্রী জানান, ভারত সবাইকে নিয়ে চলতে বিশ্বাস করে ৷ আর তাই ইন্দো-প্যাসিফিকে অবস্থিত দ্বীপগুলির উন্নয়নকে সমর্থন করে ৷ সোমবার পাপুয়া-নিউগিনিতে আয়োজিত তৃতীয় 'ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ড কো-অপারেশন সামিটে" অংশ নেন মোদি ৷ তিনি এও জানান সাধারণত ইন্দো-প্যাসিফিকের দ্বীপগুলিকে 'ছোট দ্বীপ রাষ্ট্র' হিসাবে উল্লেখ করা হয় ৷ কিন্তু, ভারত তাতে বিশ্বাসী নয় ৷

G-20 এর মাধ্যমে বিশ্বের দক্ষিণ দিকের দেশগুলির সমস্যা থেকে শুরু করে চিন্তা, প্রত্যাশা এবং তাদের আকাঙ্খা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া ভারতের দায়িত্ব বলে এ দিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ আর গত দু’দিন ধরে জি-সেভেন সম্মেলনে তিনি সেই চেষ্টাই করে যাচ্ছেন ৷ এমনকী ভারত দক্ষিণ বিশ্বের উন্নয়নের অংশ হতে পেরে গর্বিত বলেও 'ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ড কো-অপারেশন সামিটে'র ভাষণে উল্লেখ করেন তিনি ৷ তাঁর কথায়, "আপনারা ভারতকে বিশ্বাস যোগ্য বন্ধু হিসেবে ভাবতে পারেন ৷ আমরা কোনও দ্বিধা ছাড়াই নিজেদের অভিজ্ঞতা এবং দক্ষতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি ৷"

আজকে কোভিড পরিস্থিতির কথাও উঠে আসে নরেন্দ্র মোদির ভাষণে ৷ তিনি বলেন, "করোনার কারণে দক্ষিণ বিশ্ব ইতিমধ্যেই একাধিক বাধা-বিপত্তির মধ্যে পড়েছে ৷ আর তার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, ক্ষুধা সমস্যা, দারিদ্রতা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নতুন সমস্যার সম্মুখিন হচ্ছে দক্ষিণ বিশ্ব ৷" তাই ইন্দো-প্যাসিফিক দ্বীপগুলিকে ভারত বন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলে জানান মোদি ৷

আরও পড়ুন: 'রাজনীতি-অর্থনীতি নয়, ইউক্রেনের সমস্যা মানবিক মূল্য়বোধের', হিরোশিমায় বললেন মোদি

উল্লেখ্য, 'ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ড কো-অপারেশন সামিটে' ভাষণ দেওয়ার আগে পাপুয়া-নিউগিনির প্রধানমন্ত্রীর সঙ্গে পোর্ট মোরসবিতে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন নরেন্দ্র মোদি ৷ সেখানে দুই দেশের অর্থনীতি, প্রযুক্তি, স্বাস্থ্য ব্যবস্থা ও আবহাওয়া পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ৷ দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর পিএমও থেকে এ নিয়ে একটি টুইট করা হয় ৷ দুই রাষ্ট্র-প্রধান পাপুয়া নিউ গিনির টোক পিসিন ভাষায় তামিল ক্লাসিক 'থিরুক্কুরাল'-এর অনুবাদিত সংস্করণ প্রকাশ করেছেন ৷

নয়াদিল্লি, 22 মে: প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপগুলিকে 'বৃহৎ মহাসাগরীয় দেশ' হিসেবে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার ইন্দো-প্যাসিফিকে অবস্থিত দ্বীপগুলির সমর্থনে প্রধানমন্ত্রী জানান, ভারত সবাইকে নিয়ে চলতে বিশ্বাস করে ৷ আর তাই ইন্দো-প্যাসিফিকে অবস্থিত দ্বীপগুলির উন্নয়নকে সমর্থন করে ৷ সোমবার পাপুয়া-নিউগিনিতে আয়োজিত তৃতীয় 'ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ড কো-অপারেশন সামিটে" অংশ নেন মোদি ৷ তিনি এও জানান সাধারণত ইন্দো-প্যাসিফিকের দ্বীপগুলিকে 'ছোট দ্বীপ রাষ্ট্র' হিসাবে উল্লেখ করা হয় ৷ কিন্তু, ভারত তাতে বিশ্বাসী নয় ৷

G-20 এর মাধ্যমে বিশ্বের দক্ষিণ দিকের দেশগুলির সমস্যা থেকে শুরু করে চিন্তা, প্রত্যাশা এবং তাদের আকাঙ্খা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া ভারতের দায়িত্ব বলে এ দিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ আর গত দু’দিন ধরে জি-সেভেন সম্মেলনে তিনি সেই চেষ্টাই করে যাচ্ছেন ৷ এমনকী ভারত দক্ষিণ বিশ্বের উন্নয়নের অংশ হতে পেরে গর্বিত বলেও 'ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ড কো-অপারেশন সামিটে'র ভাষণে উল্লেখ করেন তিনি ৷ তাঁর কথায়, "আপনারা ভারতকে বিশ্বাস যোগ্য বন্ধু হিসেবে ভাবতে পারেন ৷ আমরা কোনও দ্বিধা ছাড়াই নিজেদের অভিজ্ঞতা এবং দক্ষতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি ৷"

আজকে কোভিড পরিস্থিতির কথাও উঠে আসে নরেন্দ্র মোদির ভাষণে ৷ তিনি বলেন, "করোনার কারণে দক্ষিণ বিশ্ব ইতিমধ্যেই একাধিক বাধা-বিপত্তির মধ্যে পড়েছে ৷ আর তার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, ক্ষুধা সমস্যা, দারিদ্রতা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নতুন সমস্যার সম্মুখিন হচ্ছে দক্ষিণ বিশ্ব ৷" তাই ইন্দো-প্যাসিফিক দ্বীপগুলিকে ভারত বন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলে জানান মোদি ৷

আরও পড়ুন: 'রাজনীতি-অর্থনীতি নয়, ইউক্রেনের সমস্যা মানবিক মূল্য়বোধের', হিরোশিমায় বললেন মোদি

উল্লেখ্য, 'ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ড কো-অপারেশন সামিটে' ভাষণ দেওয়ার আগে পাপুয়া-নিউগিনির প্রধানমন্ত্রীর সঙ্গে পোর্ট মোরসবিতে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন নরেন্দ্র মোদি ৷ সেখানে দুই দেশের অর্থনীতি, প্রযুক্তি, স্বাস্থ্য ব্যবস্থা ও আবহাওয়া পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ৷ দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর পিএমও থেকে এ নিয়ে একটি টুইট করা হয় ৷ দুই রাষ্ট্র-প্রধান পাপুয়া নিউ গিনির টোক পিসিন ভাষায় তামিল ক্লাসিক 'থিরুক্কুরাল'-এর অনুবাদিত সংস্করণ প্রকাশ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.