ETV Bharat / international

টিউব রেলে মহিলার সামনে হস্তমৈথুন! বিলেতে ভারতীয় বংশোদ্ভূতের হাজতবাস - মহিলার সামনে হস্তমৈথুন

Indian Origin Jailed: অভিযুক্ত মুকেশ শাহ ওয়েম্বলির বাসিন্দা ৷ 2022 সালের নভেম্বরের এই ঘটনায় ভারতীয় বংশোদ্ভূতের অসংযত আচরণের জন্য লন্ডন ইনার ক্রাউন আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৷ রেলের কামরায় উপস্থিত ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই দায়ের হয় মামলা ৷

Etv Bharat
ভারতীয় বংশোদ্ভূতের হাজতবাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 7:19 PM IST

Updated : Jan 4, 2024, 7:27 PM IST

লন্ডন, 4 জানুয়ারি: লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেনে হস্তমৈথুনের সাজা পেল ভারতীয় বংশোদ্ভূত ৷ 43 বছরের মুকেশ শাহকে ন'মাস হাজতবাসের সাজা শোনাল বিলেতের এক আদালত ৷ লন্ডন মেট্রোর একটি ট্রেনে এক মহিলার সামনে হস্তমৈথুন করায় দোষী সাব্যস্ত হয় ওই ব্যক্তি ৷ জানা গিয়েছে, মুকেশ উত্তর লন্ডনের ওয়েম্বলির বাসিন্দা ৷ 2022 সালের 4 নভেম্বর লন্ডন মেট্রোয় (আন্ডারগ্রাউন্ড রেল) সওয়ারি ওই ভারতীয় বংশোদ্ভূত অসংযত আচরণের জন্য লন্ডন ইনার ক্রাউন আদালতে দোষী সাব্যস্ত হয় ৷

রেলের কামরায় উপস্থিত ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই মামলাটি এগোতে থাকে ৷ ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের তদন্তকারী অফিসার ভারতীয় বংশোদ্ভূতের সাজা প্রসঙ্গে বলেছেন, "ঘটনার শিকার ওই মহিলার জন্য বিষয়টি যেমন ভয়ের তেমনি হতাশার ৷ তবে দোষীকে সামনে আনার জন্য আমরা তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানাই ৷"

তদন্তকারী অফিসার জানিয়েছেন, ঘটনার দিন টিউব রেলটিতে মহিলা একাই ছিলেন ৷ ট্রেনটি সাডবেরি স্টেশন থেকে অ্যাকটন টাউন স্টেশনের দিকে যাচ্ছিল ৷ সে সময় মাঝের কোনও একটি স্টেশন থেকে ট্রেনটিতে চড়ে অভিযুক্ত ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের জঘন্য কীর্তি ক্যামেরাবন্দি করে পুলিশ অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷

বিবৃতিতে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ আরও বলেছে, "ট্রেন ফাঁকা থাকা সত্ত্বেও অভিযুক্ত মহিলার সমনে এসেই বসে ৷ এরপর মহিলা লক্ষ্য করেন যে, অভিযুক্ত তাঁর দিকে তাকিয়ে অসংযত আচরণ করছে ৷ এরপরই ওই মহিলা অভিযুক্ত হস্তমৈথুন করার বিষয়টি লক্ষ্য করেন ৷" সাহসিকতার সঙ্গে মহিলা বিষয়টি ক্যামেরাবন্দি করেন বলে জানায় পুলিশ ৷

জানা গিয়েছে, মহিলা তাঁর সামনে থেকে চলে যেতে বলায় প্রত্যুত্তরে অভিযুক্ত জানায়, সে অন্যায় কিছু করেনি ৷ পরে ক্যামেরাবন্দি ভিডিয়ো নিয়ে পুলিশের দ্বারস্থ হন মহিলা ৷ অভিযুক্তের পরিচয় জানতে পুলিশের তরফে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয় ৷ পরে জানা যায় অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত মুকেশ শাহ ৷ ঘটনার পর ইউকে ক্যাপিটাল'স ট্রান্সপোর্ট পুলিশ যাত্রী সুরক্ষায় একটি অ্যাপ চালু করেছে ৷ রেলওয়ে গার্ডিয়ান নামক ওই অ্যাপের মাধ্যমে 999 নম্বরে কল করে এহেন অপরাধের বিষয় সম্পর্কে পুলিশকে জানাতে পারবেন যাত্রীরা ৷

আরও পড়ুন:

