ETV Bharat / international

Israel-Palestine war: যুদ্ধের প্যালেস্তাইনে এই প্রথম গাজা ছাড়ার অনুমতি বিদেশিদের, রাফাহ সীমান্তে ভিড় - ইন্টারনেট পরিষেবা

সরবরাহকারী সংস্থা প্যালটেল এবং জাওয়াল গাজায় যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বিঘ্নিত হওয়ার খবর দিয়েছে ৷ যা পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বড় আঘাত বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 5:14 PM IST

Updated : Nov 1, 2023, 5:33 PM IST

রাফাহ (মিশর), 1 নভেম্বর: একাধিক বিদেশি পাসপোর্টধারীদের বুধবার গাজা থেকে মিশরের রাফাহ ক্রসিংয়ে প্রবেশ করতে দেখা গিয়েছে। মিশরের পথে অন্তত ডজনের বেশি বিদেশি, যাঁদের প্রত্যেকের কাছে রয়েছে পাসপোর্ট । তিন সপ্তাহ ধরে চলা ইজরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম বিদেশি যাঁরা পাসপোর্ট নিয়েই অবরুদ্ধ অবস্থায় ছিলেন, তাঁদের এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিন প্রথম দিকে, সরবরাহকারী সংস্থা প্যালটেল এবং জাওয়াল গাজায় যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বিঘ্নিত হওয়ার খবর দিয়েছে ৷ যা পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বড় আঘাত বলেই মনে করছে ওয়াকিবহল মহল। মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলি সতর্ক করেছে যে, এই ধরণের ব্ল্যাক আউটগুলি গাজায় ইতিমধ্যে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ৷ একই সঙ্গে, তাদের কাজকে মারাত্মকভাবে ব্যাহত করছে বলেও জানিয়েছে সংস্থাগুলি।

ইজরায়েল-হামাস যুদ্ধে প্যালেস্তাইনে মৃতের সংখ্যা আট হাজার 525-এ পৌঁছেছে ৷ এর মধ্যে তিন হাজারেরও বেশি শিশু । গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুসারে এই সংখ্য়া আরও বাড়তে বলে আশঙ্কা করা হয়েছে। অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে হিংসার ঘটনায় এবং ইজরায়েলি অভিযানে 122 জনেরও বেশি প্যালেস্তাইনি নিহত হয়েছে বলেও খবর মিলেছে।

আরও পড়ুন: যুদ্ধে ইজরায়েলে বাস্তুচ্যুত 2 লক্ষ 50 হাজার নাগরিক, চলছে দেহ শনাক্তকরণ

এর আগে হামাসের হামলায় ইজরায়েলে এক হাজার 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে ৷ যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক ছিলেন। গত 7 অক্টোবরের হামাসের প্রাথমিক তাণ্ডবের জেরে এই যুদ্ধ শুরু হয়। এছাড়াও, জঙ্গি গোষ্ঠীটি ইজরায়েল থেকে প্রায় 240 জনকে পণবন্দি করে গাজায় নিয়ে গিয়েছে বলেও জানা যায়। বন্দিদের মধ্যে একজন মহিলা ইজরায়েলি সৈনিকও ছিলেন ৷ যাঁকে বিশেষ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে।

স্পষ্ট নয় কবে এই যুদ্ধ থামবে । এর আগে যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণের ট্রাক প্রবেশ নিয়েও জট তৈরি হয় । গাজা-মিশর সংযোগকারী রাফাহ সীমান্তে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একাধিক ত্রাণবাহী ট্রাক। যদিও পরবর্তীতে একের পর এক ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করতে সফল হয় । এবার সীমান্ত পারের প্রথম ছাড়পত্র পেল গাজার বিদেশিরা । পাসপোর্ট হাতেই রাফাহ সীমান্ত দিয়ে আপাতত তাঁরা মিশরের পথে ।

(এপি)

রাফাহ (মিশর), 1 নভেম্বর: একাধিক বিদেশি পাসপোর্টধারীদের বুধবার গাজা থেকে মিশরের রাফাহ ক্রসিংয়ে প্রবেশ করতে দেখা গিয়েছে। মিশরের পথে অন্তত ডজনের বেশি বিদেশি, যাঁদের প্রত্যেকের কাছে রয়েছে পাসপোর্ট । তিন সপ্তাহ ধরে চলা ইজরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম বিদেশি যাঁরা পাসপোর্ট নিয়েই অবরুদ্ধ অবস্থায় ছিলেন, তাঁদের এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিন প্রথম দিকে, সরবরাহকারী সংস্থা প্যালটেল এবং জাওয়াল গাজায় যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বিঘ্নিত হওয়ার খবর দিয়েছে ৷ যা পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বড় আঘাত বলেই মনে করছে ওয়াকিবহল মহল। মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলি সতর্ক করেছে যে, এই ধরণের ব্ল্যাক আউটগুলি গাজায় ইতিমধ্যে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ৷ একই সঙ্গে, তাদের কাজকে মারাত্মকভাবে ব্যাহত করছে বলেও জানিয়েছে সংস্থাগুলি।

ইজরায়েল-হামাস যুদ্ধে প্যালেস্তাইনে মৃতের সংখ্যা আট হাজার 525-এ পৌঁছেছে ৷ এর মধ্যে তিন হাজারেরও বেশি শিশু । গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুসারে এই সংখ্য়া আরও বাড়তে বলে আশঙ্কা করা হয়েছে। অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে হিংসার ঘটনায় এবং ইজরায়েলি অভিযানে 122 জনেরও বেশি প্যালেস্তাইনি নিহত হয়েছে বলেও খবর মিলেছে।

আরও পড়ুন: যুদ্ধে ইজরায়েলে বাস্তুচ্যুত 2 লক্ষ 50 হাজার নাগরিক, চলছে দেহ শনাক্তকরণ

এর আগে হামাসের হামলায় ইজরায়েলে এক হাজার 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে ৷ যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক ছিলেন। গত 7 অক্টোবরের হামাসের প্রাথমিক তাণ্ডবের জেরে এই যুদ্ধ শুরু হয়। এছাড়াও, জঙ্গি গোষ্ঠীটি ইজরায়েল থেকে প্রায় 240 জনকে পণবন্দি করে গাজায় নিয়ে গিয়েছে বলেও জানা যায়। বন্দিদের মধ্যে একজন মহিলা ইজরায়েলি সৈনিকও ছিলেন ৷ যাঁকে বিশেষ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে।

স্পষ্ট নয় কবে এই যুদ্ধ থামবে । এর আগে যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণের ট্রাক প্রবেশ নিয়েও জট তৈরি হয় । গাজা-মিশর সংযোগকারী রাফাহ সীমান্তে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একাধিক ত্রাণবাহী ট্রাক। যদিও পরবর্তীতে একের পর এক ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করতে সফল হয় । এবার সীমান্ত পারের প্রথম ছাড়পত্র পেল গাজার বিদেশিরা । পাসপোর্ট হাতেই রাফাহ সীমান্ত দিয়ে আপাতত তাঁরা মিশরের পথে ।

(এপি)

Last Updated : Nov 1, 2023, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.