ETV Bharat / international

10 ইজরায়েলি ও চারজন থাই নাগরিককে মুক্তি দিল হামাস

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 4:33 PM IST

Israel-Hamas War: ইজরায়েল এখন গাজায় আক্রমণ থামিয়ে রেখেছে ৷ এই পরিস্থিতি আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে চলছে বন্দি বিনিময় ৷ বুধবার হামাস 14 জনকে মুক্তি দিয়েছে ৷ এঁদের মধ্যে 10 জন ইজরায়েলি ৷ আর চারজন থাইল্যান্ডের নাগরিক ৷

Israel-Hamas War
Israel-Hamas War

জেরুজালেম, 30 নভেম্বর: আরও 14 জন পণবন্দিকে ছেড়ে দিল হামাস ৷ গাজায় সাম্প্রতিক লড়াইয়ের সময় বন্দি হওয়া ফিলিস্তিনিদের ইজরায়েল থেকে মুক্তির বিনিময়ে এই 14 জনকে ছাড়া হয়েছে ৷ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের চেষ্টা করছেন আরও কয়েকদিন যুদ্ধবিরতি করার ৷ তাহলে আরও কয়েকজনের মুক্তি সম্ভব বলে মনে করা হচ্ছে ৷

ইজরায়েলের সেনা জানিয়েছে যে হামাসের হাত থেকে মুক্তি পেয়ে 10 জন ইজরায়েলি মহিলা ও থাইল্যান্ডের চারজন নাগরিক ফিরে এসেছেন ৷ তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের দেখা হয়েছে ৷ এছাড়া আরও দু’জন রাশিয়ান-ইজরায়েলি মহিলাকে আলাদাভাবে মুক্তি দিয়েছে হামাস ৷ পরিবর্তে 30 জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল ৷

এখনও পর্যন্ত সব মিলিয়ে 73 জনকে মুক্তি দিয়েছে হামাস ৷ আর ইজরায়েল 180 জন ফিলিস্তিনিকে ছেড়েছে ৷ এদের বেশিরভাগ মহিলা ও তরুণ ৷ এদের বিরুদ্ধে মূলত ইজরায়েলের সেনার উপর পাথর ছোড়ার অভিযোগ ছিল ৷ সেই অভিযোগেও তাদের ধরা হয় ৷

হামাস ও ইজরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি আপাতত বৃহস্পতিবার শেষ হচ্ছে ৷ কিন্তু আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা চাইছেন আরও কয়েকদিন এর মেয়াদ বাড়াতে ৷ হামাস ইতিমধ্যে অধিকাংশ মহিলা ও শিশুকে মুক্তি দিয়েছে ৷ এখনও পর্যন্ত 20 জন মহিলা আটক রয়েছেন ৷ ফলে যুদ্ধবিরতির আলোচনা আরও কঠিন হয়ে পড়েছে ৷ কারণ, হামাস এবার পণবন্দিদের মুক্তির বিনিময়ে আরও বড় কোনও দাবি করতে পারে ৷ বিশেষ করে ইজরায়েলি সৈনিক ও পুরুষদের ছাড়ার বিনিময়ে গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি বন্দিদের ইজরায়েল থেকে মুক্ত করার দাবি জানাতে পারে হামাস ৷

অন্যদিকে ইজরায়েল গাজা থেকে হামাসকে নির্মূল করতে বদ্ধপরিকর ৷ বুধবার সেই কথা জানিয়েও দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ এরই মাঝে বুধবার ইজরায়েলে পৌঁছেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন ৷

এদিকে এখনও পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে নতুন করে কিছু চূড়ান্ত হয়নি ৷ তবে যদি তা না হয়, তাহলে এবার গাজার দক্ষিণ অংশের দিকে এগোবে ইজরায়েলের সেনা ৷ এতদিন তারা উত্তর অংশে ছিল ৷ এবার সেখান থেকেই দক্ষিণ দিকে যাবে ৷ হামাসের বিরুদ্ধে ইজরায়েল লড়াই শুরু করার পর গাজার উত্তর ও মধ্য অংশের মানুষ দলে দলে দক্ষিণ দিকে সরে গিয়েছেন ৷ সেই সুযোগে হামাসের একাধিক শীর্ষনেতাও সেখানে আত্মগোপন করে আছে বলে মনে করছে ইজরায়েল ৷ সেই কারণেই এবার দক্ষিণ দিকে স্থল অভিযান চলবে ৷

এদিকে ইজরায়েলি সেনার বিরুদ্ধে আট বছরের এক ফিলিস্তিনি বালক ও 15 বছরের এক ফিলিস্তিনি কিশোরকে মেরে ফেলার অভিযোগ উঠেছে ৷ গাজার জেনিন শহরে এই ঘটনা ঘটে ৷ ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে যে ইজরায়েলের সেনা দেখা অনেকে ছেলে দৌড়াতে শুরু করে ৷ তাদের মধ্যে একজন পড়ে যায় ৷ তার শরীরে আঘাত লাগে ৷ রক্তও বের হতে শুরু করে ৷ ইজরায়েল অবশ্য এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ৷ তবে তারা বলেছে যে যারা সেখানে বিস্ফোরক ছুঁড়ছিল, তাদের উপরই হামলা হয় ৷ এর মধ্যে ওই দু’জনের কথা আলাদা করে বলা হয়নি ৷

আরও পড়ুন:

  1. দ্বিতীয় দফায় 13 ইজরায়েলি বন্দিকে মুক্তি দিল হামাস, তেল আভিভ মুক্ত করল 39 প্যালেস্তিনীয়কে
  2. যুদ্ধ-বিরতির মাঝে ঘরে ফেরা! চুক্তি মেনে বন্দি মুক্তি ইজরায়েল-হামাসের
  3. গাজায় 4 দিনের যুদ্ধবিরতি, প্যালেস্তাইন বন্দিদের বদলে অপহৃত নাগরিকদের মুক্তির শর্ত!

