সিঙ্গাপুর, 8 মার্চ: বিদেশের মাটিতে শ্লীলতাহানির অভিযোগ উঠল ভারতীয় নাগরিকের বিরুদ্ধে ৷ সিঙ্গাপুরে যোগা ট্রেনার হিসেবে কাজ করছিলেন এক ভারতীয় নাগরিক ৷ সেখানে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে একটি যোগা সেন্টারে যোগা শেখানোর সময় তিনি অনেকের শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ ৷ এই সংক্রান্ত আটটি মামলা দায়ের হয়েছে ভারতীয় যোগা ট্রেনারের বিরুদ্ধে ৷
2020 সালের 11 জুলাই ভারতীয় যোগা ট্রেনার রাজপাল সিং শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেছেন এক তরুণী ৷ তাঁর বয়স তখন 24 ৷ তিনিই প্রথম অভিযোগ দায়ের করেন ৷ তবে এই ঘটনা যোগার ক্লাসে হয়েছে কি না, তার স্পষ্ট উল্লেখ নেই আদালতে জমা দেওয়া নথিতে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 2019 সালের 1 এপ্রিল 33 বছর বয়সি রাজপাল সিং ট্রাস্ট যোগায় ইনস্ট্রাক্টর হিসেবে নিযুক্ত হন ৷
আদালতে সওয়াল-জবাব চলার সময় সরকারি কৌঁসুলী জানান, ওই তরুণী ক্লাসে তাঁর সঙ্গে কী হয়েছে তা হোয়্যাটসঅ্যাপে বন্ধুকে জানান ৷ পাশাপাশি তিনি ট্রাস্ট যোগা সংস্থার সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অরবিন্দ গণরাজকেও জানান বিষয়টি ৷ এরপর 2020 সালের 31 জুলাই তরুণী টুইটারে তাঁর শ্লীলতাহানির অভিজ্ঞতা পোস্ট করেন ৷ পোস্ট দেখে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করেন দু'জন ৷
আরও পড়ুন: মেলায় দশম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, প্রতিবাদে আক্রান্ত দাদা ও কাকিমা
ওই দু'জনের মধ্যে এক তরুণী ফেসবুকে নিজের শ্লীলতাহানির অভিজ্ঞতার কথা শেয়ার করেন ৷ অন্যজনও অভিযোগ প্রকাশ্যে নিয়ে আসেন। এরপর জমা পড়ে চতুর্থ অভিযোগ। ওই তরুণী সংস্থার সঙ্গে জড়িত এক ব্যক্তির সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেন। সেই ব্যক্তির পরামর্শে তিনি বাকিদের সঙ্গে যোগাযোগ করে নিজের অভিযোগ প্রকাশ্যে আনেন । মঙ্গলবার আদালতে ট্রায়াল চলার সময় এক অভিযোগকারী ক্যামেরার সামনে সাক্ষ্য দিয়েছেন ৷ এই ট্রায়ালে জনসাধারণ ও মিডিয়া দেখতে পাবে না ৷ বুধবার রাজপাল সিংয়ের ফের শুনানি আছে ৷ কোনও তরুণীর নাম প্রকাশ না করার নির্দেশ দিয়েছে আদালত ৷