ETV Bharat / international

Israel-Hamas War: গাজায় হামাসের গোপন টানেল গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলি সেনা, দাবি আইডিএফের - ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ

ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হয়েছে প্রায় মাসখানেক আগে ৷ ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা গাজায় হামাসের গোপন টানেল খুঁজে বের করেছে ৷

ETV Bharat
ইজরায়েল হামাস যুদ্ধ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 10:15 AM IST

Updated : Nov 5, 2023, 10:44 AM IST

তেল আভিভ, 5 নভেম্বর: হামাসের ব্যবহার করা ভূগর্ভস্থ টানেলগুলি খুঁজে বের করেছে ইজরায়েলের সেনাবাহিনী ৷ সোশাল মিডিয়ায় এমনটাই দাবি করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ৷ এই গুপ্ত টানেলগুলি থেকেই হামাস ইজরায়েলের উপর হামলা চালাচ্ছে বলে জানা গিয়েছে ৷ স্থানীয় সময় রবিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে এমন দাবি করে আইডিএফ ৷

  • While Hamas obstructs their civilians from getting to safety in southern Gaza, Hamas hides within their intricate network of terror tunnels.

    IDF troops uncovered multiple access points during operational activity in Northern Gaza. pic.twitter.com/vovapYD4Xn

    — Israel Defense Forces (@IDF) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাতে দাবি করা হয়, হামাস গাজার সাধারণ মানুষকে দক্ষিণ দিকে যেতে বাধা দিচ্ছে ৷ অথচ হামাসের জঙ্গিরা টানেলে আত্মগোপন করে রয়েছে ৷ সেখান থেকে তাদের নেটওয়ার্ক পরিচালনা করছে ৷ তবে আইডিএফের জওয়ানরা উত্তর গাজায় অভিযান চালিয়ে বহু জায়গা খুঁজে বের করেছে ৷ পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ভাঙাচোরা টানেলের সামনেই এক ইজরায়েলি সেনা দাঁড়িয়ে আছেন ৷

  • IDF fighter jets struck Hamas terrorist infrastructure located on the roof of a building and an adjacent tunnel shaft after receiving intelligence from the ISA and through ground operations.

    In addition, following IDF and ISA intelligence, and the identification of shooting… pic.twitter.com/JRsl9ZpiV7

    — Israel Defense Forces (@IDF) November 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরেকটি পোস্টে আইডিএফ আরও দাবি করেছে, ইজরায়েলের নিজস্ব মিসাইল প্রতিরক্ষা পদ্ধতির সাহায্যে হামাসের ছোড়া রকেট আটকানো সম্ভব হয়েছে ৷ শনিবার গাজা থেকে এই রকেটটি ছুড়েছিল হামাস ৷ ইজরায়েলের এইলাট শহরের উত্তরে আরাভা অঞ্চলে এই রকেটটিকে রুখেছে দেশের অত্যাধুনিক পদ্ধতি ৷ এইলাট ইজরায়েলের বন্দর শহর ৷ গাজা থেকে এর দূরত্ব 250 কিলোমিটার ৷ হামাস এই হামলার দায় স্বীকার করেছে ৷ তারা জানিয়েছে, দীর্ঘ দূরত্বের একাধিক আয়াশ-250 রকেট নিক্ষেপ করা হয়েছিল ৷ তবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি ৷

হামাসের জঙ্গি কার্যকলাপ চালানোর ঘাঁটিও নষ্ট করে দিয়েছে আইডিএফ ৷ সোশাল মিডিয়ায় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, একটি বাড়ির উপর থেকে হামাস সন্ত্রাসবাদী কাজকর্ম পরিচালনা করছিল ৷ সেটি ধ্বংস করে দিয়েছে আইডিএফের যুদ্ধবিমান ৷ ওই বাড়ির পাশেই একটি টানেল রয়েছে ৷ সেই টানেল থেকে তারা আইএসএ-র থেকে গোপনে খবর পাচ্ছিল ৷

সেই সংক্রান্ত ছবিও পোস্ট করেছে আইডিএফ ৷ 7 অক্টোবর হামাস ইজরায়েলের উপর অতর্কিতে হামলা চালায় ৷ তারপর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পালটা যুদ্ধ ঘোষণা করেন ৷ সেই থেকে প্রায় মাসখানেক হতে চলল, ইজরায়েল-হামাস যুদ্ধ চলছে ৷ দিনে দিনে তা আরও বড় আকার ধারণ করছে ৷ ইতিমধ্যে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন।

