ETV Bharat / international

Vandalism of Bhagvad Gita Park: ‘ঘৃণ্য অপরাধ’, টরোন্টোয় ‘ভগবত গীতা পার্কে’ ভাঙচুরের সমালোচনা ভারতীয় দূতাবাসের

গত শনিবার উদ্বোধনের পরপরই ভাঙচুর চালানো হয় টরোন্টোর ব্রাম্পটন শহরে অবস্থিত ‘ভগবত গীতা পার্কে’ (Bhagvad Gita Park) ৷ যে ঘটনার নিন্দা করে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি জানাল কানাডার ভারতীয় দূতাবাস (Indian High Commission in Canada) ৷

Indian High Commission in Canada Terms Vandalism of Bhagvad Gita Park a Hate Crime
Indian High Commission in Canada Terms Vandalism of Bhagvad Gita Park a Hate Crime
author img

By

Published : Oct 3, 2022, 8:20 AM IST

Updated : Oct 3, 2022, 12:20 PM IST

টরোন্টো, 3 অক্টোবর: ‘ঘৃণ্য অপরাধ’ (Hate Crime), কানাডার টরোন্টোর ব্রাম্পটনে ‘ভগবত গীতা পার্কে’ ভাঙচুরের ঘটনায় এমনই প্রতিক্রিয়া দিয়েছে সেদেশের ভারতীয় দূতাবাস ৷ উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ওই পার্কে ভাঙচুর চলে । প্রতিবাদের পাশাপাশি এই ঘৃণ্য অপরাধের ন্যায্য তদন্তের দাবি জানিয়েছেন কানাডার ভারতীয় দূতাবাসের (Indian High Commission in Canada) কমিশনার ৷ জানা গিয়েছে, সম্প্রতি ‘ভগবত গীতা পার্কে’র (Bhagvad Gita Park) উদ্বোধন করা হয়েছিল টরোন্টোর ব্রাম্পটনে ৷ সেখানে গত শনিবার কেউ বা কারা ভাঙচুর চালিয়েছে ৷

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে সোশাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘ব্রাম্পটনে শ্রী ভগবত গীতা পার্কে হওয়া ঘৃণ্য অপরাধের আমরা নিন্দা করছি ৷ আমরা কানাডিয়ান কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি, এই ঘটনার সঠিক তদন্ত করা হোক এবং অপরাধীদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেওয়া হোক ৷’’

ভারতীয় দূতাবাসের এই টুইটের জবাবও দিয়েছেন ব্রাম্পটন শহরের মেয়র প্যাট্রিক ব্রাউন ৷ তিনি টুইট করে ঘটনার সত্যতা স্বীকারও করেছেন ৷ তিনি লেখেন, ‘‘আমরা জানি যে সম্প্রতি উদ্বোধন হওয়া শ্রী ভগবত গীতা পার্কে ভাঙচুরের ঘটনা ঘটেছে ৷ আমরা এই ঘটনা সহ্য করব না ৷ আমরা বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে পরবর্তী তদন্তের ভার দিয়েছি ৷ আমাদের উদ্যান বিভাগ পার্কটি দ্রুত আগের চেহারায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে ৷ খুব শীঘ্রই এটি তার পুরনো রূপ ফিরে পাবে ৷’’

আরও পড়ুন: পুতিনকে যুদ্ধ বন্ধ করতে আবেদন পোপ ফ্রান্সিসের

প্রসঙ্গত, গত 1 অক্টোবর ব্রাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন, কাউন্সিলর এবং সেখানে অবস্থিত ভারতীয় হিন্দু ধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে পার্কটি উদ্বোধন করা হয় ৷ আগে এই পার্কের নাম ছিল ব্রাম্পটন ট্রয়ার পার্ক ৷ তার নাম বদল করে শ্রী ভগবত গীতা পার্ক করা হয়েছে ৷ প্রসঙ্গত, ব্রাম্পটন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারতীয়রা ব্রাম্পটন শহরকে সমৃদ্ধ করেছেন ৷ তাই ভারতীয়দের ভাবাবেগে আঘাত করলে কঠর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ৷

টরোন্টো, 3 অক্টোবর: ‘ঘৃণ্য অপরাধ’ (Hate Crime), কানাডার টরোন্টোর ব্রাম্পটনে ‘ভগবত গীতা পার্কে’ ভাঙচুরের ঘটনায় এমনই প্রতিক্রিয়া দিয়েছে সেদেশের ভারতীয় দূতাবাস ৷ উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ওই পার্কে ভাঙচুর চলে । প্রতিবাদের পাশাপাশি এই ঘৃণ্য অপরাধের ন্যায্য তদন্তের দাবি জানিয়েছেন কানাডার ভারতীয় দূতাবাসের (Indian High Commission in Canada) কমিশনার ৷ জানা গিয়েছে, সম্প্রতি ‘ভগবত গীতা পার্কে’র (Bhagvad Gita Park) উদ্বোধন করা হয়েছিল টরোন্টোর ব্রাম্পটনে ৷ সেখানে গত শনিবার কেউ বা কারা ভাঙচুর চালিয়েছে ৷

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে সোশাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘ব্রাম্পটনে শ্রী ভগবত গীতা পার্কে হওয়া ঘৃণ্য অপরাধের আমরা নিন্দা করছি ৷ আমরা কানাডিয়ান কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি, এই ঘটনার সঠিক তদন্ত করা হোক এবং অপরাধীদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেওয়া হোক ৷’’

ভারতীয় দূতাবাসের এই টুইটের জবাবও দিয়েছেন ব্রাম্পটন শহরের মেয়র প্যাট্রিক ব্রাউন ৷ তিনি টুইট করে ঘটনার সত্যতা স্বীকারও করেছেন ৷ তিনি লেখেন, ‘‘আমরা জানি যে সম্প্রতি উদ্বোধন হওয়া শ্রী ভগবত গীতা পার্কে ভাঙচুরের ঘটনা ঘটেছে ৷ আমরা এই ঘটনা সহ্য করব না ৷ আমরা বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে পরবর্তী তদন্তের ভার দিয়েছি ৷ আমাদের উদ্যান বিভাগ পার্কটি দ্রুত আগের চেহারায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে ৷ খুব শীঘ্রই এটি তার পুরনো রূপ ফিরে পাবে ৷’’

আরও পড়ুন: পুতিনকে যুদ্ধ বন্ধ করতে আবেদন পোপ ফ্রান্সিসের

প্রসঙ্গত, গত 1 অক্টোবর ব্রাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন, কাউন্সিলর এবং সেখানে অবস্থিত ভারতীয় হিন্দু ধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে পার্কটি উদ্বোধন করা হয় ৷ আগে এই পার্কের নাম ছিল ব্রাম্পটন ট্রয়ার পার্ক ৷ তার নাম বদল করে শ্রী ভগবত গীতা পার্ক করা হয়েছে ৷ প্রসঙ্গত, ব্রাম্পটন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারতীয়রা ব্রাম্পটন শহরকে সমৃদ্ধ করেছেন ৷ তাই ভারতীয়দের ভাবাবেগে আঘাত করলে কঠর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ৷

Last Updated : Oct 3, 2022, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.