ETV Bharat / international

American Hostages Released: দুই মার্কিন বন্দিকে মুক্তি হামাসের, স্বাগত জানালেন বাইডেন

Hamas Released Two American Hostages: গত 7 অক্টোবর গাজা সংলগ্ন দক্ষিণ ইজরায়েলে হামলা চালানোর সময় হামাস দু’শোজনকে বন্দি করে বলে অভিযোগ ৷ সেই বন্দিদের মধ্যে দু’জন মার্কিন নাগরিককে তারা ছাড়া দিয়েছে ৷ এই খবর পেয়ে খুশি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

American Hostages Released
American Hostages Released
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 7:13 AM IST

ইলিনিওস, 21 অক্টোবর: দু’সপ্তাহ বন্দি করে রাখার পর এক মার্কিন মহিলা ও তাঁর কিশোরী কন্যাকে মুক্তি দিয়েছে হামাস ৷ এই খবর প্রকাশ্যে আসার পর শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷

গত 7 অক্টোবর ইজরায়েলের গাজা সংলগ্ন অঞ্চলে অতর্কিতে হামলা চালায় হামাস ৷ সেই সময় ইজরায়েলে থাকা বহু মানুষকে পণবন্দি করা হয় ৷ সেই বন্দিদের মধ্যেই ছিলেন মার্কিন নাগরিক জুডিথ রানান ও তাঁর 17 বছর বয়সী মেয়ে নাটালি ৷ শুক্রবার তাঁদের মুক্তি দেয় হামাস ৷ গাজার ওই জঙ্গি সংগঠনের দাবি, কাতার সরকারের সঙ্গে এক চুক্তির ভিত্তিতে মানবিক কারণে এই দু’জনকে মুক্তি দেওয়া হল ৷

ইজরায়েলের দাবি, হামাস জঙ্গিরা 7 অক্টোবরের তাণ্ডব চালানোর সময় প্রায় 200 জনকে অপহরণ করে ৷ সেই বন্দিদের মধ্যে এই প্রথম কাউকে মুক্তি দেওয়া হল ৷ মুক্তিপ্রাপ্ত দু’জন মার্কিন নাগরিক, তাই সবচেয়ে বেশি খুশি ওই দেশের প্রেসিডেন্ট ৷ জো বাইডেন বলেন, ‘‘আমি আনন্দিত যে তাঁরা শীঘ্রই তাঁদের ভীত-সন্ত্রস্ত্র পরিবারের সঙ্গে পুনরায় দেখা করতে পারবেন ৷’’

হামাসের তরফে সরাসরি জুডিথ ও নাটালিকে ইজরায়েলের হাতে তুলে দেওয়া হয়নি ৷ তারা এই দু’জনকে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির হাতে তুলে দেয় ৷ ওই কমিটির দাবি, এখনও যাঁরা বন্দি, তাঁদের মুক্তির বিষয়েও ক্রমশ আশার আলো দেখা যাচ্ছে ৷

পরিবারের সদস্যদের মতে, জুডিথ এবং নাটালি রানান ইভানস্টনের শিকাগো শহরতলিতে তাঁদের বাড়ি থেকে ছুটি কাটাতে করতে ইজরায়েলে বেড়াতে গিয়েছিলেন । গত 7 অক্টোবর সিমচাট তোরাহ নামে ইহুদিদের একটি উৎসবে যোগ দিতে তাঁরা গাজার কাছে নাহাল ওজে ছিলেন ৷ ওই উৎসব চলাকালীন হামাস ও অন্যান্য জঙ্গিরা দক্ষিণ ইজরায়েলি শহরে হামলা চালায় ৷ শত শত মানুষকে হত্যা করে এবং অন্যদের অপহরণ করে ।

নাটালির দাদা বেন জানিয়েছেন, এর পর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না ৷ শেষে মার্কিন ও ইজরায়েলি কর্মকর্তারা তাঁদের গাজায় বন্দি হওয়ার খবর জানান ৷ গত দু’সপ্তাহ তাঁরা উদ্বেগে কাটিয়েছেন ৷ এখন তাঁদের মুক্তির খবর স্বস্তিতে পরিবারের সব সদস্যই ৷ জুডিথের পরিবারের তরফে অন্য বন্দিদেরও দ্রুত মুক্তি দেওয়ার দাবি তোলা হয়েছে ৷ এর জন্য তাঁরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন বলেও জানিয়েছেন ৷

ইলিনয়সের গভর্নর জেবি প্রিটজকার এবং ইউএস সেনেটার ট্যামি ডাকওয়ার্থও এই মুক্তির খবরে স্বস্তি প্রকাশ করেছেন ৷ জুডিথ ও নাটালি অসীম সাহসের পরিচয় দিয়েছেন বলেও জানিয়েছেন তাঁরা ৷ পাশাপাশি তাঁরা অন্য বন্দিদের দ্রুত মুক্তির দাবিতে সরব হয়েছেন ৷

কাতার জানিয়েছে যে তারা বর্তমান সংকট কমিয়ে আনা এবং শান্তি পুনঃস্থাপনের চূড়ান্ত লক্ষ্যে সমস্ত বন্দিদের মুক্তির আশায় ইজরায়েল এবং হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে । ইজরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, ইজরায়েল বন্দিদের ফিরিয়ে আনার জন্য এবং নিখোঁজদের খুঁজে বের করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং তাঁদের লক্ষ্য পরিবর্তন হয়নি । ‘‘তিনি বলেন, আমরা হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি এবং যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত ।’’

আরও পড়ুন: গাজায় বোমা বর্ষণ জারি, স্থলাভিযানের ইঙ্গিত ইজরায়েলের!