আরও পড়ুন: দিনে দু'টুকরো রুটি আর 'জল চাই, জল দাও' আতর্নাদ নিয়ে দিন কাটছে গাজার; দাবি রাষ্ট্রসংঘের

তেল আভিভ, 5 নভেম্বর: হামাসের ব্যবহার করা ভূগর্ভস্থ টানেলগুলি খুঁজে বের করেছে ইজরায়েলের সেনাবাহিনী ৷ সোশাল মিডিয়ায় এমনটাই দাবি করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ৷ এই গুপ্ত টানেলগুলি থেকেই হামাস ইজরায়েলের উপর হামলা চালাচ্ছে বলে জানা গিয়েছে ৷ স্থানীয় সময় রবিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে এমন দাবি করে আইডিএফ ৷

  • While Hamas obstructs their civilians from getting to safety in southern Gaza, Hamas hides within their intricate network of terror tunnels.

    IDF troops uncovered multiple access points during operational activity in Northern Gaza. pic.twitter.com/vovapYD4Xn

    — Israel Defense Forces (@IDF) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাতে দাবি করা হয়, হামাস গাজার সাধারণ মানুষকে দক্ষিণ দিকে যেতে বাধা দিচ্ছে ৷ অথচ হামাসের জঙ্গিরা টানেলে আত্মগোপন করে রয়েছে ৷ সেখান থেকে তাদের নেটওয়ার্ক পরিচালনা করছে ৷ তবে আইডিএফের জওয়ানরা উত্তর গাজায় অভিযান চালিয়ে বহু জায়গা খুঁজে বের করেছে ৷ পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ভাঙাচোরা টানেলের সামনেই এক ইজরায়েলি সেনা দাঁড়িয়ে আছেন ৷

  • IDF fighter jets struck Hamas terrorist infrastructure located on the roof of a building and an adjacent tunnel shaft after receiving intelligence from the ISA and through ground operations.

    In addition, following IDF and ISA intelligence, and the identification of shooting… pic.twitter.com/JRsl9ZpiV7

    — Israel Defense Forces (@IDF) November 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরেকটি পোস্টে আইডিএফ আরও দাবি করেছে, ইজরায়েলের নিজস্ব মিসাইল প্রতিরক্ষা পদ্ধতির সাহায্যে হামাসের ছোড়া রকেট আটকানো সম্ভব হয়েছে ৷ শনিবার গাজা থেকে এই রকেটটি ছুড়েছিল হামাস ৷ ইজরায়েলের এইলাট শহরের উত্তরে আরাভা অঞ্চলে এই রকেটটিকে রুখেছে দেশের অত্যাধুনিক পদ্ধতি ৷ এইলাট ইজরায়েলের বন্দর শহর ৷ গাজা থেকে এর দূরত্ব 250 কিলোমিটার ৷ হামাস এই হামলার দায় স্বীকার করেছে ৷ তারা জানিয়েছে, দীর্ঘ দূরত্বের একাধিক আয়াশ-250 রকেট নিক্ষেপ করা হয়েছিল ৷ তবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি ৷

হামাসের জঙ্গি কার্যকলাপ চালানোর ঘাঁটিও নষ্ট করে দিয়েছে আইডিএফ ৷ সোশাল মিডিয়ায় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, একটি বাড়ির উপর থেকে হামাস সন্ত্রাসবাদী কাজকর্ম পরিচালনা করছিল ৷ সেটি ধ্বংস করে দিয়েছে আইডিএফের যুদ্ধবিমান ৷ ওই বাড়ির পাশেই একটি টানেল রয়েছে ৷ সেই টানেল থেকে তারা আইএসএ-র থেকে গোপনে খবর পাচ্ছিল ৷

সেই সংক্রান্ত ছবিও পোস্ট করেছে আইডিএফ ৷ 7 অক্টোবর হামাস ইজরায়েলের উপর অতর্কিতে হামলা চালায় ৷ তারপর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পালটা যুদ্ধ ঘোষণা করেন ৷ সেই থেকে প্রায় মাসখানেক হতে চলল, ইজরায়েল-হামাস যুদ্ধ চলছে ৷ দিনে দিনে তা আরও বড় আকার ধারণ করছে ৷ ইতিমধ্যে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন।

আরও পড়ুন: দিনে দু'টুকরো রুটি আর 'জল চাই, জল দাও' আতর্নাদ নিয়ে দিন কাটছে গাজার; দাবি রাষ্ট্রসংঘের

Last Updated : Nov 5, 2023, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.