জেরুজালেম, 30 নভেম্বর: আরও 14 জন পণবন্দিকে ছেড়ে দিল হামাস ৷ গাজায় সাম্প্রতিক লড়াইয়ের সময় বন্দি হওয়া ফিলিস্তিনিদের ইজরায়েল থেকে মুক্তির বিনিময়ে এই 14 জনকে ছাড়া হয়েছে ৷ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের চেষ্টা করছেন আরও কয়েকদিন যুদ্ধবিরতি করার ৷ তাহলে আরও কয়েকজনের মুক্তি সম্ভব বলে মনে করা হচ্ছে ৷

ইজরায়েলের সেনা জানিয়েছে যে হামাসের হাত থেকে মুক্তি পেয়ে 10 জন ইজরায়েলি মহিলা ও থাইল্যান্ডের চারজন নাগরিক ফিরে এসেছেন ৷ তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের দেখা হয়েছে ৷ এছাড়া আরও দু’জন রাশিয়ান-ইজরায়েলি মহিলাকে আলাদাভাবে মুক্তি দিয়েছে হামাস ৷ পরিবর্তে 30 জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল ৷

এখনও পর্যন্ত সব মিলিয়ে 73 জনকে মুক্তি দিয়েছে হামাস ৷ আর ইজরায়েল 180 জন ফিলিস্তিনিকে ছেড়েছে ৷ এদের বেশিরভাগ মহিলা ও তরুণ ৷ এদের বিরুদ্ধে মূলত ইজরায়েলের সেনার উপর পাথর ছোড়ার অভিযোগ ছিল ৷ সেই অভিযোগেও তাদের ধরা হয় ৷

হামাস ও ইজরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি আপাতত বৃহস্পতিবার শেষ হচ্ছে ৷ কিন্তু আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা চাইছেন আরও কয়েকদিন এর মেয়াদ বাড়াতে ৷ হামাস ইতিমধ্যে অধিকাংশ মহিলা ও শিশুকে মুক্তি দিয়েছে ৷ এখনও পর্যন্ত 20 জন মহিলা আটক রয়েছেন ৷ ফলে যুদ্ধবিরতির আলোচনা আরও কঠিন হয়ে পড়েছে ৷ কারণ, হামাস এবার পণবন্দিদের মুক্তির বিনিময়ে আরও বড় কোনও দাবি করতে পারে ৷ বিশেষ করে ইজরায়েলি সৈনিক ও পুরুষদের ছাড়ার বিনিময়ে গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি বন্দিদের ইজরায়েল থেকে মুক্ত করার দাবি জানাতে পারে হামাস ৷

অন্যদিকে ইজরায়েল গাজা থেকে হামাসকে নির্মূল করতে বদ্ধপরিকর ৷ বুধবার সেই কথা জানিয়েও দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ এরই মাঝে বুধবার ইজরায়েলে পৌঁছেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন ৷

এদিকে এখনও পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে নতুন করে কিছু চূড়ান্ত হয়নি ৷ তবে যদি তা না হয়, তাহলে এবার গাজার দক্ষিণ অংশের দিকে এগোবে ইজরায়েলের সেনা ৷ এতদিন তারা উত্তর অংশে ছিল ৷ এবার সেখান থেকেই দক্ষিণ দিকে যাবে ৷ হামাসের বিরুদ্ধে ইজরায়েল লড়াই শুরু করার পর গাজার উত্তর ও মধ্য অংশের মানুষ দলে দলে দক্ষিণ দিকে সরে গিয়েছেন ৷ সেই সুযোগে হামাসের একাধিক শীর্ষনেতাও সেখানে আত্মগোপন করে আছে বলে মনে করছে ইজরায়েল ৷ সেই কারণেই এবার দক্ষিণ দিকে স্থল অভিযান চলবে ৷

এদিকে ইজরায়েলি সেনার বিরুদ্ধে আট বছরের এক ফিলিস্তিনি বালক ও 15 বছরের এক ফিলিস্তিনি কিশোরকে মেরে ফেলার অভিযোগ উঠেছে ৷ গাজার জেনিন শহরে এই ঘটনা ঘটে ৷ ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে যে ইজরায়েলের সেনা দেখা অনেকে ছেলে দৌড়াতে শুরু করে ৷ তাদের মধ্যে একজন পড়ে যায় ৷ তার শরীরে আঘাত লাগে ৷ রক্তও বের হতে শুরু করে ৷ ইজরায়েল অবশ্য এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ৷ তবে তারা বলেছে যে যারা সেখানে বিস্ফোরক ছুঁড়ছিল, তাদের উপরই হামলা হয় ৷ এর মধ্যে ওই দু’জনের কথা আলাদা করে বলা হয়নি ৷

আরও পড়ুন:

  1. দ্বিতীয় দফায় 13 ইজরায়েলি বন্দিকে মুক্তি দিল হামাস, তেল আভিভ মুক্ত করল 39 প্যালেস্তিনীয়কে
  2. যুদ্ধ-বিরতির মাঝে ঘরে ফেরা! চুক্তি মেনে বন্দি মুক্তি ইজরায়েল-হামাসের
  3. গাজায় 4 দিনের যুদ্ধবিরতি, প্যালেস্তাইন বন্দিদের বদলে অপহৃত নাগরিকদের মুক্তির শর্ত!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.