নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: মৃতের সংখ্যা এখনও পর্যন্ত কমপক্ষে 3 হাজার 800 ৷ সোমবার জোড়া ভূমিকম্প এবং একের পর এক আফটার শকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়া ৷ চলছে উদ্ধারকার্য ৷ আমেরিকা, রাশিয়া, চিন, ইউক্রেন, ভারত দুই দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ৷ গতকালই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ত্রাণসামগ্রী পাঠানোর কথা ঘোষণা করা হয় ৷ তার ঘণ্টাখানেক পরে ভারতীয় সেনাবাহিনীর এয়ারক্রাফ্ট ত্রাণ সামগ্রী ও এনডিআরএফ দল নিয়ে রওনা দেয় বিধ্বস্ত তুরস্কের উদ্দেশ্যে ৷ গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে রওনা দেওয়া এয়ারক্রাফ্ট মঙ্গলবার সকালে আদানায় পৌঁছেছে ৷
-
#WATCH | The first batch of earthquake relief material from India that left for Turkey, from Hindon Airbase in Ghaziabad earlier this morning, arrives in Adana. #TurkeyEarthquake pic.twitter.com/ptLFUbDMjF
— ANI (@ANI) February 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | The first batch of earthquake relief material from India that left for Turkey, from Hindon Airbase in Ghaziabad earlier this morning, arrives in Adana. #TurkeyEarthquake pic.twitter.com/ptLFUbDMjF
— ANI (@ANI) February 7, 2023#WATCH | The first batch of earthquake relief material from India that left for Turkey, from Hindon Airbase in Ghaziabad earlier this morning, arrives in Adana. #TurkeyEarthquake pic.twitter.com/ptLFUbDMjF
— ANI (@ANI) February 7, 2023
বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) টুইট করে ত্রাণ সামগ্রী নিয়ে বিমানের তুরস্কে যাওয়ার কথা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "ভারত মানবিক সাহায্য এবং বিপর্যয় মোকাবিলায় (Humanitarian Assistance and Disaster Relief, HADR) নেমেছে ৷ প্রথম দফায় ভূমিকম্পের ত্রাণ সামগ্রী, এনডিআরএফ দল, বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড, ওষুধ, ড্রিলিং মেশিন এবং অন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তুরস্কে গেল ৷" গাজিয়াবাদের অষ্টম ব্যাটেলিয়ন এবং কলকাতার দ্বিতীয় ব্যাটেলিয়নের দু'টি দল থেকে প্রায় 101 জন এনডিআরএফ কর্মী তুরস্কে গিয়েছে ৷
-
India's Humanitarian Assistance and Disaster Relief (HADR) capabilites in action.
— Arindam Bagchi (@MEAIndia) February 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The 1st batch of earthquake relief material leaves for Türkiye, along with NDRF Search & Rescue Teams, specially trained dog squads, medical supplies, drilling machines & other necessary equipment. pic.twitter.com/pB3ewcH1Gr
">India's Humanitarian Assistance and Disaster Relief (HADR) capabilites in action.
— Arindam Bagchi (@MEAIndia) February 6, 2023
The 1st batch of earthquake relief material leaves for Türkiye, along with NDRF Search & Rescue Teams, specially trained dog squads, medical supplies, drilling machines & other necessary equipment. pic.twitter.com/pB3ewcH1GrIndia's Humanitarian Assistance and Disaster Relief (HADR) capabilites in action.
— Arindam Bagchi (@MEAIndia) February 6, 2023
The 1st batch of earthquake relief material leaves for Türkiye, along with NDRF Search & Rescue Teams, specially trained dog squads, medical supplies, drilling machines & other necessary equipment. pic.twitter.com/pB3ewcH1Gr
আরও পড়ুন: 12 ঘণ্টার মধ্যেই দ্বিতীয় ভূমিকম্প ! রিখটার স্কেলে আবারও 7 ছাড়াল মাত্রা
মৃতের সংখ্যা তো বেড়েই চলেছে ৷ সঙ্গে আশঙ্কা করা হচ্ছে, তুরস্ক-সিরিয়ায় এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন বহু বহু মানুষ ৷ সোমবারই গভীর রাতে ভারত থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (National Disaster Response Force, NDRF) একটি বিশেষজ্ঞ দলকে পাঠানো হয়েছে ৷ এই দলে মহিলা ও পুরুষ, উভয়েই আছেন ৷ তার সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের দক্ষ কুকুর, প্রয়োজনীয় ওষুধ, অত্যাধুনিক যন্ত্রপাতি পাঠানো হয়েছে ৷
সোমবার কাকভোরে 7.8 তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ তুরস্ক ও উত্তর-পশ্চিম সিরিয়ার সীমান্ত এলাকা ৷ এর 12 ঘণ্টার মধ্যে দ্বিতীয় ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে তার তীব্রতা ছিল 7.5 ৷ জোড়া ভূমিকম্পের পর একাধিক আফটার শকে কেঁপে উঠেছে এলাকা ৷ এই ভূমিকম্প-পরবর্তী-কম্পন চলতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিশ্বের অন্য রাষ্ট্রনায়কেরা শোক প্রকাশ করেছেন এবং তুরস্কের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ৷ মোদি একটি টুইট করেন, "তুরস্কে ভূমিকম্পের জন্য বহু মানুষের প্রাণহানি হয়েছে ৷ বাড়িঘর ভেঙে পড়েছে ৷ এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছি ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷" তিনি আধিকারিকদের সব দিক দিয়ে সাহায্য পাঠানোর নির্দেশ দেন ৷ ভারতে তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল মোদি সরকারকে তাঁর কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ তিনি বলেন, "দুঃসময়ে পাশে থাকা বন্ধুই প্রকৃত বন্ধু" ৷
আরও পড়ুন: মৃত্যুমিছিল ! চাপা কান্নায় ক্রমশ ভারী হয়ে উঠছে তুরস্ক-সিরিয়ায় আকাশ