ETV Bharat / international

Indian Woman Falls into Singapore Strait: বিলাসবহুল জাহাজ থেকে সিঙ্গাপুর প্রণালীতে পড়ে মৃত্যু ভারতীয় মহিলার - বিলাস বহুল জাহাজ থেকে মালাক্কা প্রণালীতে

Indian Woman Falls into Singapore Strait from Cruise: বিলাসবহুল জাহাজে ভ্রমণরত অবস্থায় সিঙ্গাপুর প্রণালীতে পড়ে গেলেন ভারতীয় মহিলা ৷ সোমবার সকালে জাহাজের রেলিং থেকে কোনওভাবে প্রণালীর জলে পড়ে যান তিনি ৷

Indian Woman Falls into Singapore Strait ETV BHARAT
Indian Woman Falls into Singapore Strait
author img

By

Published : Aug 2, 2023, 5:40 PM IST

সিঙ্গাপুর, 2 অগস্ট: একটি বিলাসবহুল জাহাজ থেকে সিঙ্গাপুর প্রণালীতে পড়ে মৃত্যু হল 64 বছরের এক ভারতীয় মহিলা ৷ তাঁর নাম রীতা সাহানি ৷ সিঙ্গাপুরে ঘুরতে গিয়ে স্বামীর সঙ্গে ওই বিলাসবহুল জাহাজে সওয়ার হয়েছিলেন ৷ রীতা সাহানির ছেলে বিবেক সাহানি এক সোশাল মিডিয়া পোস্টে এ খবর জানিয়েছেন ৷ জাহাজের সিসিটিভি ফুটেজে পড়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ার কথাও বলা হয়েছে সেখানে ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তিনি জাহাজের ডেকের রেলিং থেকে সমুদ্রে পড়ে গিয়েছেন ৷ তাঁর আরেক ছেলে অপূর্ব সাহানি জানিয়েছেন, বৃদ্ধা সাঁতার জানতেন না ৷ সিঙ্গাপুর পুলিশ এবং উপকূল রক্ষীবাহিনী তাঁর খোঁজ চালাচ্ছে ৷

সিঙ্গাপুরে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, বছর সত্তরের জাকেশ সাহানি এবং তাঁর স্ত্রী রীতা সাহানি পেনাংগ থেকে সিঙ্গাপুর আসছিলেন রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে চড়ে ৷ সিঙ্গাপুর ঘুরতে গিয়ে 4 দিনের জন্য সেই বিলাসবহুল জাহাজে সওয়ার হয়েছিলেন তাঁরা সমুদ্র ভ্রমণের জন্য ৷ সোমবার জাহাজটি সিঙ্গাপুরে ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস ৷ জাকেশ সাহানি ঘুম থেকে উঠে স্ত্রী'কে ঘরে দেখতে পাননি ৷ এরপর তিনি জাহাজের প্রতিটি ডেকে স্ত্রীর খোঁজ শুরু করেন ৷ কিন্তু, তাঁর হদিশ না-পেয়ে কর্তৃপক্ষকে জানান ৷

ক্রুজ কর্তৃপক্ষ দম্পতির ঘরের সামনে থেকে সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে ৷ সেখানেই ধরা পড়ে ক্রুজের ডেক থেকে সিঙ্গাপুর প্রণালীর জলে পড়ে যান রীতা সাহানি ৷ এর পরেই বিষয়টি জাহাজের ক্যাপ্টেনকে জানানো হয় ৷ তারা সিঙ্গাপুর পুলিশের উপকূল রক্ষীবাহিনী এবং সিঙ্গাপুর নৌসেনাকে খবর দেন ৷ উপকূল রক্ষীবাহিনী এবং সিঙ্গাপুর নৌ-সেনা যৌথভাবে 19 কিলোমিটার চওড়া এবং 113 কিলোমিটার দীর্ঘ সিঙ্গাপুর প্রণালীতে মহিলার খোঁজ চালাচ্ছে ৷

আরও পড়ুন: পুরীর সমুদ্রে স্নান করতে গিয়ে ডুবে মত্যু রাজ্য়ের পর্যটকের

স্থানীয় প্রশাসনের তরফে বলা হচ্ছে, রীতা সাহানির বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই ৷ প্রথমত তিনি সাঁতার জানতেন না ৷ আর মালাক্কা প্রণালী গভীর সমুদ্র ৷ যেখান দিয়ে প্রতিনিয়ত বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে ৷ ফলে এই গভীর সমুদ্রে বাহ্যিক কোনও সাহায্য ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় ৷ ইতিমধ্যে, বৃদ্ধার পরিবারের বাকি সদস্যরা সিঙ্গাপুর পৌঁছে গিয়েছেন ৷ সেখানকার ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাঁর পরিবারের সঙ্গে যাতে আইন প্রক্রিয়ার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করা হয়, তা নিশ্চিত করতে সিঙ্গাপুর প্রশাসনকে অনুরোধ করা হয়েছে ৷

