ETV Bharat / international

Israel-Hamas Conflict: গোয়েন্দা ব্যর্থতাতেই হামাসের আক্রমণের মুখে ইজরায়েল, মত ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের - হামাস

Indian Defence Experts on Israel-Hamas conflict: হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে ৷ এই যুদ্ধে জিততে ইজরায়েল সক্ষম বলে জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ৷ তবে তাঁরা মনে করছেন, গোয়েন্দা ব্যর্থতাতেই হামাসের আক্রমণের মুখে পড়তে হল ইজরায়েলকে ৷

Israel-Hamas Conflict
Israel-Hamas Conflict
author img

By ANI

Published : Oct 9, 2023, 4:44 PM IST

নয়াদিল্লি, 9 অক্টোবর: হামাস জঙ্গিদের আচমকাই ইজরায়েলের উপর হামলা করার ঘটনাকে ওই দেশের গোয়েন্দা ব্যর্থতা বলে মনে করছেন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ৷ তবে তাঁরা মনে করেন বর্তমানে ইজরায়েল ও হামাস জঙ্গিদের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, তাতে অচিরেই জয় পাবে ইজরায়েল ৷ কারণ, ওই দেশটি শক্তিশালী এবং তাদের সেনাবাহিনীও এই ধরনের আক্রমণ মোকাবিলা করার পক্ষে একেবারে যথোথযুক্ত ৷ তাই ইজরায়েল প্যালেস্তাইনের ইসলামিক জেহাদ ও হিজবুল্লাদের প্রতিরোধ করতে সক্ষম হবে বলেই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত ৷

আন্তর্জাতিক বিষয়ক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সঞ্জয় সোই সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন যে হামাস গাজা উপত্যকা থেকে ইজরায়েলের উপর প্রায় 5 হাজার রকেট নিক্ষেপ করে অবশ্যই ওই দেশকে অবাক করে দিয়েছে ।

অন্যদিকে বিদেশ বিষয়ক বিশেষজ্ঞ রবিন্দর সচদেব ইজরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে দাবি করেছেন যে ইজরায়েলি গোয়েন্দা ও বাহিনীর দ্বারা 'অনেক ভুল' হয়েছে । এদিকে আরেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ কামার আগার বক্তব্য, এই ধরনের জঙ্গি সংগঠনকে একাই ধ্বংস করার ক্ষমতা ইজরায়েলের রয়েছে । তারা প্রতিশোধ নেবে । এই অভিযানে অনেক সময় লাগবে । প্রাক্তন ভারতীয় কূটনীতিক মহেশ সচদেবা ইজরায়েলের পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন ।

টাইমস অফ ইজরায়েল হিব্রু মিডিয়া আউটলেটের তরফে জানানো হয়েছে যে প্রশাসনের দেওয়া হিসেব অনুযায়ী হামাস আক্রমণ শুরু করার পর থেকে ইজরায়েলে মৃতের সংখ্যা 700 জন ছাড়িয়ে গিয়েছে । ইজরায়েলি বাহিনী হামাস সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ৷ পাশাপশি তারা সীমান্তে বসবাসকারীদেরও সংশ্লিষ্ট এলাকা থেকে সরিয়ে দিচ্ছে ৷ ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিংসখ্যান অনুযায়ী, এই পরিস্থিতির মধ্যে ইজরায়েলে 2 হাজার 243 জনেরও বেশি লোক আহত হয়েছেন ৷ অধিকাংশই এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি! হামাসের হামলায় ইজরায়েলে প্রাণ গেল 700 জনের, পালটা গাজায় মৃত 400

নয়াদিল্লি, 9 অক্টোবর: হামাস জঙ্গিদের আচমকাই ইজরায়েলের উপর হামলা করার ঘটনাকে ওই দেশের গোয়েন্দা ব্যর্থতা বলে মনে করছেন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ৷ তবে তাঁরা মনে করেন বর্তমানে ইজরায়েল ও হামাস জঙ্গিদের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, তাতে অচিরেই জয় পাবে ইজরায়েল ৷ কারণ, ওই দেশটি শক্তিশালী এবং তাদের সেনাবাহিনীও এই ধরনের আক্রমণ মোকাবিলা করার পক্ষে একেবারে যথোথযুক্ত ৷ তাই ইজরায়েল প্যালেস্তাইনের ইসলামিক জেহাদ ও হিজবুল্লাদের প্রতিরোধ করতে সক্ষম হবে বলেই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত ৷

আন্তর্জাতিক বিষয়ক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সঞ্জয় সোই সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন যে হামাস গাজা উপত্যকা থেকে ইজরায়েলের উপর প্রায় 5 হাজার রকেট নিক্ষেপ করে অবশ্যই ওই দেশকে অবাক করে দিয়েছে ।

অন্যদিকে বিদেশ বিষয়ক বিশেষজ্ঞ রবিন্দর সচদেব ইজরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে দাবি করেছেন যে ইজরায়েলি গোয়েন্দা ও বাহিনীর দ্বারা 'অনেক ভুল' হয়েছে । এদিকে আরেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ কামার আগার বক্তব্য, এই ধরনের জঙ্গি সংগঠনকে একাই ধ্বংস করার ক্ষমতা ইজরায়েলের রয়েছে । তারা প্রতিশোধ নেবে । এই অভিযানে অনেক সময় লাগবে । প্রাক্তন ভারতীয় কূটনীতিক মহেশ সচদেবা ইজরায়েলের পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন ।

টাইমস অফ ইজরায়েল হিব্রু মিডিয়া আউটলেটের তরফে জানানো হয়েছে যে প্রশাসনের দেওয়া হিসেব অনুযায়ী হামাস আক্রমণ শুরু করার পর থেকে ইজরায়েলে মৃতের সংখ্যা 700 জন ছাড়িয়ে গিয়েছে । ইজরায়েলি বাহিনী হামাস সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ৷ পাশাপশি তারা সীমান্তে বসবাসকারীদেরও সংশ্লিষ্ট এলাকা থেকে সরিয়ে দিচ্ছে ৷ ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিংসখ্যান অনুযায়ী, এই পরিস্থিতির মধ্যে ইজরায়েলে 2 হাজার 243 জনেরও বেশি লোক আহত হয়েছেন ৷ অধিকাংশই এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি! হামাসের হামলায় ইজরায়েলে প্রাণ গেল 700 জনের, পালটা গাজায় মৃত 400

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.