ওয়াশিংটন, 15 অক্টোবর: চিনের রাষ্ট্রপতি শি জিনপিং জুন মাসে প্যালেস্তাইনের রাষ্ট্রপতিকে বেইজিংয়ে আমন্ত্রণ জানান ৷ একই সঙ্গে, ইজরায়েলি প্রধানমন্ত্রীকেও একটি পৃথক রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানান। বেঞ্জামিন নেতানিয়াহু সেই আমন্ত্রণ স্বীকারও করেছিলেন ৷ মনে করা হচ্ছে আদতে চিন এই অঞ্চলে নিজে একটি বড় ভূমিকা নেওয়ার জন্য তৎপর ছিল। কিন্তু এরপরেই ইজরায়েলের বিরুদ্ধে অতর্কিতে আক্রমণ চালায় হামাস ৷ যা নেতানিয়াহুর অক্টোবরের শেষের দিকে চিন সফরকে কার্যত অনিশ্চিত করে দিয়েছে ৷ একই সঙ্গে, মধ্যপ্রাচ্যের উপর প্রভাব বিস্তার করার যে পদ্ধতি নিয়েছিল তাও একরকম পরীক্ষার মুখোমুখি ৷
যুদ্ধে চিনের তরফে যে বিবৃত সামনে এসেছে, তাও ইজরায়েলকে বিচলিত করেছে ৷ বিশেষজ্ঞদের দাবি, তবে আরব দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে বেজিং দীর্ঘমেয়াদি ফায়দা লাভ করতে পারে। বেজিং-এর রেনমিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শি ইয়িংহং বলেন, "অন্তত কিছু সময়ের জন্য, বেজিংয়ের মধ্যপ্রাচ্য নীতি যুদ্ধের কারণে একটু থমকে গিয়েছে মাত্র।" তাঁর কথায়, “মার্কিন যুক্তরাষ্ট্র যারা জোরালোভাবে ইজরায়েলকে সমর্থন করে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। কিন্তু চিনের কথা শোনার কে আছে ?"
চিনের মধ্যপ্রাচ্য দূত ঝাই জুন, গত সপ্তাহে প্য়ালেস্তাইন এবং মিশরের কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ৷ প্য়ালেস্তাইন জনগণের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সমর্থনেরও আহ্বান জানিয়েছেন তিনি। ঝাই ইজরায়েলি কর্মকর্তাদের ডেকে বলেন, "প্য়ালেস্তাইন ইস্যুতে চিনের কোনও স্বার্থপরতা নেই ৷ কিন্তু সবসময় শান্তির পক্ষে, ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে আমরা দাঁড়িয়েছি।"
তিনি আরও বলেন, "চিন শান্তি প্রচার এবং আলোচনাকে উৎসাহিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে ইচ্ছুক।" অন্যদিকে, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই প্য়ালেস্তাইনের পক্ষে আরও জোরালোভাবে সওয়াল করে বলেন, "বিষয়টির মূল প্রেক্ষাপট হল প্য়ালেস্তাইনের জনগণের প্রতি সঠিক ন্যায়বিচার করা হয়নি।"
আরও পড়ুন: ইজরায়েল-হামাস যুদ্ধে সাধারণ মানুষের সাহায্যে তোড়জোর বাইডেন প্রশাসনের!
ওয়াং-এর কথায়, "এই সংঘাত আবারও অত্যন্ত দুঃখজনকভাবে প্রমাণ করেছে যে প্য়ালেস্তাইন সমস্যা সমাধানে যত তাড়াতাড়ি সম্ভব প্রকৃত শান্তি আলোচনা পুনরায় শুরু করা উচিত ৷ প্য়ালেস্তাইন জাতির ন্যায্য অধিকারও উপলব্ধি করতে হবে ৷" প্রসঙ্গত, চিন দীর্ঘদিন ধরেই স্বাধীন প্য়ালেস্তাইন রাষ্ট্রের জন্য একটি দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে ওকালতি করে আসছে।