নয়াদিল্লি, 14 মে : ভারতীয় দূতাবাস ফিরছে কিভ-এ ৷ শুক্রবার এমনটাই জানিয়েছে বিদেশমন্ত্রক ৷ 17 মে, মঙ্গলবার থেকে ইউক্রেনের রাজধানী কিভ থেকে কাজকর্ম শুরু করবে ভারত ৷ যুদ্ধপরিস্থিতিতে মার্চের মাঝামাঝি সময়ে দূতাবাসটি সাময়িক পোল্যান্ডের ওয়ারসতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ এতদিন ইউক্রেনের মিত্রদেশের রাজধানী থেকে ভারত-ইউক্রেনের যাবতীয় কাজকর্ম সারছিল কেন্দ্র (Indian embassy to reutrn in Kyiv Ukraine from May 17) ৷
বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, "ইউক্রেনে ভারতীয় দূতাবাস সাময়িক ভাবে পোল্যান্ডের ওয়ারস থেকে কাজ করছিল ৷ এবার দূতাবাস কিভ-এ ফিরছে৷ 17 মে থেকে কাজকর্ম শুরু হবে ৷" 13 মার্চ ভারতীয় দূতাবাস ওয়ারসতে নিয়ে যাওয়া হয়েছিল, জানিয়েছে মন্ত্রক ৷
আরও পড়ুন : Modi on Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে আদতে জয়ী হবে না কোনও পক্ষই, মত মোদির
ইতিমধ্যে একাধিক পশ্চিমি দেশ রাজধানী কিভ থেকে তাদের দূতাবাস পরিচালনা আরম্ভ করে দিয়েছে ৷ এই পরিস্থিতিতে ভারতও সেই পথেই হাঁটল ৷ 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের কথা ঘোষণা করেন ৷ তারপর থেকে ক্রমশ ভয়াবহ হয়ে ওঠে রাশিয়া-ইউক্রেন সংঘাত ৷ রাজধানী কিভ ছাড়াও খারকিভ, সমুদ্রবন্দর শহর ওডেসা, মারিউপোল-সহ আরও অনেক জায়গা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷
26 ফেব্রুয়ারি 'অপারেশন গঙ্গা'র সূচনা হয় ৷ এতে 20 হাজার ভারতীয়কে ইউক্রেন থেকে ভারতে ফিরিয়ে নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার ৷ এদের মধ্যে অনেকেই মেডিক্যাল পড়ুয়া ৷ কিভ-এ খুলছে ভারতীয় দূতাবাস ৷ তাহলে কি মেডিক্যাল পড়ুয়ারা ইউক্রেনে ফিরতে পারবেন ?