  1. মেটাভার্সে ভার্চুয়াল গণধর্ষণ ! ব্রিটিশ নাবালিকার অভিযোগের তদন্ত শুরু
  2. নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দিল বাংলাদেশের আদালত
  3. কানাডার মন্দিরে একাধিক চুরি-ভাঙচুর ! গ্রেফতার ইন্দো-কানাডিয়ান ব্যক্তি

লন্ডন, 4 জানুয়ারি: লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেনে হস্তমৈথুনের সাজা পেল ভারতীয় বংশোদ্ভূত ৷ 43 বছরের মুকেশ শাহকে ন'মাস হাজতবাসের সাজা শোনাল বিলেতের এক আদালত ৷ লন্ডন মেট্রোর একটি ট্রেনে এক মহিলার সামনে হস্তমৈথুন করায় দোষী সাব্যস্ত হয় ওই ব্যক্তি ৷ জানা গিয়েছে, মুকেশ উত্তর লন্ডনের ওয়েম্বলির বাসিন্দা ৷ 2022 সালের 4 নভেম্বর লন্ডন মেট্রোয় (আন্ডারগ্রাউন্ড রেল) সওয়ারি ওই ভারতীয় বংশোদ্ভূত অসংযত আচরণের জন্য লন্ডন ইনার ক্রাউন আদালতে দোষী সাব্যস্ত হয় ৷

রেলের কামরায় উপস্থিত ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই মামলাটি এগোতে থাকে ৷ ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের তদন্তকারী অফিসার ভারতীয় বংশোদ্ভূতের সাজা প্রসঙ্গে বলেছেন, "ঘটনার শিকার ওই মহিলার জন্য বিষয়টি যেমন ভয়ের তেমনি হতাশার ৷ তবে দোষীকে সামনে আনার জন্য আমরা তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানাই ৷"

তদন্তকারী অফিসার জানিয়েছেন, ঘটনার দিন টিউব রেলটিতে মহিলা একাই ছিলেন ৷ ট্রেনটি সাডবেরি স্টেশন থেকে অ্যাকটন টাউন স্টেশনের দিকে যাচ্ছিল ৷ সে সময় মাঝের কোনও একটি স্টেশন থেকে ট্রেনটিতে চড়ে অভিযুক্ত ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের জঘন্য কীর্তি ক্যামেরাবন্দি করে পুলিশ অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷

বিবৃতিতে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ আরও বলেছে, "ট্রেন ফাঁকা থাকা সত্ত্বেও অভিযুক্ত মহিলার সমনে এসেই বসে ৷ এরপর মহিলা লক্ষ্য করেন যে, অভিযুক্ত তাঁর দিকে তাকিয়ে অসংযত আচরণ করছে ৷ এরপরই ওই মহিলা অভিযুক্ত হস্তমৈথুন করার বিষয়টি লক্ষ্য করেন ৷" সাহসিকতার সঙ্গে মহিলা বিষয়টি ক্যামেরাবন্দি করেন বলে জানায় পুলিশ ৷

জানা গিয়েছে, মহিলা তাঁর সামনে থেকে চলে যেতে বলায় প্রত্যুত্তরে অভিযুক্ত জানায়, সে অন্যায় কিছু করেনি ৷ পরে ক্যামেরাবন্দি ভিডিয়ো নিয়ে পুলিশের দ্বারস্থ হন মহিলা ৷ অভিযুক্তের পরিচয় জানতে পুলিশের তরফে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয় ৷ পরে জানা যায় অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত মুকেশ শাহ ৷ ঘটনার পর ইউকে ক্যাপিটাল'স ট্রান্সপোর্ট পুলিশ যাত্রী সুরক্ষায় একটি অ্যাপ চালু করেছে ৷ রেলওয়ে গার্ডিয়ান নামক ওই অ্যাপের মাধ্যমে 999 নম্বরে কল করে এহেন অপরাধের বিষয় সম্পর্কে পুলিশকে জানাতে পারবেন যাত্রীরা ৷

আরও পড়ুন:

  1. মেটাভার্সে ভার্চুয়াল গণধর্ষণ ! ব্রিটিশ নাবালিকার অভিযোগের তদন্ত শুরু
  2. নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দিল বাংলাদেশের আদালত
  3. কানাডার মন্দিরে একাধিক চুরি-ভাঙচুর ! গ্রেফতার ইন্দো-কানাডিয়ান ব্যক্তি
Last Updated : Jan 4, 2024, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.