হাউস্টন, 22 অগস্ট: মেক্সিকোয় এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করল ছিনতাইবাজরা ৷ ঘটনায় আহত হয়েছেন আরও এক ৷ মেক্সিকো সিটিতে ঘটনাটি ঘটেছে শনিবার ৷ ভারতীয় দূতাবাস দ্রুত দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়েছে সে দেশের প্রশাসনের কাছে।
মেক্সিকোয় থাকা ভারতীয় দূতাবাস এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে ৷ দূতাবাসের তরফে বলা হয়েছে যে, তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং সবরকমের সহায়তার ব্যবস্থা করা হচ্ছে । রবিবার সেদেশের ভারতীয় দূতাবাসের তরফে টুইটারে লেখা হয়, "এটি অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনা ৷ মেক্সিকোয় বসবাসকারী একজন ভারতীয় নাগরিককে মর্মান্তিকভাবে গুলি করে হত্যা করা হয়েছে। দূতাবাস তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং সব ধরনের সহায়তা দিচ্ছে। আমরা মেক্সিকান কর্তৃপক্ষের কাছে দোষীদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানাচ্ছি ৷" সোমবার আরেকটি টুইটে বলা হয়, "মেক্সিকোতে আততায়ীদের গুলিতে একজন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দূতাবাস অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে এবং নিহতের পরিবারকে ন্যায়বিচার দিতে প্রশাসনের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে ৷"
জানা গিয়েছে, 19 অগস্ট আততায়ীরা প্রথমে ভারতীয় নাগরিকদের কাছ থেকে 10 হাজার মার্কিন ডলার ছিনতাই করে ৷ এরপর মেক্সিকোয় বসবাসকারী ওই ভারতীয় নাগরিককে গুলি করে খুন করা হয় ৷ চারটি বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল ৷ তাদের হামলায় ঘটনাস্থলেই গুলি লেগে ওই ভারতীয়র মৃত্যু হয় ও আরেকজন আহত হন ৷ ছিনতাইকারীদের পরিচয় এখনও জানা যায়নি । তবে এল ইউনিভার্সাল পত্রিকা জানিয়েছে, মেক্সিকো সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আশেপাশের এলাকা থেকে আততায়ীরা ছিনতাই করা টাকা বিনিময় করেছে । ক্যাপিটাল প্রসিকিউটর অফিস ঘোষণা করেছে যে তারা এই ঘটনায় ভারতীয় দূতাবাসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে ৷
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ভারতীয়দের উপর হামলা খালিস্তানিদের, আহত 5
মেক্সিকোতে প্রায় 8 হাজার ভারতীয়র বাস ৷ যার মধ্যে প্রায় এক পঞ্চমাংশ মেক্সিকো সিটিতে এবং বাকিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুয়াদালাজারা, মন্টেরে, কুয়ের্নাভাকা, কুয়েরেতারো, কানকুনে। তারা বেশিরভাগই টিসিএস, ইনফোসিস এবং উইপ্রোর মতো আইটি সংস্থাগুলিতে কাজ করে । অন্যদের মধ্যে রয়েছে ভারতীয় ও আন্তর্জাতিক কোম্পানির নির্বাহী, শিক্ষাবিদ এবং কিছু ব্যবসায়ী ৷ যারা বেশিরভাগ ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল এবং গারমেন্টস ব্যবসার সঙ্গে যুক্ত ।