ETV Bharat / international

Scientist Vivek Lall: মার্কিন অ্যারোস্পেসে অবদান, লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান ভারতীয় বংশোদ্ভূত বিবেক লালের

অ্যারোস্পেস বিভাগে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (Lifetime Achievement Award for Aerospace) পেলেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক লাল (Indian American Vivek Lall) ৷ তিনি আমেরিকার জেনারেল অ্যাটমিক্স গ্লোবাল কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) তাঁকে এই সম্মান তুলে দিয়েছেন ৷

Indian American Vivek Lall Gets Lifetime Achievement Award for Aerospace by US President
Indian American Vivek Lall Gets Lifetime Achievement Award for Aerospace by US President
author img

By

Published : Oct 3, 2022, 9:17 AM IST

নিউইয়র্ক, 3 অক্টোবর: ভারতীয় বংশোদ্ভূত জেনারেল অ্যাটমিক্স গ্লোবাল কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান বিবেক লাল (Indian American Vivek Lall) ৷ তাঁকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (Lifetime Achievement Award for Aerospace) দিল বাইডেন প্রশাসন ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর হাতে এই সম্মান তুলে দিয়েছেন ৷ সেই সঙ্গে তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন বাইডেন ৷

কানসাসের উইচিটা স্টেট ইউনিভার্সিটি (Wichita State University of Kansas) থেকে অ্যারোস্পেস (Aerospace) ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করা বিবেক লালকে একটি শংসাপত্র দেওয়া হয়েছে ৷ যেটি প্রদান করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের দফতর এবং ‘আমেরিকর্পসে’র তরফে ৷ যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) সই করেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে ৷ এই ‘আমেরিকর্পস’ মার্কিন সরকারের একটি অংশ ৷ সংস্থাটির লক্ষ্য এমন কার্যকলাপকে উৎসাহ প্রদান করা, যা আমেরিকানদের কাছাকাছি নিয়ে আসে বা যার মাধ্যমে সমাজের ভালো হয় ৷

ড. বিবেক লাল শিল্পমহলে একজন নেতৃত্বপ্রদানকারী হিসাবে পরিচিত এবং বিজ্ঞানীমহলের টাইটান জেনারেল অ্যাটমিক্সের প্রধান কার্যনির্বাহী হিসাবে কাজ করেন ৷ এই সংস্থাটি পারমাণবিক প্রযুক্তির বিশেষ ক্ষেত্রগুলিতে বিশ্বকে নেতৃত্ব দেয় এবং অত্যাধুনিক চালকবিহীন আকাশযান তৈরির কাজ করছে ৷ যেমন প্রিডেটর, রিয়েপার এবং গার্ডিয়ান ড্রোন তৈরি করে এই সংস্থাটি ৷ বিবেক লালের বাবা একজন ভারতীয় কূটনীতিক ৷ যিনি কয়েক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময় ওয়াশিংটনে, তাঁর সঙ্গে দেখা করেছিলেন ৷

আরও পড়ুন: ‘ঘৃণ্য অপরাধ’, টরোন্টোয় ‘ভগবত গীতা পার্কে’ ভাঙচুরের সমালোচনা ভারতীয় দূতাবাসের

প্রসঙ্গত, জেনারেল অ্যাটমিক্সে নেতৃত্ব দেওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ সংস্থাগুলিতে কাজ করেছেন ৷ যে তালিকায় রয়েছে নাসা, রেথিয়ন, বোয়িং এবং লকহিড মার্টিন ৷ তার অভিজ্ঞতা এবং দক্ষতাকে বিজ্ঞানমহলে অনেকেই অতুলনীয় বলে জানিয়েছেন ৷ এমনকী তাঁর মতো ব্যক্তিক্ত বিজ্ঞানের জগতে খুব কমই দেখা যায় বলে দাবি করা হয়েছে আমেরিকার বৈজ্ঞানিকদের তরফে ৷

নিউইয়র্ক, 3 অক্টোবর: ভারতীয় বংশোদ্ভূত জেনারেল অ্যাটমিক্স গ্লোবাল কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান বিবেক লাল (Indian American Vivek Lall) ৷ তাঁকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (Lifetime Achievement Award for Aerospace) দিল বাইডেন প্রশাসন ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর হাতে এই সম্মান তুলে দিয়েছেন ৷ সেই সঙ্গে তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন বাইডেন ৷

কানসাসের উইচিটা স্টেট ইউনিভার্সিটি (Wichita State University of Kansas) থেকে অ্যারোস্পেস (Aerospace) ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করা বিবেক লালকে একটি শংসাপত্র দেওয়া হয়েছে ৷ যেটি প্রদান করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের দফতর এবং ‘আমেরিকর্পসে’র তরফে ৷ যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) সই করেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে ৷ এই ‘আমেরিকর্পস’ মার্কিন সরকারের একটি অংশ ৷ সংস্থাটির লক্ষ্য এমন কার্যকলাপকে উৎসাহ প্রদান করা, যা আমেরিকানদের কাছাকাছি নিয়ে আসে বা যার মাধ্যমে সমাজের ভালো হয় ৷

ড. বিবেক লাল শিল্পমহলে একজন নেতৃত্বপ্রদানকারী হিসাবে পরিচিত এবং বিজ্ঞানীমহলের টাইটান জেনারেল অ্যাটমিক্সের প্রধান কার্যনির্বাহী হিসাবে কাজ করেন ৷ এই সংস্থাটি পারমাণবিক প্রযুক্তির বিশেষ ক্ষেত্রগুলিতে বিশ্বকে নেতৃত্ব দেয় এবং অত্যাধুনিক চালকবিহীন আকাশযান তৈরির কাজ করছে ৷ যেমন প্রিডেটর, রিয়েপার এবং গার্ডিয়ান ড্রোন তৈরি করে এই সংস্থাটি ৷ বিবেক লালের বাবা একজন ভারতীয় কূটনীতিক ৷ যিনি কয়েক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময় ওয়াশিংটনে, তাঁর সঙ্গে দেখা করেছিলেন ৷

আরও পড়ুন: ‘ঘৃণ্য অপরাধ’, টরোন্টোয় ‘ভগবত গীতা পার্কে’ ভাঙচুরের সমালোচনা ভারতীয় দূতাবাসের

প্রসঙ্গত, জেনারেল অ্যাটমিক্সে নেতৃত্ব দেওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ সংস্থাগুলিতে কাজ করেছেন ৷ যে তালিকায় রয়েছে নাসা, রেথিয়ন, বোয়িং এবং লকহিড মার্টিন ৷ তার অভিজ্ঞতা এবং দক্ষতাকে বিজ্ঞানমহলে অনেকেই অতুলনীয় বলে জানিয়েছেন ৷ এমনকী তাঁর মতো ব্যক্তিক্ত বিজ্ঞানের জগতে খুব কমই দেখা যায় বলে দাবি করা হয়েছে আমেরিকার বৈজ্ঞানিকদের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.