নিউইয়র্ক, 4 ডিসেম্বর: টুইটারের আইনি সেলের প্রধানকে বরখাস্ত করলেন সংস্থার বর্তমান প্রধান এলন মাস্ক ৷ সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভুত বিজয়া গাড্ডেকে সংস্থার গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেওয়া অভিযোগে বরখাস্ত করা হয়েছে (Indian American Vijaya Gadde Fired by Elon Musk as Twitter Legal Head) ৷ মূলত টুইটারের সেন্সরশিপ বিতর্কে লিগাল সেলের প্রধান বিজয়া গাড্ডের নাম উঠে এসেছে ৷ আর তার জেরেই নাকি, এই ভারতীয় বংশোদ্ভুতকে চাকরি থেকে বরখাস্ত করেছেন এলন মাস্ক ৷
অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টারের সোশাল মিডিয়া আউলেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছেন বিজয়া ৷ সংবাদ সংস্থার খবর অনুযায়ী, হান্টারের সোশাল মিডিয়া আউলেট ব্লক করা নিয়ে গুরুত্বপূর্ণ ইমেল এবং সংস্থার আভ্যন্তরীন আলোচনা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে (Twitter Legal Head Leaked Information) ৷ গত শুক্রবার এই সংক্রান্ত একটি খবর প্রকাশ্যে নিয়ে আসেন সাংবাদিক ম্যাট তাইব্বি (Matt Taibbi) ৷ তাঁর টুইটার হ্যান্ডেলে একাধিক টুইটের মাধ্যমে এই সব তথ্য ফাঁস করেন ওই সাংবাদিক ৷
আরও পড়ুন: টুইটারে ফিরবেন ট্রাম্প, ঘোষণা মাস্কের
অভিযোগ, ওই মার্কিন সাংবাদিককে এই সব তথ্য পাচার করেছেন বিজয়া গাড্ডে ৷ ভারতীয় এই আমেরিকান টুইটারের লিগাল সেলের প্রধান হিসেবে মাসে 17 মিলিয়ন মার্কিন ডলার বেতন পেতেন ৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য 1 কোটি 70 লক্ষ টাকা ৷ এই বিপুল পরিমাণ অংকের বেতনের চাকরিতে প্রতারণার অভিযোগ উঠেছে বিজয়া গাড্ডের বিরুদ্ধে ৷ প্রসঙ্গত, তাইব্বির ওই টুইটের সিরিজ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের দুই দলের রাজনীতিকরা টুইটার থেকে টুইট সেন্সর করতে পারেন ৷ যা প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই প্রধান রাজনৈতিক দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকের নেতারা ৷ সেই সঙ্গে টুইটার কর্তৃপক্ষও অস্বস্তিতে পড়েছে ৷ এরপরই এমন কড়া পদক্ষেপ করলেন ইলন মাস্ক ।