ETV Bharat / international

ওয়েস্ট ব্যাংকে ইজরায়েল সেনার হামলায় নিহত 3 জঙ্গি-সহ 5 প্যালেস্তাইনের নাগরিক

Israel-Hamas Conflict: এবার ওয়েস্ট ব্যাংকে আক্রমণ বাড়িয়েছে ইজরায়েল ৷ সেনার হাতে নিহত হয়েছে 3 জঙ্গি-সহ 5 প্যালেস্তাইন-নাগরিক ৷ আহত অনেকে ৷

Israeli troops kill 5 Palestinians,
ইজরায়েল সেনার হাতে মৃত 3 জঙ্গি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 2:24 PM IST

জেরুজালেম, 18 নভেম্বর: ইজরায়েলের সেনাবাহিনীর হাতে নিহত পাঁচ প্যালেস্তাইনের নাগরিক ৷ মৃতদের মধ্যে তিনজন জঙ্গি ৷ শুক্রবার গাজার ওয়েস্ট ব্যাংক এই পাঁচ প্যালেস্তাইন নাগরিকদেরকে হত্যা করে ইজরায়েলি সেনা ৷ স্থানীয় সংবাদ সূত্রের খবর, ইজরায়েলি সেনার ট্রাক ও বুলডোজার সেখানকার জেনিন শরণার্থী শিবিরে প্রবেশ করে । সেই আক্রমণেই পাঁচজন নিহত হয়, যাদের মধ্যে তিনজন ইসলামিক জিহাদ জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে দাবি করা হচ্ছে । প্যালেস্তাইনের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, এই হামলায় অন্তত 15 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ।

এর আগে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় ঢুকে পড়ে ইজরায়েলের সেনা । সেখানেও হামাসের জঙ্গিদের টার্গেট করেই অভিযান চালায় ইজরায়েল সেনা । যতদিন যাচ্ছে গাজা উপত্যকায় আক্রমণ বাড়াচ্ছে ইজরায়েল ৷ ইজরায়েল -গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়েস্ট ব্যাংকে হিংসার ঘটনায় নিহত হয়েছেন 205 প্যালেস্তাইন নাগরিক ৷ যা 2000 সালের প্রথম দিকে দ্বিতীয় প্যালেস্তাইন বিদ্রোহের পর ইজরায়েলের সবচেয়ে মারাত্মক আঘাত বলে মনে করা হচ্ছে ।

ইজরায়েলের দাবি, গাজার ক্ষমতাসীন দল হামাস এবং ওয়েস্ট ব্যাংকে সক্রিয় অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে । কিন্তু অধিকার আদায়ের গোষ্ঠীগুলি বলছে, এগুলি ইজরায়েলি কৌশল ৷ যার মধ্যে রয়েছে মারাত্মক অভিযান, হত্যা, বাড়িঘর ধ্বংস করা এবং গ্রেফতার করার মতো ঘটনা ।

গাজা-ইজরায়েল যুদ্ধ শুরু হয় গত 7 অক্টোবর ৷ ওইসময় গাজার হামাস জঙ্গিরা ইজরায়েলে উপর হামলা চালায় ৷ এই ঘটনায় কমপক্ষে 1400 জনকে হত্যা এবং 240 জনকে অপহরণ করেছিল হামাস জঙ্গিরা । হামাস-শাসিত অঞ্চলের স্বাস্থ্য আধিকারিকদের মতে, ইজরায়েল যুদ্ধ শুরু করেছে, যা গাজায় 11 হাজার জনেরও বেশি প্রাণ কেড়েছে ৷ যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক । একই সময়ে, ইজরায়েল ওয়েস্ট ব্যাংকে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে দমন অভিযান চালিয়েছে ।

আরও পড়ুন:

  1. 'ইজরায়েল-হামাস যুদ্ধে সাধারণের মৃত্যু নিন্দনীয়', গ্লোবাল সাউথ সামিটে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী মোদির
  2. ইজরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে নিরাপত্তা পরিষদের রেজলিউশন কার্যকর হওয়া নিয়ে ধন্দ

জেরুজালেম, 18 নভেম্বর: ইজরায়েলের সেনাবাহিনীর হাতে নিহত পাঁচ প্যালেস্তাইনের নাগরিক ৷ মৃতদের মধ্যে তিনজন জঙ্গি ৷ শুক্রবার গাজার ওয়েস্ট ব্যাংক এই পাঁচ প্যালেস্তাইন নাগরিকদেরকে হত্যা করে ইজরায়েলি সেনা ৷ স্থানীয় সংবাদ সূত্রের খবর, ইজরায়েলি সেনার ট্রাক ও বুলডোজার সেখানকার জেনিন শরণার্থী শিবিরে প্রবেশ করে । সেই আক্রমণেই পাঁচজন নিহত হয়, যাদের মধ্যে তিনজন ইসলামিক জিহাদ জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে দাবি করা হচ্ছে । প্যালেস্তাইনের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, এই হামলায় অন্তত 15 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ।

এর আগে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় ঢুকে পড়ে ইজরায়েলের সেনা । সেখানেও হামাসের জঙ্গিদের টার্গেট করেই অভিযান চালায় ইজরায়েল সেনা । যতদিন যাচ্ছে গাজা উপত্যকায় আক্রমণ বাড়াচ্ছে ইজরায়েল ৷ ইজরায়েল -গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়েস্ট ব্যাংকে হিংসার ঘটনায় নিহত হয়েছেন 205 প্যালেস্তাইন নাগরিক ৷ যা 2000 সালের প্রথম দিকে দ্বিতীয় প্যালেস্তাইন বিদ্রোহের পর ইজরায়েলের সবচেয়ে মারাত্মক আঘাত বলে মনে করা হচ্ছে ।

ইজরায়েলের দাবি, গাজার ক্ষমতাসীন দল হামাস এবং ওয়েস্ট ব্যাংকে সক্রিয় অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে । কিন্তু অধিকার আদায়ের গোষ্ঠীগুলি বলছে, এগুলি ইজরায়েলি কৌশল ৷ যার মধ্যে রয়েছে মারাত্মক অভিযান, হত্যা, বাড়িঘর ধ্বংস করা এবং গ্রেফতার করার মতো ঘটনা ।

গাজা-ইজরায়েল যুদ্ধ শুরু হয় গত 7 অক্টোবর ৷ ওইসময় গাজার হামাস জঙ্গিরা ইজরায়েলে উপর হামলা চালায় ৷ এই ঘটনায় কমপক্ষে 1400 জনকে হত্যা এবং 240 জনকে অপহরণ করেছিল হামাস জঙ্গিরা । হামাস-শাসিত অঞ্চলের স্বাস্থ্য আধিকারিকদের মতে, ইজরায়েল যুদ্ধ শুরু করেছে, যা গাজায় 11 হাজার জনেরও বেশি প্রাণ কেড়েছে ৷ যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক । একই সময়ে, ইজরায়েল ওয়েস্ট ব্যাংকে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে দমন অভিযান চালিয়েছে ।

আরও পড়ুন:

  1. 'ইজরায়েল-হামাস যুদ্ধে সাধারণের মৃত্যু নিন্দনীয়', গ্লোবাল সাউথ সামিটে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী মোদির
  2. ইজরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে নিরাপত্তা পরিষদের রেজলিউশন কার্যকর হওয়া নিয়ে ধন্দ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.