ETV Bharat / international

India-Pakistan Indus Waters Treaty: সিন্ধু নদ নিয়ে নতুন করে বোঝাপড়া, পাকিস্তানকে নোটিশ ভারতের

1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ইন্ডাস ওয়াটার্স ট্রিটি স্বাক্ষরিত হয়েছিল ৷ এই চুক্তি কার্যকর করা নিয়ে ভারত উদ্যোগ নিলেও পাকিস্তান তাতে রাজি নয় ৷ তাই এবার চুক্তিতে কিছু রদবদল করতে চায় মোদি সরকার (Indus Waters Treaty) ৷

Indus Waters Treaty
ভারত পাকিস্তান সিন্ধু নদ চুক্তি
author img

By

Published : Jan 27, 2023, 11:38 AM IST

Updated : Jan 27, 2023, 12:41 PM IST

নয়াদিল্লি, 27 জানুয়ারি: সিন্ধু নদ নিয়ে পাকিস্তানকে নোটিশ পাঠাল ভারত ৷ শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে, এই 1960 সালে দু'দেশের মধ্যে হওয়া এই 'ইন্ডাস ওয়াটার্স ট্রিটি' (Indus Waters Treaty, IWT) কার্যকর করা নিয়ে ইসলামাবাদ কোনও রকম আপসে নারাজ ৷ তাই এই চুক্তিতে কিছু পরিবর্তন আনতে চায় কেন্দ্রীয় সরকার ৷ প্রতিবেশী দেশকে সংশ্লিষ্ট কমিশনারদের মাধ্যমে 25 জানুয়ারি এই নোটিশ দেওয়া হয়েছে ৷ সূত্র অনুযায়ী, ভারত সব সময়েই আইডব্লিউটির প্রতি দায়বদ্ধ এবং তার জোরদার সমর্থক ৷ ন'বছর ধরে বোঝাপড়ার পর 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি হয় ৷ বিশ্ব ব্যাঙ্কও এই চুক্তির অন্যতম স্বাক্ষরকারী (World Bank being a signatory of the pact) ৷

সূত্রের খবর, ভারত সব সময়েই আইডব্লিউটির প্রতি দায়বদ্ধ এবং তার জোরদার সমর্থক ৷ আইডব্লিউটি-র শর্তাবলী ও তা কার্যকর করার ক্ষেত্রে পাকিস্তান প্রতিকূল মনোভাব দেখিয়েছে৷ প্রতিবেশী দেশের কাজকর্মই ভারতকে এই চুক্তিতে পরিবর্তন আনা নিয়ে নোটিশ পাঠাতে কার্যত বাধ্য করেছে বলে জানা গিয়েছে ৷

একাধিক নদীর জল বণ্টন নিয়ে দুই দেশের মধঅযে সহযোগিতা ও তথ্য আদানপ্রদান প্রসঙ্গে এই ইন্ডাস ওয়াটার্স ট্রিটি ৷ 2015 সালে পাকিস্তান অনুরোধ জানায়, একটি নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করা হোক ৷ এই কমিটি ভারতের কিষেণগঙ্গা (Kishenganga) এবং ব়্যাটল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টস-এর (Ratle Hydro Electric Projects, HEPs) প্রযুক্তিগত ক্ষেত্রে আপত্তিকর দিকগুলি পরীক্ষা করে দেখবে ৷ 2016 সালে পাকিস্তান একতরফা ভাবে এই অনুরোধ প্রত্যাহার করে ৷ পাশাপাশি জানায় যে, কোর্ট অফ আরবিট্রেশন (Court of Arbitration) এই আপত্তিকর জায়গাগুলি বিচার করে দেখুক৷ তবে ভারতও বিষয়টি খতিয়ে দেখতে একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের অনুরোধ জানিয়েছিল ৷

আরও পড়ুন: বোমা-গোলাবারুদে সম্পদ নষ্ট না করে আলোচনা চায় পাকিস্তান, বার্তা শরিফের

বিশ্বব্যাঙ্ক নিজেও 2016 সালে এটি স্বীকার করেছে ৷ এবং দু'টি সমান্তরাল প্রক্রিয়াতে বিরতি টানার সিদ্ধান্ত নেয় ৷ পাশাপাশি ভারত ও পাকিস্তানকে আলোচনা করে একটি সর্বসম্মত পথ বেছে নেওয়ার কথা জানায় ৷ ভারত বারে বারে চেষ্টা করেও পাকিস্তানের সঙ্গে সমঝোতায় আসতে পারেনি ৷ 2017-2022 সালের মধ্যে পার্মানেন্ট ইন্ডাস কমিশনের পাঁচটি বৈঠকে পাকিস্তান কোনও আলোচনা করতে চায়নি ৷ তাই আইডব্লিউটির শর্তগুলি লঙ্ঘনের ফলে ভারত বাধ্য হয়ে নোটিশ জারি করেছে ৷

