ETV Bharat / international

Indian-Origin Student Killed: যুক্তরাষ্ট্রে খুন ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া, আটক কোরিয়ান রুমমেট

বিশ্ববিদ্যালয়েরই পশ্চিম প্রান্তে ছাত্রাবাসের অডিটোরিয়াম থেকে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার দেহ উদ্ধার করা হয় (Indian-origin student killed in US) ৷ ঘটনায় অভিযুক্ত ভারতীয় পড়ুয়ার কোরিয়ান রুমমেটকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে (Roommate of the victim held) ৷

Indian-Origin Student Killed
যুক্তরাষ্ট্রে খুন ভারতীয় বংশোদ্ভূত ছাত্র
author img

By

Published : Oct 6, 2022, 8:55 PM IST

Updated : Oct 6, 2022, 10:27 PM IST

ওয়াশিংটন, 6 অক্টোবর: আবারও ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া খুন মার্কিন মুলুকে ৷ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশে ছাত্রাবাসে খুন হলেন পারডু বিশ্ববিদ্যালয়ের (Purdue University) ডেটা সায়েন্সের ছাত্র বরুণ মণীশ ছেডা (Indian Origin Student Killed in US) ৷ বিশ্ববিদ্যালয়েরই পশ্চিম প্রান্তে ছাত্রাবাসের অডিটোরিয়াম থেকে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার দেহ উদ্ধার করা হয় ৷ ঘটনায় অভিযুক্ত ভারতীয় পড়ুয়ার কোরিয়ান রুমমেটকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে (Roommate of the victim held) ৷

প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট ধারালো কিছু দিয়ে বারংবার আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে মৃত বছর কুড়ির পড়ুয়ার শরীরে (Preliminary autopsy results Chheda died of multiple sharp force traumatic injuries) ৷ আর তা থেকেই চিকিৎসকেরা নিশ্চিত খুন করা হয়েছে তাঁকে ৷ ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, পারডু বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান লেসলি উইট-এর কথায় অচৈতন্য অবস্থার অতর্কিতে হামলা করা হয়েছিল ভারতীয় বংশোদ্ভুত পড়ুয়ার উপর ৷

মৃত পড়ুয়ার ছোটবেলার এক বন্ধু ঘটনা প্রসঙ্গে যদিও অন্য দাবি করেছেন ৷ তাঁর কথায়, মঙ্গলবার সন্ধেয় ঘটনার সময় ছেডা অনলাইন গেমিং এবং বন্ধুদের সঙ্গে আড্ডায় মগ্ন ছিল ৷ সেই সময় হঠাতই অনলাইন কলে চিৎকারের আওয়াজ শুনতে পায় তাঁরা ৷ জানা গিয়েছে, মৃত পড়ুয়ার কোরিয়ান রুমমেটই পরদিন সকালে ছেডার মৃত্যুর খবর জানিয়ে পুলিশকে ফোন করে ৷

আরও পড়ুন: থাইল্যান্ডে শিশুদের ডে কেয়ার সেন্টারে এলোপাথাড়ি গুলি, নিহত অন্তত 34

বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন মর্মান্তিক ঘটনার জন্য আমরা মোটেই তৈরি ছিলাম না ৷ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের সমবেদনা রইল ৷"

ওয়াশিংটন, 6 অক্টোবর: আবারও ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া খুন মার্কিন মুলুকে ৷ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশে ছাত্রাবাসে খুন হলেন পারডু বিশ্ববিদ্যালয়ের (Purdue University) ডেটা সায়েন্সের ছাত্র বরুণ মণীশ ছেডা (Indian Origin Student Killed in US) ৷ বিশ্ববিদ্যালয়েরই পশ্চিম প্রান্তে ছাত্রাবাসের অডিটোরিয়াম থেকে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার দেহ উদ্ধার করা হয় ৷ ঘটনায় অভিযুক্ত ভারতীয় পড়ুয়ার কোরিয়ান রুমমেটকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে (Roommate of the victim held) ৷

প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট ধারালো কিছু দিয়ে বারংবার আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে মৃত বছর কুড়ির পড়ুয়ার শরীরে (Preliminary autopsy results Chheda died of multiple sharp force traumatic injuries) ৷ আর তা থেকেই চিকিৎসকেরা নিশ্চিত খুন করা হয়েছে তাঁকে ৷ ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, পারডু বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান লেসলি উইট-এর কথায় অচৈতন্য অবস্থার অতর্কিতে হামলা করা হয়েছিল ভারতীয় বংশোদ্ভুত পড়ুয়ার উপর ৷

মৃত পড়ুয়ার ছোটবেলার এক বন্ধু ঘটনা প্রসঙ্গে যদিও অন্য দাবি করেছেন ৷ তাঁর কথায়, মঙ্গলবার সন্ধেয় ঘটনার সময় ছেডা অনলাইন গেমিং এবং বন্ধুদের সঙ্গে আড্ডায় মগ্ন ছিল ৷ সেই সময় হঠাতই অনলাইন কলে চিৎকারের আওয়াজ শুনতে পায় তাঁরা ৷ জানা গিয়েছে, মৃত পড়ুয়ার কোরিয়ান রুমমেটই পরদিন সকালে ছেডার মৃত্যুর খবর জানিয়ে পুলিশকে ফোন করে ৷

আরও পড়ুন: থাইল্যান্ডে শিশুদের ডে কেয়ার সেন্টারে এলোপাথাড়ি গুলি, নিহত অন্তত 34

বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন মর্মান্তিক ঘটনার জন্য আমরা মোটেই তৈরি ছিলাম না ৷ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের সমবেদনা রইল ৷"

Last Updated : Oct 6, 2022, 10:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.