নয়াদিল্লি, 19 অক্টোবর: গাজার এক হাসপাতালে হামলার পর বিশ্বব্যাপী ক্ষোভ চরমে উঠেছে ৷ বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে পালনের জন্য আহ্বান জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার গাজা হাসপাতালে হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন ৷ একই সঙ্গে, চলমান সংঘাতে অসামরিক হতাহতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, "গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি ৷"
এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, "অসামরিক হতাহতের ঘটনা এবং মানবিক পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। আমরা আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে পালনের আহ্বান জানাচ্ছি ৷" সাপ্তাহিক সাংবাদিক বৈঠক করার সময় চলতি সপ্তাহে গাজার হাসপাতালে হামলার বিষয়ে এক প্রশ্নের উত্তরে এমনটাই জানান অরিন্দম বাগচি ৷
তিনি আরও বলেন, "আমরা ইজরায়েলের উপর ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি ৷ আন্তর্জাতিক সম্প্রদায়কে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একত্রে দাঁড়াতে হবে।" অন্যদিকে, প্যালেস্তাইন ইস্যুতে তিনি বলেন, "ভারত দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সরাসরি আলোচনার পক্ষে তার অবস্থান ইতিমধ্য়েই স্পষ্ট করেছে।"
মঙ্গলবার গাজার আল-আহলি আরব হাসপাতালে বিস্ফোরণে প্রায় 470 জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে ৷ যার জেরে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা করা হয়েছে। প্যালেস্তাইন কর্তৃপক্ষ হাসপাতালে বিস্ফোরণের জন্য ইজরায়েলি বিমান হামলাকে দায়ী করেছে ৷ পালটা ইজরায়েলের তরফে বলা হয়েছে, এটি জঙ্গি গোষ্ঠী প্যালেস্তাইন ইসলামিক জিহাদের গাজা থেকে উৎক্ষেপণ করা একটি রকেটের বিস্ফোরণের জেরে হয়েছে।
-
Spoke to the President of the Palestinian Authority H.E. Mahmoud Abbas. Conveyed my condolences at the loss of civilian lives at the Al Ahli Hospital in Gaza. We will continue to send humanitarian assistance for the Palestinian people. Shared our deep concern at the terrorism,…
— Narendra Modi (@narendramodi) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Spoke to the President of the Palestinian Authority H.E. Mahmoud Abbas. Conveyed my condolences at the loss of civilian lives at the Al Ahli Hospital in Gaza. We will continue to send humanitarian assistance for the Palestinian people. Shared our deep concern at the terrorism,…
— Narendra Modi (@narendramodi) October 19, 2023Spoke to the President of the Palestinian Authority H.E. Mahmoud Abbas. Conveyed my condolences at the loss of civilian lives at the Al Ahli Hospital in Gaza. We will continue to send humanitarian assistance for the Palestinian people. Shared our deep concern at the terrorism,…
— Narendra Modi (@narendramodi) October 19, 2023
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, "প্যালেস্তাইন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন মাহমুদ আব্বাস। গাজার আল আহলি হাসপাতালে মানুষের প্রাণহানির ঘটনায় আমার সমবেদনা জানিয়েছি। আমরা প্যালেস্তাইন জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখব। এই অঞ্চলে সন্ত্রাস, হিংসা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছি। চলমান সংঘাতের জেরে সাধারণ মানুষের হতাহত হওয়ার ঘটনা একটি গুরুতর এবং ক্রমাগত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে।" গত 7 অক্টোবর থেকে গাজা থেকে হামাস জঙ্গিদের দ্বারা ইজরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন হামলার ফলে এই সংঘাতের সূত্রপাত হয়। হামলার প্রতিশোধ নিতে ইজরায়েল পালটা গাজায় ব্যাপক আক্রমণও শুরু করে।
আরও পড়ুন: ইজরায়েলি পুলিশের গায়ে ভারতে তৈরি উর্দি ! ব্যস্ত দক্ষিণী-রাজ্যের দর্জিরা
গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় তিন হাজার 300 জনের বেশি সাধারণ মানুষ নিহত এবং 12 হাজার জনের বেশি আহত হয়েছে। 7 অক্টোবর থেকে জঙ্গি গোষ্ঠী হামাসের মারাত্মক হামলায় ইজরায়েলে প্রায় এক হাজার 400 জন নিহত এবং তিন হাজার 800 জন আহত হয়েছে। প্রায় 200 জনকে হামাস পনবন্দি করে রেখেছে বলে অভিযোগ। (পিটিআই)