জেড্ডা, 6 অগস্ট: রাশিয়া-ইউক্রেনের সংঘাতের দীর্ঘস্থায়ী ও বিস্তৃত সমাধান খুঁজতে সর্বদা সক্রিয় ও ইচ্ছুক ভারত । শনিবার জেড্ডায় এ কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷
জেড্ডায় ডোভাল: রাশিয়া ও ইউক্রেনের সংঘাত নিয়ে আলোচনার জন্য সৌদি আরব আয়োজিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অন্যান্য কর্মকর্তাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে শনিবার জেড্ডায় পৌঁছন ডোভাল । সম্মেলন চলাকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন যে, সংঘাতের শুরু থেকেই রাশিয়া ও ইউক্রেনের সর্বোচ্চ স্তরের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রেখেছে ভারত ৷ তিনি বলেন, দেশ রাষ্ট্রসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনে বর্ণিত নীতির ভিত্তিতে বিশ্বব্যবস্থাকে সমর্থন করে ।
সূত্রের মতে তিনি বলেছেন, "সব রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান অবশ্যই অটুট রাখতে হবে ৷"
ভারতের প্রচেষ্টা: তাঁর কথায়, সমস্ত স্টেকহোল্ডারদের যাবতীয় শান্তি প্রচেষ্টাকে অবশ্যই সংঘাতের একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে । ডোভাল বলেন, সমগ্র বিশ্ব ও বিশেষ করে গ্লোবাল সাউথ এই পরিস্থিতির ধাক্কা বহন করছে । ভারত ইউক্রেনকে মানবিক সহায়তা এবং গ্লোবাল সাউথের প্রতিবেশীদের অর্থনৈতিক সহায়তা উভয়ই দিচ্ছে বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ।
আরও পড়ুন: বিশ্বজোড়া খাদ্য সংকট ইস্যুতে রাষ্ট্রসংঘে চাপের মুখে রাশিয়া
আলোচনা ও কূটনীতিতে জোর: ভারতের সবসময় দৃষ্টিভঙ্গি এটাই যে আলোচনা ও কূটনীতির মাধ্যমেই থামতে পারে রাশিয়া-ইউক্রেন সংঘাত ৷ ডোভাল বলেন, শান্তির জন্য এটিই একমাত্র পথ । তাঁর কথায়, "উভয় পক্ষেরই একযোগে প্রচেষ্টা চালানো উচিত এবং এটি নিশ্চিত করার জন্য আরও অনেক গ্রাউন্ডওয়ার্ক প্রয়োজন ৷"
গ্রহণযোগ্য সমাধানের প্রয়োজন: বর্তমানে বেশ কয়েকটি শান্তি প্রস্তাব সামনে রাখা হয়েছে । প্রত্যেকেরই কিছু ইতিবাচক পয়েন্ট আছে কিন্তু কোনওটিই উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য নয় । বৈঠকের মূল লক্ষ্য হল সমস্ত প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান খুঁজে বের করা। শনিবার জেড্ডা বিমানবন্দরে সৌদি আরবের ভারতীয় রাষ্ট্রদূত সুহেল খান এবং কনসাল জেনারেল মহম্মদ শাহিদ আলম ডোভালকে স্বাগত জানান ।
রিয়াধে স্বাগত ডোভালকে: রিয়াধে ভারতীয় দূতাবাসের তরফে টুইটারে লেখা হয়, "শ্রী অজিত ডোভাল, এনএসএ, ইউক্রেনের উপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নিতে জেড্ডায় পৌঁছেছেন । জেড্ডা বিমানবন্দরে রাষ্ট্রদূত ড. সুহেল খান এবং কনসাল জেনারেল মহম্মদ শাহিদ আলম তাঁকে স্বাগত জানান ৷"
রাশিয়ার সঙ্গে বিরোধের মধ্যেই শান্তি স্থাপনের চেষ্টায় ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য উপকূলীয় শহর জেড্ডায় ইউক্রেনের উপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের আয়োজন করা হয়েছে । বিদেশমন্ত্রক শুক্রবার এই শীর্ষ সম্মেলনে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করে ।