ইলিনিওস, 21 অক্টোবর: দু’সপ্তাহ বন্দি করে রাখার পর এক মার্কিন মহিলা ও তাঁর কিশোরী কন্যাকে মুক্তি দিয়েছে হামাস ৷ এই খবর প্রকাশ্যে আসার পর শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷

গত 7 অক্টোবর ইজরায়েলের গাজা সংলগ্ন অঞ্চলে অতর্কিতে হামলা চালায় হামাস ৷ সেই সময় ইজরায়েলে থাকা বহু মানুষকে পণবন্দি করা হয় ৷ সেই বন্দিদের মধ্যেই ছিলেন মার্কিন নাগরিক জুডিথ রানান ও তাঁর 17 বছর বয়সী মেয়ে নাটালি ৷ শুক্রবার তাঁদের মুক্তি দেয় হামাস ৷ গাজার ওই জঙ্গি সংগঠনের দাবি, কাতার সরকারের সঙ্গে এক চুক্তির ভিত্তিতে মানবিক কারণে এই দু’জনকে মুক্তি দেওয়া হল ৷

ইজরায়েলের দাবি, হামাস জঙ্গিরা 7 অক্টোবরের তাণ্ডব চালানোর সময় প্রায় 200 জনকে অপহরণ করে ৷ সেই বন্দিদের মধ্যে এই প্রথম কাউকে মুক্তি দেওয়া হল ৷ মুক্তিপ্রাপ্ত দু’জন মার্কিন নাগরিক, তাই সবচেয়ে বেশি খুশি ওই দেশের প্রেসিডেন্ট ৷ জো বাইডেন বলেন, ‘‘আমি আনন্দিত যে তাঁরা শীঘ্রই তাঁদের ভীত-সন্ত্রস্ত্র পরিবারের সঙ্গে পুনরায় দেখা করতে পারবেন ৷’’

হামাসের তরফে সরাসরি জুডিথ ও নাটালিকে ইজরায়েলের হাতে তুলে দেওয়া হয়নি ৷ তারা এই দু’জনকে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির হাতে তুলে দেয় ৷ ওই কমিটির দাবি, এখনও যাঁরা বন্দি, তাঁদের মুক্তির বিষয়েও ক্রমশ আশার আলো দেখা যাচ্ছে ৷

পরিবারের সদস্যদের মতে, জুডিথ এবং নাটালি রানান ইভানস্টনের শিকাগো শহরতলিতে তাঁদের বাড়ি থেকে ছুটি কাটাতে করতে ইজরায়েলে বেড়াতে গিয়েছিলেন । গত 7 অক্টোবর সিমচাট তোরাহ নামে ইহুদিদের একটি উৎসবে যোগ দিতে তাঁরা গাজার কাছে নাহাল ওজে ছিলেন ৷ ওই উৎসব চলাকালীন হামাস ও অন্যান্য জঙ্গিরা দক্ষিণ ইজরায়েলি শহরে হামলা চালায় ৷ শত শত মানুষকে হত্যা করে এবং অন্যদের অপহরণ করে ।

নাটালির দাদা বেন জানিয়েছেন, এর পর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না ৷ শেষে মার্কিন ও ইজরায়েলি কর্মকর্তারা তাঁদের গাজায় বন্দি হওয়ার খবর জানান ৷ গত দু’সপ্তাহ তাঁরা উদ্বেগে কাটিয়েছেন ৷ এখন তাঁদের মুক্তির খবর স্বস্তিতে পরিবারের সব সদস্যই ৷ জুডিথের পরিবারের তরফে অন্য বন্দিদেরও দ্রুত মুক্তি দেওয়ার দাবি তোলা হয়েছে ৷ এর জন্য তাঁরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন বলেও জানিয়েছেন ৷

ইলিনয়সের গভর্নর জেবি প্রিটজকার এবং ইউএস সেনেটার ট্যামি ডাকওয়ার্থও এই মুক্তির খবরে স্বস্তি প্রকাশ করেছেন ৷ জুডিথ ও নাটালি অসীম সাহসের পরিচয় দিয়েছেন বলেও জানিয়েছেন তাঁরা ৷ পাশাপাশি তাঁরা অন্য বন্দিদের দ্রুত মুক্তির দাবিতে সরব হয়েছেন ৷

কাতার জানিয়েছে যে তারা বর্তমান সংকট কমিয়ে আনা এবং শান্তি পুনঃস্থাপনের চূড়ান্ত লক্ষ্যে সমস্ত বন্দিদের মুক্তির আশায় ইজরায়েল এবং হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে । ইজরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, ইজরায়েল বন্দিদের ফিরিয়ে আনার জন্য এবং নিখোঁজদের খুঁজে বের করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং তাঁদের লক্ষ্য পরিবর্তন হয়নি । ‘‘তিনি বলেন, আমরা হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি এবং যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত ।’’

আরও পড়ুন: গাজায় বোমা বর্ষণ জারি, স্থলাভিযানের ইঙ্গিত ইজরায়েলের!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.