ETV Bharat / international

Justin Trudeau on Deportation: প্রতারিত ভারতীয় পড়ুয়াদেরও সুযোগ দেওয়া হবে, আশ্বাস জাস্টিন ট্রুডোর

author img

By

Published : Jun 9, 2023, 11:07 AM IST

পঞ্জাবের জলন্ধরে একটি সংস্থা পড়ুয়াদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাঁদের কানাডায় পাঠানোর ব্যবস্থা করে দেয় ৷ এদিকে ওই সংস্থা পড়ুয়াদের জাল নথি দিয়েছিল ৷ পরে কানাডায় তা ধরা পড়ে ৷ পড়ুয়াদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয় ৷

ETV Bharat
জাস্টিন ট্রুডো

নয়াদিল্লি ও ওটাওয়া, 9 জুন: জালিয়াতিদের পাল্লায় পড়া ভারতীয় পড়ুয়াদের পরিস্থিতি ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হবে। নিজেদের দাবির সমর্থনে নথিপত্র দেওয়ার সুযোগও দেওয়া হবে । 700 জন ভারতীয় পড়ুয়াকে এমনই আশ্বাস দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ শিক্ষা প্রতিষ্ঠানে ভরতি হওয়ার জন্য জাল চিঠি ব্যবহারের অভিযোগ উঠেছে এই পড়ুয়াদের বিরুদ্ধে ৷ তাই তাঁদের কানাডা থেকে ভারতে ফিরে আসতে হবে ৷

এই বিশাল সংখ্যক ভারতীয় পড়ুয়াদের মধ্যে বেশিরভাগই পঞ্জাবের ৷ দেশে ফেরার নির্দেশের বিরুদ্ধে পড়ুয়ারা কানাডার রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তাঁদের বক্তব্য, ভারতের একটি অভিবাসন এজেন্সি তাঁদের প্রতারিত করেছে ৷ ওই সংস্থাটি পড়ুয়াদের জাল নথি দিয়েছিল ৷ এই বিষয়টি জানতেন না পড়ুয়ারা ৷

স্থানীয় সময় বুধবার কানাডার সংসদে বিতর্কের সময় প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, "আন্তর্জাতিক পড়ুয়াদের দেশ থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাঁরা কলেজ ভরতির সময় ভুয়ো নথি জমা দিয়েছিলেন ৷ পড়ুয়ারা এখন সমস্যার মধ্যে রয়েছেন ৷ এ বিষয়টি নিয়ে আমরা যথেষ্ট সচেতন ৷ স্পষ্টত, আমাদের লক্ষ্য দোষীদের চিহ্নিত করা, এই পড়ুয়াদের শাস্তি দেওয়া নয় ৷"

প্রধানমন্ত্রী আরও জানান, যাঁরা প্রতারণার শিকার হয়েছেন, তাঁরা নিজেদের অবস্থা বিস্তারিতভাবে জানাতে পারবেন ৷ তাঁরা তাঁদের পরিস্থিতির সমর্থনে প্রমাণ দেওয়ারও সুযোগ পাবেন ৷ শিখ বংশোদ্ভূত এনডিপি নেতা জগমিত সিং কানাডার সংসদে এই প্রতারিত পড়ুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ তাঁর জবাবে প্রধানমন্ত্রী এই আশ্বাসবাণী দেন ৷ ট্রুডো আরও বলেন, "আন্তর্জাতিক পড়ুয়ারা আমাদের দেশে যে বিপুল অবদান রেখেছেন, আমরা তা স্বীকার করি ৷ আমরা তাঁদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷"

আরও পড়ুন: ভুয়ো নথি নিয়ে কানাডায় পাড়ি! 700 পড়ুয়াকে দেশে ফেরাবে কেন্দ্র

এই পড়ুয়াদের বেশিরভাগ 2018 এবং 2019 সালে উচ্চশিক্ষার জন্য কানাডায় এসেছিলেন ৷ শিক্ষার্থীরা কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছিলেন ৷ তখন এই জালিয়াতি ধরা পড়ে ৷ জলন্ধরের এজেন্ট ব্রিজেশ মিশ্র জাল নথি দিয়েছেন বলে অভিযোগ ৷ এর জন্য তিনি পড়ুয়াদের থেকে হাজার হাজার ডলার নিয়েছিল ৷ এমনকী প্রতিষ্ঠিত কলেজে ভরতির জন্য ফি ছাড়াও প্রত্যেক পড়ুয়ার কাছ থেকে 16 লক্ষ টাকারও বেশি টাকা নিয়েছেন বলে জানা গিয়েছে ৷

