ETV Bharat / international

ভূমিকম্পের অভিঘাতে জাপানে সুনামি সতর্কতা, ভারতীয়দের জন্য চালু হেল্পলাইন নম্বর - helpline numbers

জাপানে সুনামির সতর্কতার পরে হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি চালু করল ভারতীয় দূতাবাস । 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সোমবার উত্তর-মধ্য জাপান ৷ দেশের পশ্চিম উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে ।

helpline numbers for indians
হেল্পলাইন নম্বর
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 6:06 PM IST

টোকিও, 1 জানুয়ারি: বছরের প্রথম দিনে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ৷ প্রবল ভূ-কম্পনের অভিঘাতে সুনামির সতর্কতা জারি হয়েছে সে দেশে ৷ এই পরিস্থিতিতে সে দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করল জাপানে থাকা ভারতীয় দূতাবাস ৷ জাপানে ভারতীয় দূতাবাস একটি ইমারজেন্সি কন্ট্রোল রুম তৈরি করেছে ৷ এরইসঙ্গে ভারতীয় নাগরিকদের সহায়তা ও ত্রাণের জন্য হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ।

সোশাল মিডিয়া সাইট এক্সে (আগে টুইটার নামে পরিচিত) জাপানে থাকা ভারতীয় দূতাবাস লিখেছে, "1 জানুয়ারি 2024 সালে ভূমিকম্প এবং সুনামিতে ক্ষতিগ্রস্তদের ভারতীয় দূতাবাস একটি ইমারজেন্সি কন্ট্রোল রুম তৈরি করেছে ৷ নিম্নলিখিত হেল্পলাইন নম্বর এবং ইমেলগুলিতে সহায়তার জন্য যোগাযোগ করা যেতে পারে ।"

হেল্পলাইন নম্বরগুলি হল:

  • +81-80-3930-1715 (ইয়াকুব তোপনো)
  • +81-70-1492-0049 (অজয় শেঠি)
  • +81-80-3214-4734 (ডিএন বার্নওয়াল)
  • +81-80-6229-5382 (এস ভট্টাচার্য)
  • +81-80-3214-4722 (বিবেক রাঠী)
  • sscons.tokyo@mea.gov.in offfseco.tokyo@mea.gov.in

সোমবার 7.6 মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর-মধ্য জাপানের বিস্তীর্ণ অঞ্চল ৷ এরপরেই দেশটির পশ্চিম উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে ৷ জাপানে ভূমিকম্পের পর দ্রুত ব্যবস্থা নিয়েছে সেখানে থাকা ভারতীয় দূতাবাস । তবে স্থানীয় সময় বিকেলে জাপানের পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর ইশিকাওয়া প্রিফেকচারে 1.2 মিটারের বেশি সুনামির ঢেউ লক্ষ্য করা গিয়েছে । তোয়ামা প্রিফেকচারেও বিকেল সাড়ে চারটে নাগাদ 50 সেন্টিমিটার সুনামির ঢেউ উঠেছিল । এমনটাই জানিয়েছে সিনহুয়া সংবাদ সংস্থা।

জানা গিয়েছে, জলের স্রোত 5 মিটার পর্যন্ত উচ্চতায় উঠে যেতে পারে ৷ এই জন্য প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব সমুদ্রের উপকূলবর্তী এলাকায় বসবাসাকারী নাগরিকদের উঁচু জমিতে বা কাছাকাছি কোনও উঁচু ভবনে অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে । ভূমিকম্পের কারণে তোহোকু, জোয়েৎসু এবং হোকুরিকু শিনকানসেন লাইনের ট্রেন চলাচল বন্ধ রেখেছে পূর্ব জাপান রেলওয়ে ৷ হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পের পরে 36 হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন । জাপান সরকার টোকিয়োতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি ইমারজেন্সি রেসপন্স অফিস তৈরি করেছে ৷

আরও পড়ুন:

