ETV Bharat / international

Israel Gaza: গাজায় বিমান হানায় মৃত বেড়ে 24, হামলার দায় নিতে অস্বীকার ইজরায়েলের

author img

By

Published : Aug 7, 2022, 10:18 AM IST

Updated : Aug 7, 2022, 10:31 AM IST

প্য়ালেস্তাইনের (Palestinian militants kills civilians in Gaza) উপর ইজরায়েলি বিমান হানায় মৃতের সংখ্যা বেড়ে 24 জন হয়েছে বলে দাবি করা হল ৷ যদিও রকেট হামলায় দায় নিতে অস্বীকার করেছে ইজরায়েল (Israel Gaza)৷

israel-says-misfire-by-palestinian-militants-kills-civilians-in-gaza
থাম্বনেইল

জেরুজালেম, 7 অগস্ট: মধ্যপ্রাচ্যে ক্রমে তীব্র আকার ধারণ করছে যুদ্ধ পরিস্থিতি ৷ ইজরায়েলি (Israel Gaza) বিমান হানায় শনিবার গাজায় ধুলিসাৎ হয়েছে বহু বাড়িঘর ৷ আবার দক্ষিণ ইজরায়েলের উপরও মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে প্যালেস্তাইনও (Palestinian militants kills civilians in Gaza)৷ গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন, এখনও পর্যন্ত উপকুলীয় হানায় প্রাণ গিয়েছে 24 জনের ৷ তাঁদের মধ্যে 6টি শিশুও রয়েছে ৷ যদিও বিমান হানার দায় নিতে চায়নি ইজরায়েল ৷ তাদের দাবি, প্যালেস্তিনিয়ান ইসলামিক জিহাদের (PIJ) একটি ব্যর্থ লকেট উৎক্ষেপণের কারণেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে (Israel says misfire by Palestinian militants)৷

ইজরায়েলের ন্যাশনাল পাবলিক ডিপলোম্যাসি ডিরেক্টরটের প্রধান লিওয়র হায়াত বিবৃতি দিয়ে দাবি করেছেন যে, পিআইজে একটি রকেট উক্ষেপণ করেছিল, কিন্তু তা অসফল হওয়ায় উত্তর গাজা স্ট্রিপের জাবালিয়ায় শিশুদের মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ ইজরায়েলি সেনার এক মুখপাত্রও দাবি করেছেন যে, ওই ঘটনার সময় ইজরায়েলি বিমানবাহিনী জাবালিয়ার উপর কোনও বিমান হামলা চালায়নি ৷ ইজরায়েল ডিফেন্স ফোর্সের দাবি, শুক্রবার থেকে ইজরায়েলকে লক্ষ্য করে ধেয়ে এসেছে অন্তত 350টি রকেট ৷ এর মধ্যে 95 শতাংশকেই প্রতিহত করতে সমর্থ হয়েছে বাহিনী ৷ তাই কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ শনিবার একটি এয়ার ডিফেন্স ব্যাটারি ঘুরে দেখেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যানটস ৷

আরও পড়ুন: নজরে শুল্কমুক্ত বাণিজ্য, নতুন করে আলোচনা এগিয়ে নিয়ে যেতে সম্মত ভারত-ইজরায়েল

প্যালেস্তিনীয় প্রশাসনের দাবি, শুক্রবার থেকে ইজয়ারায়েলি বিমান হানায় 24 জনের মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন শতাধিক মানুষ ৷ শুক্রবার ইজরায়েলের বিমানবাহিনী এক শীর্ষ পিআইজে কম্যান্ডারকে মেরে ফেলার পরই যুদ্ধের আবহ তৈরি হয় দু দেশের মধ্যে ৷ ইজরায়েলের সীমান্ত গাজা স্ট্রিপে দু দেশের উত্তেজনার পারদ বেশ কিছুদিন স্তিমিত থাকার পর আবার মাথাচাড়া দেওয়ায় চিন্তায় আন্তর্জাতিক মহল ৷

জেরুজালেম, 7 অগস্ট: মধ্যপ্রাচ্যে ক্রমে তীব্র আকার ধারণ করছে যুদ্ধ পরিস্থিতি ৷ ইজরায়েলি (Israel Gaza) বিমান হানায় শনিবার গাজায় ধুলিসাৎ হয়েছে বহু বাড়িঘর ৷ আবার দক্ষিণ ইজরায়েলের উপরও মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে প্যালেস্তাইনও (Palestinian militants kills civilians in Gaza)৷ গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন, এখনও পর্যন্ত উপকুলীয় হানায় প্রাণ গিয়েছে 24 জনের ৷ তাঁদের মধ্যে 6টি শিশুও রয়েছে ৷ যদিও বিমান হানার দায় নিতে চায়নি ইজরায়েল ৷ তাদের দাবি, প্যালেস্তিনিয়ান ইসলামিক জিহাদের (PIJ) একটি ব্যর্থ লকেট উৎক্ষেপণের কারণেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে (Israel says misfire by Palestinian militants)৷

ইজরায়েলের ন্যাশনাল পাবলিক ডিপলোম্যাসি ডিরেক্টরটের প্রধান লিওয়র হায়াত বিবৃতি দিয়ে দাবি করেছেন যে, পিআইজে একটি রকেট উক্ষেপণ করেছিল, কিন্তু তা অসফল হওয়ায় উত্তর গাজা স্ট্রিপের জাবালিয়ায় শিশুদের মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ ইজরায়েলি সেনার এক মুখপাত্রও দাবি করেছেন যে, ওই ঘটনার সময় ইজরায়েলি বিমানবাহিনী জাবালিয়ার উপর কোনও বিমান হামলা চালায়নি ৷ ইজরায়েল ডিফেন্স ফোর্সের দাবি, শুক্রবার থেকে ইজরায়েলকে লক্ষ্য করে ধেয়ে এসেছে অন্তত 350টি রকেট ৷ এর মধ্যে 95 শতাংশকেই প্রতিহত করতে সমর্থ হয়েছে বাহিনী ৷ তাই কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ শনিবার একটি এয়ার ডিফেন্স ব্যাটারি ঘুরে দেখেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যানটস ৷

আরও পড়ুন: নজরে শুল্কমুক্ত বাণিজ্য, নতুন করে আলোচনা এগিয়ে নিয়ে যেতে সম্মত ভারত-ইজরায়েল

প্যালেস্তিনীয় প্রশাসনের দাবি, শুক্রবার থেকে ইজয়ারায়েলি বিমান হানায় 24 জনের মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন শতাধিক মানুষ ৷ শুক্রবার ইজরায়েলের বিমানবাহিনী এক শীর্ষ পিআইজে কম্যান্ডারকে মেরে ফেলার পরই যুদ্ধের আবহ তৈরি হয় দু দেশের মধ্যে ৷ ইজরায়েলের সীমান্ত গাজা স্ট্রিপে দু দেশের উত্তেজনার পারদ বেশ কিছুদিন স্তিমিত থাকার পর আবার মাথাচাড়া দেওয়ায় চিন্তায় আন্তর্জাতিক মহল ৷

Last Updated : Aug 7, 2022, 10:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.