ETV Bharat / international

Iran Anti Hijab Protest: সরকারের বিরুদ্ধে মুখ খোলাই কাল ? গ্রেফতার অস্কারজয়ী ছবির অভিনেত্রী - তারানে আলিদোস্তি

ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানে আলিদোস্তিকে (Taraneh Alidoosti) গ্রেফতার করল সেদেশের সরকার (Iran Government) ৷ কী কারণে এই পদক্ষেপ করা হল ?

Iran Government arrest renowned actress Taraneh Alidoosti for supporting Anti Hijab Protest
প্রতিবাদীদের পাশে অভিনেত্রী ৷ -ফাইল ছবি
author img

By

Published : Dec 18, 2022, 1:36 PM IST

তেহরান, 18 ডিসেম্বর: সরকারি দমন, পীড়নের প্রতিবাদে সরব হওয়ায় গ্রেফতার হতে হল ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানে আলিদোস্তিকে (Taraneh Alidoosti) ৷ চলতি ডিসেম্বর মাসেই মহসেন শেকারি (Mohsen Shekari) নামে এক প্রতিবাদীকে ফাঁসিতে ঝোলায় ইরান সরকার (Iran Government) ৷ দেশজুড়ে চলা হিজাববিরোধী আন্দোলনে (Iran Anti Hijab Protest) যোগ দিয়েছিলেন ওই যুবক ৷ সেই কারণেই তাঁকে ফাঁসিকাঠে চড়ানো হয় বলে অভিযোগ ৷ বস্তুত, এই প্রথম ইরানে হিজাববিরোধী আন্দোলনে সামিল হওয়ার জন্য কাউকে ফাঁসি দেওয়া হল ৷ সরকারের এই আগ্রাসন মেনে নিতে পারেননি তারানে ৷ ঘটনার প্রতিবাদে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি ৷ সূত্রের দাবি, সেই কারণেই তারানেকে গ্রেফতার করা হয় ৷

যদিও সরকারিভাবে এই গ্রেফতারির পিছনে অন্য কারণ দেখানো হচ্ছে ৷ এবং সেখানেও রয়েছে মেয়েদের উপর খবরদারি ফলানোর সংকীর্ণ মানসিকতা ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত নভেম্বর মাসে তারানে সোশাল মিডিয়ায় নিজের একটি ছবি আপলোড করেছিলেন ৷ সেই ছবিতে হিজাব পরেননি অভিনেত্রী ৷ একইসঙ্গে, তাঁর হাতে ধরা ছিল একটি বার্তা ৷ তাতে লেখা ছিল 'নারী, জীবন, প্রতিবাদ আন্দোলনকে সমর্থন করার স্বাধীনতা' ৷ তারানেকে গ্রেফতার করার ক্ষেত্রে তাঁর এই পোস্টকে হাতিয়ার করা হচ্ছে ৷ সেইসঙ্গে, তাঁর বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে ৷ যদিও সেই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ সরকারপক্ষ পেশ করতে পারেনি ৷

আরও পড়ুন: ইরানের হিজাববিরোধী আন্দোলনের মঞ্চে পরিণত হল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

পরবর্তীতে মহসেনকে ফাঁসিকাঠে ঝোলানো হলে আরও একটি পোস্ট করেন তারানে ৷ সেই পোস্টে তিনি লেখেন, "আপনার নীরবতার অর্থ হল, স্বৈরাচারী এবং অত্যাচারীকে সমর্থন করা ৷ সেই সমস্ত আন্তর্জাতিক সংস্থা, যারা এই রক্তপাত দেখছে, কিন্তু কোনও পদক্ষেপ করছে না, তাদের এই আচরণ আদতে মানবতার অসম্মান ৷" তথ্য বলছে, এই পোস্টের পরই তারানের ইনস্টাগ্রাম প্রোফাইলটি 'ডিলিট' হয়ে যায় !