  1. জাপানে তীব্র ভূমিকম্প, পশ্চিম উপকূলে জারি সুনামি সতর্কতা; 5 মিটার পর্যন্ত জলচ্ছ্বাসের সম্ভাবনা
  2. চিনে জোরালো ভূমিকম্প! মৃতের সংখ্যা কমপক্ষে 116, আহত বহু
  3. প্রতিবেশী দেশে ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গ-সহ কলকাতা

টোকিও, 1 জানুয়ারি: বছরের প্রথম দিনে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ৷ প্রবল ভূ-কম্পনের অভিঘাতে সুনামির সতর্কতা জারি হয়েছে সে দেশে ৷ এই পরিস্থিতিতে সে দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করল জাপানে থাকা ভারতীয় দূতাবাস ৷ জাপানে ভারতীয় দূতাবাস একটি ইমারজেন্সি কন্ট্রোল রুম তৈরি করেছে ৷ এরইসঙ্গে ভারতীয় নাগরিকদের সহায়তা ও ত্রাণের জন্য হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ।

সোশাল মিডিয়া সাইট এক্সে (আগে টুইটার নামে পরিচিত) জাপানে থাকা ভারতীয় দূতাবাস লিখেছে, "1 জানুয়ারি 2024 সালে ভূমিকম্প এবং সুনামিতে ক্ষতিগ্রস্তদের ভারতীয় দূতাবাস একটি ইমারজেন্সি কন্ট্রোল রুম তৈরি করেছে ৷ নিম্নলিখিত হেল্পলাইন নম্বর এবং ইমেলগুলিতে সহায়তার জন্য যোগাযোগ করা যেতে পারে ।"

হেল্পলাইন নম্বরগুলি হল:

  • +81-80-3930-1715 (ইয়াকুব তোপনো)
  • +81-70-1492-0049 (অজয় শেঠি)
  • +81-80-3214-4734 (ডিএন বার্নওয়াল)
  • +81-80-6229-5382 (এস ভট্টাচার্য)
  • +81-80-3214-4722 (বিবেক রাঠী)
  • sscons.tokyo@mea.gov.in offfseco.tokyo@mea.gov.in

সোমবার 7.6 মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর-মধ্য জাপানের বিস্তীর্ণ অঞ্চল ৷ এরপরেই দেশটির পশ্চিম উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে ৷ জাপানে ভূমিকম্পের পর দ্রুত ব্যবস্থা নিয়েছে সেখানে থাকা ভারতীয় দূতাবাস । তবে স্থানীয় সময় বিকেলে জাপানের পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর ইশিকাওয়া প্রিফেকচারে 1.2 মিটারের বেশি সুনামির ঢেউ লক্ষ্য করা গিয়েছে । তোয়ামা প্রিফেকচারেও বিকেল সাড়ে চারটে নাগাদ 50 সেন্টিমিটার সুনামির ঢেউ উঠেছিল । এমনটাই জানিয়েছে সিনহুয়া সংবাদ সংস্থা।

জানা গিয়েছে, জলের স্রোত 5 মিটার পর্যন্ত উচ্চতায় উঠে যেতে পারে ৷ এই জন্য প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব সমুদ্রের উপকূলবর্তী এলাকায় বসবাসাকারী নাগরিকদের উঁচু জমিতে বা কাছাকাছি কোনও উঁচু ভবনে অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে । ভূমিকম্পের কারণে তোহোকু, জোয়েৎসু এবং হোকুরিকু শিনকানসেন লাইনের ট্রেন চলাচল বন্ধ রেখেছে পূর্ব জাপান রেলওয়ে ৷ হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পের পরে 36 হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন । জাপান সরকার টোকিয়োতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি ইমারজেন্সি রেসপন্স অফিস তৈরি করেছে ৷

আরও পড়ুন:

  1. জাপানে তীব্র ভূমিকম্প, পশ্চিম উপকূলে জারি সুনামি সতর্কতা; 5 মিটার পর্যন্ত জলচ্ছ্বাসের সম্ভাবনা
  2. চিনে জোরালো ভূমিকম্প! মৃতের সংখ্যা কমপক্ষে 116, আহত বহু
  3. প্রতিবেশী দেশে ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গ-সহ কলকাতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.