ETV Bharat / international

Indian Shot Dead in US : মার্কিন মুলুকে গুলি করে হত্যা ভারতীয় পড়ুয়াকে - আমেরিকায় গুলি ভারতীয়

বয়স মাত্র 25 ৷ আমেরিকার মেরিল্যান্ডে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন সফটওয়্যার কর্মী ৷ সেই সময় তাঁকে গুলি করে হত্যা করা হয় ৷ মনে করা হচ্ছে, কোনও কৃষ্ণাঙ্গই এই কাজ করেছে (Indian Shot Dead in US) ৷

Sai Charan Nakka in America
আমেরিকায় নিহত সাই চরণ নাক্কা
author img

By

Published : Jun 24, 2022, 10:32 AM IST

Updated : Jun 24, 2022, 10:51 AM IST

মেরিল্যান্ড, 24 জুন : নিহত ভারতীয় নাগরিক ৷ রবিবার সকালে (স্থানীয় সময়) আমেরিকার মেরিল্যান্ডে ভারতীয় সাই চরণ নাক্কাকে গুলি করে হত্যা করা হয় ৷ 25 বছর বয়সী নিহত তরুণ তেলেঙ্গানার নালগোন্ডার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন তিনি ৷ পাশাপাশি গত দু'বছর ধরে বাল্টিমোরের একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন সাই চরণ ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার দিন বিমানবন্দরে তাঁর এক বন্ধুকে ছাড়তে গিয়েছিলেন সাই চরণ ৷ ফেরার পথে গাড়িতে তাঁকে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি গুলি করে ৷ জখম অবস্থায় মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আর অ্যাডামস কাউলে শক ট্রমা সেন্টারে (Maryland R. Adams Cowley Shock Trauma Center) নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কিছুক্ষণ বাদেই তিনি মারা যান ৷ চিকিৎসকেরা তাঁর মাথায় এক গুলির ক্ষত পেয়েছেন ৷

আরও পড়ুন : কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া

তিনি নালগোন্ডার এক অবসরপ্রাপ্ত শিক্ষকের ছেলে ৷ ছেলের মৃত্যুতে স্বভাবতই ভেঙে পড়েছেন সাই চরণের বাবা নাক্কা নরসিমহা । তিনি বলেন, "আমরা আমাদের সন্তানকে আমেরিকা পাঠাতে চাইনি ৷ ও এখানে থাকুক, সেটাই চাইতাম ৷ ওকে আমেরিকা যেতে বারণ করেছিলাম ৷"

ভারতীয় দূতাবাস (Embassy of India) একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, "রবিবার, 19 জুন সকালে মেরিল্যান্ডের বাল্টিমোরে আমরা নাক্কা সাই চরণের দুর্ভাগ্যজনক মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি ৷ বাল্টিমোর পুলিশ তাঁর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ৷ তদন্ত চলছে ৷"

মেরিল্যান্ড, 24 জুন : নিহত ভারতীয় নাগরিক ৷ রবিবার সকালে (স্থানীয় সময়) আমেরিকার মেরিল্যান্ডে ভারতীয় সাই চরণ নাক্কাকে গুলি করে হত্যা করা হয় ৷ 25 বছর বয়সী নিহত তরুণ তেলেঙ্গানার নালগোন্ডার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন তিনি ৷ পাশাপাশি গত দু'বছর ধরে বাল্টিমোরের একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন সাই চরণ ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার দিন বিমানবন্দরে তাঁর এক বন্ধুকে ছাড়তে গিয়েছিলেন সাই চরণ ৷ ফেরার পথে গাড়িতে তাঁকে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি গুলি করে ৷ জখম অবস্থায় মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আর অ্যাডামস কাউলে শক ট্রমা সেন্টারে (Maryland R. Adams Cowley Shock Trauma Center) নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কিছুক্ষণ বাদেই তিনি মারা যান ৷ চিকিৎসকেরা তাঁর মাথায় এক গুলির ক্ষত পেয়েছেন ৷

আরও পড়ুন : কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া

তিনি নালগোন্ডার এক অবসরপ্রাপ্ত শিক্ষকের ছেলে ৷ ছেলের মৃত্যুতে স্বভাবতই ভেঙে পড়েছেন সাই চরণের বাবা নাক্কা নরসিমহা । তিনি বলেন, "আমরা আমাদের সন্তানকে আমেরিকা পাঠাতে চাইনি ৷ ও এখানে থাকুক, সেটাই চাইতাম ৷ ওকে আমেরিকা যেতে বারণ করেছিলাম ৷"

ভারতীয় দূতাবাস (Embassy of India) একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, "রবিবার, 19 জুন সকালে মেরিল্যান্ডের বাল্টিমোরে আমরা নাক্কা সাই চরণের দুর্ভাগ্যজনক মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি ৷ বাল্টিমোর পুলিশ তাঁর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ৷ তদন্ত চলছে ৷"

Last Updated : Jun 24, 2022, 10:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.