নয়াদিল্লি ও ওটাওয়া, 9 জুন: জালিয়াতিদের পাল্লায় পড়া ভারতীয় পড়ুয়াদের পরিস্থিতি ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হবে। নিজেদের দাবির সমর্থনে নথিপত্র দেওয়ার সুযোগও দেওয়া হবে । 700 জন ভারতীয় পড়ুয়াকে এমনই আশ্বাস দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ শিক্ষা প্রতিষ্ঠানে ভরতি হওয়ার জন্য জাল চিঠি ব্যবহারের অভিযোগ উঠেছে এই পড়ুয়াদের বিরুদ্ধে ৷ তাই তাঁদের কানাডা থেকে ভারতে ফিরে আসতে হবে ৷

এই বিশাল সংখ্যক ভারতীয় পড়ুয়াদের মধ্যে বেশিরভাগই পঞ্জাবের ৷ দেশে ফেরার নির্দেশের বিরুদ্ধে পড়ুয়ারা কানাডার রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তাঁদের বক্তব্য, ভারতের একটি অভিবাসন এজেন্সি তাঁদের প্রতারিত করেছে ৷ ওই সংস্থাটি পড়ুয়াদের জাল নথি দিয়েছিল ৷ এই বিষয়টি জানতেন না পড়ুয়ারা ৷

স্থানীয় সময় বুধবার কানাডার সংসদে বিতর্কের সময় প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, "আন্তর্জাতিক পড়ুয়াদের দেশ থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাঁরা কলেজ ভরতির সময় ভুয়ো নথি জমা দিয়েছিলেন ৷ পড়ুয়ারা এখন সমস্যার মধ্যে রয়েছেন ৷ এ বিষয়টি নিয়ে আমরা যথেষ্ট সচেতন ৷ স্পষ্টত, আমাদের লক্ষ্য দোষীদের চিহ্নিত করা, এই পড়ুয়াদের শাস্তি দেওয়া নয় ৷"

প্রধানমন্ত্রী আরও জানান, যাঁরা প্রতারণার শিকার হয়েছেন, তাঁরা নিজেদের অবস্থা বিস্তারিতভাবে জানাতে পারবেন ৷ তাঁরা তাঁদের পরিস্থিতির সমর্থনে প্রমাণ দেওয়ারও সুযোগ পাবেন ৷ শিখ বংশোদ্ভূত এনডিপি নেতা জগমিত সিং কানাডার সংসদে এই প্রতারিত পড়ুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ তাঁর জবাবে প্রধানমন্ত্রী এই আশ্বাসবাণী দেন ৷ ট্রুডো আরও বলেন, "আন্তর্জাতিক পড়ুয়ারা আমাদের দেশে যে বিপুল অবদান রেখেছেন, আমরা তা স্বীকার করি ৷ আমরা তাঁদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷"

আরও পড়ুন: ভুয়ো নথি নিয়ে কানাডায় পাড়ি! 700 পড়ুয়াকে দেশে ফেরাবে কেন্দ্র

এই পড়ুয়াদের বেশিরভাগ 2018 এবং 2019 সালে উচ্চশিক্ষার জন্য কানাডায় এসেছিলেন ৷ শিক্ষার্থীরা কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছিলেন ৷ তখন এই জালিয়াতি ধরা পড়ে ৷ জলন্ধরের এজেন্ট ব্রিজেশ মিশ্র জাল নথি দিয়েছেন বলে অভিযোগ ৷ এর জন্য তিনি পড়ুয়াদের থেকে হাজার হাজার ডলার নিয়েছিল ৷ এমনকী প্রতিষ্ঠিত কলেজে ভরতির জন্য ফি ছাড়াও প্রত্যেক পড়ুয়ার কাছ থেকে 16 লক্ষ টাকারও বেশি টাকা নিয়েছেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.