সিঙ্গাপুর, 2 অগস্ট: একটি বিলাসবহুল জাহাজ থেকে সিঙ্গাপুর প্রণালীতে পড়ে মৃত্যু হল 64 বছরের এক ভারতীয় মহিলা ৷ তাঁর নাম রীতা সাহানি ৷ সিঙ্গাপুরে ঘুরতে গিয়ে স্বামীর সঙ্গে ওই বিলাসবহুল জাহাজে সওয়ার হয়েছিলেন ৷ রীতা সাহানির ছেলে বিবেক সাহানি এক সোশাল মিডিয়া পোস্টে এ খবর জানিয়েছেন ৷ জাহাজের সিসিটিভি ফুটেজে পড়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ার কথাও বলা হয়েছে সেখানে ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তিনি জাহাজের ডেকের রেলিং থেকে সমুদ্রে পড়ে গিয়েছেন ৷ তাঁর আরেক ছেলে অপূর্ব সাহানি জানিয়েছেন, বৃদ্ধা সাঁতার জানতেন না ৷ সিঙ্গাপুর পুলিশ এবং উপকূল রক্ষীবাহিনী তাঁর খোঁজ চালাচ্ছে ৷

সিঙ্গাপুরে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, বছর সত্তরের জাকেশ সাহানি এবং তাঁর স্ত্রী রীতা সাহানি পেনাংগ থেকে সিঙ্গাপুর আসছিলেন রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে চড়ে ৷ সিঙ্গাপুর ঘুরতে গিয়ে 4 দিনের জন্য সেই বিলাসবহুল জাহাজে সওয়ার হয়েছিলেন তাঁরা সমুদ্র ভ্রমণের জন্য ৷ সোমবার জাহাজটি সিঙ্গাপুরে ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস ৷ জাকেশ সাহানি ঘুম থেকে উঠে স্ত্রী'কে ঘরে দেখতে পাননি ৷ এরপর তিনি জাহাজের প্রতিটি ডেকে স্ত্রীর খোঁজ শুরু করেন ৷ কিন্তু, তাঁর হদিশ না-পেয়ে কর্তৃপক্ষকে জানান ৷

ক্রুজ কর্তৃপক্ষ দম্পতির ঘরের সামনে থেকে সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে ৷ সেখানেই ধরা পড়ে ক্রুজের ডেক থেকে সিঙ্গাপুর প্রণালীর জলে পড়ে যান রীতা সাহানি ৷ এর পরেই বিষয়টি জাহাজের ক্যাপ্টেনকে জানানো হয় ৷ তারা সিঙ্গাপুর পুলিশের উপকূল রক্ষীবাহিনী এবং সিঙ্গাপুর নৌসেনাকে খবর দেন ৷ উপকূল রক্ষীবাহিনী এবং সিঙ্গাপুর নৌ-সেনা যৌথভাবে 19 কিলোমিটার চওড়া এবং 113 কিলোমিটার দীর্ঘ সিঙ্গাপুর প্রণালীতে মহিলার খোঁজ চালাচ্ছে ৷

আরও পড়ুন: পুরীর সমুদ্রে স্নান করতে গিয়ে ডুবে মত্যু রাজ্য়ের পর্যটকের

স্থানীয় প্রশাসনের তরফে বলা হচ্ছে, রীতা সাহানির বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই ৷ প্রথমত তিনি সাঁতার জানতেন না ৷ আর মালাক্কা প্রণালী গভীর সমুদ্র ৷ যেখান দিয়ে প্রতিনিয়ত বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে ৷ ফলে এই গভীর সমুদ্রে বাহ্যিক কোনও সাহায্য ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় ৷ ইতিমধ্যে, বৃদ্ধার পরিবারের বাকি সদস্যরা সিঙ্গাপুর পৌঁছে গিয়েছেন ৷ সেখানকার ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাঁর পরিবারের সঙ্গে যাতে আইন প্রক্রিয়ার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করা হয়, তা নিশ্চিত করতে সিঙ্গাপুর প্রশাসনকে অনুরোধ করা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.