নয়াদিল্লি, 27 জানুয়ারি: সিন্ধু নদ নিয়ে পাকিস্তানকে নোটিশ পাঠাল ভারত ৷ শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে, এই 1960 সালে দু'দেশের মধ্যে হওয়া এই 'ইন্ডাস ওয়াটার্স ট্রিটি' (Indus Waters Treaty, IWT) কার্যকর করা নিয়ে ইসলামাবাদ কোনও রকম আপসে নারাজ ৷ তাই এই চুক্তিতে কিছু পরিবর্তন আনতে চায় কেন্দ্রীয় সরকার ৷ প্রতিবেশী দেশকে সংশ্লিষ্ট কমিশনারদের মাধ্যমে 25 জানুয়ারি এই নোটিশ দেওয়া হয়েছে ৷ সূত্র অনুযায়ী, ভারত সব সময়েই আইডব্লিউটির প্রতি দায়বদ্ধ এবং তার জোরদার সমর্থক ৷ ন'বছর ধরে বোঝাপড়ার পর 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি হয় ৷ বিশ্ব ব্যাঙ্কও এই চুক্তির অন্যতম স্বাক্ষরকারী (World Bank being a signatory of the pact) ৷

সূত্রের খবর, ভারত সব সময়েই আইডব্লিউটির প্রতি দায়বদ্ধ এবং তার জোরদার সমর্থক ৷ আইডব্লিউটি-র শর্তাবলী ও তা কার্যকর করার ক্ষেত্রে পাকিস্তান প্রতিকূল মনোভাব দেখিয়েছে৷ প্রতিবেশী দেশের কাজকর্মই ভারতকে এই চুক্তিতে পরিবর্তন আনা নিয়ে নোটিশ পাঠাতে কার্যত বাধ্য করেছে বলে জানা গিয়েছে ৷

একাধিক নদীর জল বণ্টন নিয়ে দুই দেশের মধঅযে সহযোগিতা ও তথ্য আদানপ্রদান প্রসঙ্গে এই ইন্ডাস ওয়াটার্স ট্রিটি ৷ 2015 সালে পাকিস্তান অনুরোধ জানায়, একটি নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করা হোক ৷ এই কমিটি ভারতের কিষেণগঙ্গা (Kishenganga) এবং ব়্যাটল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টস-এর (Ratle Hydro Electric Projects, HEPs) প্রযুক্তিগত ক্ষেত্রে আপত্তিকর দিকগুলি পরীক্ষা করে দেখবে ৷ 2016 সালে পাকিস্তান একতরফা ভাবে এই অনুরোধ প্রত্যাহার করে ৷ পাশাপাশি জানায় যে, কোর্ট অফ আরবিট্রেশন (Court of Arbitration) এই আপত্তিকর জায়গাগুলি বিচার করে দেখুক৷ তবে ভারতও বিষয়টি খতিয়ে দেখতে একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের অনুরোধ জানিয়েছিল ৷

আরও পড়ুন: বোমা-গোলাবারুদে সম্পদ নষ্ট না করে আলোচনা চায় পাকিস্তান, বার্তা শরিফের

বিশ্বব্যাঙ্ক নিজেও 2016 সালে এটি স্বীকার করেছে ৷ এবং দু'টি সমান্তরাল প্রক্রিয়াতে বিরতি টানার সিদ্ধান্ত নেয় ৷ পাশাপাশি ভারত ও পাকিস্তানকে আলোচনা করে একটি সর্বসম্মত পথ বেছে নেওয়ার কথা জানায় ৷ ভারত বারে বারে চেষ্টা করেও পাকিস্তানের সঙ্গে সমঝোতায় আসতে পারেনি ৷ 2017-2022 সালের মধ্যে পার্মানেন্ট ইন্ডাস কমিশনের পাঁচটি বৈঠকে পাকিস্তান কোনও আলোচনা করতে চায়নি ৷ তাই আইডব্লিউটির শর্তগুলি লঙ্ঘনের ফলে ভারত বাধ্য হয়ে নোটিশ জারি করেছে ৷

Last Updated : Jan 27, 2023, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.