নিউইয়র্ক, 3 অক্টোবর: ভারতীয় বংশোদ্ভূত জেনারেল অ্যাটমিক্স গ্লোবাল কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান বিবেক লাল (Indian American Vivek Lall) ৷ তাঁকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (Lifetime Achievement Award for Aerospace) দিল বাইডেন প্রশাসন ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর হাতে এই সম্মান তুলে দিয়েছেন ৷ সেই সঙ্গে তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন বাইডেন ৷
কানসাসের উইচিটা স্টেট ইউনিভার্সিটি (Wichita State University of Kansas) থেকে অ্যারোস্পেস (Aerospace) ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করা বিবেক লালকে একটি শংসাপত্র দেওয়া হয়েছে ৷ যেটি প্রদান করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের দফতর এবং ‘আমেরিকর্পসে’র তরফে ৷ যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) সই করেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে ৷ এই ‘আমেরিকর্পস’ মার্কিন সরকারের একটি অংশ ৷ সংস্থাটির লক্ষ্য এমন কার্যকলাপকে উৎসাহ প্রদান করা, যা আমেরিকানদের কাছাকাছি নিয়ে আসে বা যার মাধ্যমে সমাজের ভালো হয় ৷
ড. বিবেক লাল শিল্পমহলে একজন নেতৃত্বপ্রদানকারী হিসাবে পরিচিত এবং বিজ্ঞানীমহলের টাইটান জেনারেল অ্যাটমিক্সের প্রধান কার্যনির্বাহী হিসাবে কাজ করেন ৷ এই সংস্থাটি পারমাণবিক প্রযুক্তির বিশেষ ক্ষেত্রগুলিতে বিশ্বকে নেতৃত্ব দেয় এবং অত্যাধুনিক চালকবিহীন আকাশযান তৈরির কাজ করছে ৷ যেমন প্রিডেটর, রিয়েপার এবং গার্ডিয়ান ড্রোন তৈরি করে এই সংস্থাটি ৷ বিবেক লালের বাবা একজন ভারতীয় কূটনীতিক ৷ যিনি কয়েক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময় ওয়াশিংটনে, তাঁর সঙ্গে দেখা করেছিলেন ৷
আরও পড়ুন: ‘ঘৃণ্য অপরাধ’, টরোন্টোয় ‘ভগবত গীতা পার্কে’ ভাঙচুরের সমালোচনা ভারতীয় দূতাবাসের
প্রসঙ্গত, জেনারেল অ্যাটমিক্সে নেতৃত্ব দেওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ সংস্থাগুলিতে কাজ করেছেন ৷ যে তালিকায় রয়েছে নাসা, রেথিয়ন, বোয়িং এবং লকহিড মার্টিন ৷ তার অভিজ্ঞতা এবং দক্ষতাকে বিজ্ঞানমহলে অনেকেই অতুলনীয় বলে জানিয়েছেন ৷ এমনকী তাঁর মতো ব্যক্তিক্ত বিজ্ঞানের জগতে খুব কমই দেখা যায় বলে দাবি করা হয়েছে আমেরিকার বৈজ্ঞানিকদের তরফে ৷