প্রসঙ্গত, শুধুমাত্র ইরানে নয়, তারানে আলিদোস্তির খ্যাতি জগৎজোড়া ৷ তাঁর অভিনীত সিনেমা 'দ্য সেল্সম্য়ান' 2016 সালে অস্কার জিতেছিল ৷ এছাড়াও ইরানের বহু সিনেমা এবং টিভি শোয়ের সঙ্গে যুক্ত থেকেছেন এই অভিনেত্রী ৷ তাঁর গ্রেফতারিতে স্বভাবতই উদ্বিগ্ন অনুরাগীরা ৷ উদ্বেগ ছড়িয়েছে আন্দোলনকারী এবং চলচ্চিত্র জগতের মানুষের মধ্যেও ৷ গ্রেফতারির পর তারানেকে সরকারের কোন বিভাগ নিজেদের হেফাজতে রেখেছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি ৷

তেহরান, 18 ডিসেম্বর: সরকারি দমন, পীড়নের প্রতিবাদে সরব হওয়ায় গ্রেফতার হতে হল ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানে আলিদোস্তিকে (Taraneh Alidoosti) ৷ চলতি ডিসেম্বর মাসেই মহসেন শেকারি (Mohsen Shekari) নামে এক প্রতিবাদীকে ফাঁসিতে ঝোলায় ইরান সরকার (Iran Government) ৷ দেশজুড়ে চলা হিজাববিরোধী আন্দোলনে (Iran Anti Hijab Protest) যোগ দিয়েছিলেন ওই যুবক ৷ সেই কারণেই তাঁকে ফাঁসিকাঠে চড়ানো হয় বলে অভিযোগ ৷ বস্তুত, এই প্রথম ইরানে হিজাববিরোধী আন্দোলনে সামিল হওয়ার জন্য কাউকে ফাঁসি দেওয়া হল ৷ সরকারের এই আগ্রাসন মেনে নিতে পারেননি তারানে ৷ ঘটনার প্রতিবাদে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি ৷ সূত্রের দাবি, সেই কারণেই তারানেকে গ্রেফতার করা হয় ৷

যদিও সরকারিভাবে এই গ্রেফতারির পিছনে অন্য কারণ দেখানো হচ্ছে ৷ এবং সেখানেও রয়েছে মেয়েদের উপর খবরদারি ফলানোর সংকীর্ণ মানসিকতা ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত নভেম্বর মাসে তারানে সোশাল মিডিয়ায় নিজের একটি ছবি আপলোড করেছিলেন ৷ সেই ছবিতে হিজাব পরেননি অভিনেত্রী ৷ একইসঙ্গে, তাঁর হাতে ধরা ছিল একটি বার্তা ৷ তাতে লেখা ছিল 'নারী, জীবন, প্রতিবাদ আন্দোলনকে সমর্থন করার স্বাধীনতা' ৷ তারানেকে গ্রেফতার করার ক্ষেত্রে তাঁর এই পোস্টকে হাতিয়ার করা হচ্ছে ৷ সেইসঙ্গে, তাঁর বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে ৷ যদিও সেই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ সরকারপক্ষ পেশ করতে পারেনি ৷

আরও পড়ুন: ইরানের হিজাববিরোধী আন্দোলনের মঞ্চে পরিণত হল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

পরবর্তীতে মহসেনকে ফাঁসিকাঠে ঝোলানো হলে আরও একটি পোস্ট করেন তারানে ৷ সেই পোস্টে তিনি লেখেন, "আপনার নীরবতার অর্থ হল, স্বৈরাচারী এবং অত্যাচারীকে সমর্থন করা ৷ সেই সমস্ত আন্তর্জাতিক সংস্থা, যারা এই রক্তপাত দেখছে, কিন্তু কোনও পদক্ষেপ করছে না, তাদের এই আচরণ আদতে মানবতার অসম্মান ৷" তথ্য বলছে, এই পোস্টের পরই তারানের ইনস্টাগ্রাম প্রোফাইলটি 'ডিলিট' হয়ে যায় !

প্রসঙ্গত, শুধুমাত্র ইরানে নয়, তারানে আলিদোস্তির খ্যাতি জগৎজোড়া ৷ তাঁর অভিনীত সিনেমা 'দ্য সেল্সম্য়ান' 2016 সালে অস্কার জিতেছিল ৷ এছাড়াও ইরানের বহু সিনেমা এবং টিভি শোয়ের সঙ্গে যুক্ত থেকেছেন এই অভিনেত্রী ৷ তাঁর গ্রেফতারিতে স্বভাবতই উদ্বিগ্ন অনুরাগীরা ৷ উদ্বেগ ছড়িয়েছে আন্দোলনকারী এবং চলচ্চিত্র জগতের মানুষের মধ্যেও ৷ গ্রেফতারির পর তারানেকে সরকারের কোন বিভাগ নিজেদের হেফাজতে রেখেছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.