ETV Bharat / international

Queen Elizabeth II Funeral: 'একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ইভেন্ট', রানির শেষকৃত্যের প্রস্তুতি তুঙ্গে ব্রিটেনে - UK queen Funeral

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের (Funeral of Queen Elizabeth II) অনুষ্ঠান হতে চলেছে ব্রিটেনের সবচেয়ে বড় ইভেন্ট ৷ তার প্রস্তুতিতে ব্যস্ত রানির দেশ (UK queen Funeral)৷ একে একে হাজির হচ্ছেন বিদেশি প্রতিনিধিরা (Queen Elizabeth II funeral)৷ পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)৷

'In the 21st Century, an event beyond compare': Details of Queen Elizabeth II funeral
'একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ইভেন্ট', রানির শেষকৃত্যের প্রস্তুতি তুঙ্গে ব্রিটেনে
author img

By

Published : Sep 18, 2022, 2:02 PM IST

লন্ডন, 18 সেপ্টেম্বর: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের (Funeral of Queen Elizabeth II) প্রস্তুতিতে ব্যস্ত ব্রিটেন ৷ সোমবার, 19 সেপ্টেম্বর রাজকীয় প্রথা মেনে হতে চলেছে প্রয়াত রানির শেষকৃত্য (UK queen Funeral)৷ সেই উপলক্ষে আমন্ত্রিত 500 বিদেশি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও (Droupadi Murmu)৷ ব্রিটেনের সম্প্রচারক বিবিসির মতে, রেকর্ড 70 বছরের শাসক রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য হতে চলেছে একবিংশ শতাব্দীর সবচেয়ে ইভেন্ট, যার সঙ্গে অন্য কোনও ইভেন্টের কোনও তুলনা করা যাবে না (Britain's biggest ever funeral)৷

এলিজাবেথের উত্তরসূরি তৃতীয় কিং চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা লন্ডনের বাকিংহাম প্যালেসের (Buckingham Palace) রাষ্ট্রীয় রিসেপশনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ৷ ব্রিটেনের সংসদের ওয়েস্টমিনস্টার হলে শায়িত রানির কফিনবন্দি দেহ ৷ তার উপর সজ্জিত রয়েছে তাঁর মুকুট ৷ রানির কফিনে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর পর বিদেশি প্রতিনিধিরা রিসেপশনে মিলিত হবেন (Queen Elizabeth II funeral)৷

গোটা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আর্ল মার্শাল দ্য ডিউক অফ নরফোক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আগামী কয়েকদিনেক রাষ্ট্রীয় শেষকৃত্যের অনুষ্ঠান গোটা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করবে বলেই আমাদের বিশ্বাস ৷"

সেন্ট্রাল লন্ডনে সংসদ ভবনের বিপরীতে থাকা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে, যেটি ওয়েস্টমিনস্টার প্রাসাদ হিসেবে পরিচিত, সেখানকার অনুষ্ঠানে 2,000 জনেরও বেশি অতিথি উপস্থিত থাকবেন ৷ সেখানেই রানির মরদেহ শায়িত রয়েছে বেশ কয়েক দিন ৷ তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে 4,000 সশস্ত্র বাহিনীর কর্মী অংশ নেবেন । টেলিভিশনের দর্শকের সংখ্যা 100 কোটি ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: রানির শেষকৃত্য, লন্ডনে পৌঁছলেন দেশের রাষ্ট্রপতি

1965 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের শেষকৃত্যের পর এটাই হবে ব্রিটেনের প্রথম রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া, যেখানে জাপানের সম্রাট উপস্থিত থাকবেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং স্পেনের রাজা ও রানিরাও উপস্থিত থাকবেন ।

অতিথিদের মধ্যে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ । প্রোটোকল মেনে জার্মানি তার রাষ্ট্রপ্রধান ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ারকে পাঠাচ্ছে, তার সরকার প্রধান চ্যান্সেলর ওলাফ স্কোলজকে নয় । চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে । যদিও সংসদের কয়েকজন ব্রিটিশ সদস্য এ ব্যাপের তাদের আপত্তি জানিয়েছেন । জিনপিং-এর পরিবর্তে চিনের ভাইস-প্রেসিডেন্ট ওয়াং কিশান তাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারেন । তবে রাশিয়া, বেলারুশ, সিরিয়া, মায়ানমার, আফগানিস্তান এবং ভেনিজুয়েলার মতো দেশগুলি অতিথি তালিকায় নেই । উত্তর কোরিয়াকে আমন্ত্রণ শুধুমাত্র ব্রিটেনের রাষ্ট্রদূতের পর্যায়ে জানানো হয়েছে ।

ভারতীয় সময় সোমবার বিকেল 3.30 মিনিটে শুরু হবে রানির শেষকৃত্য । প্রায় এক ঘণ্টা ধরে অন্ত্যেষ্টিক্রিয়া চলবে বলে আশা করা হচ্ছে ।

লন্ডন, 18 সেপ্টেম্বর: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের (Funeral of Queen Elizabeth II) প্রস্তুতিতে ব্যস্ত ব্রিটেন ৷ সোমবার, 19 সেপ্টেম্বর রাজকীয় প্রথা মেনে হতে চলেছে প্রয়াত রানির শেষকৃত্য (UK queen Funeral)৷ সেই উপলক্ষে আমন্ত্রিত 500 বিদেশি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও (Droupadi Murmu)৷ ব্রিটেনের সম্প্রচারক বিবিসির মতে, রেকর্ড 70 বছরের শাসক রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য হতে চলেছে একবিংশ শতাব্দীর সবচেয়ে ইভেন্ট, যার সঙ্গে অন্য কোনও ইভেন্টের কোনও তুলনা করা যাবে না (Britain's biggest ever funeral)৷

এলিজাবেথের উত্তরসূরি তৃতীয় কিং চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা লন্ডনের বাকিংহাম প্যালেসের (Buckingham Palace) রাষ্ট্রীয় রিসেপশনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ৷ ব্রিটেনের সংসদের ওয়েস্টমিনস্টার হলে শায়িত রানির কফিনবন্দি দেহ ৷ তার উপর সজ্জিত রয়েছে তাঁর মুকুট ৷ রানির কফিনে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর পর বিদেশি প্রতিনিধিরা রিসেপশনে মিলিত হবেন (Queen Elizabeth II funeral)৷

গোটা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আর্ল মার্শাল দ্য ডিউক অফ নরফোক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আগামী কয়েকদিনেক রাষ্ট্রীয় শেষকৃত্যের অনুষ্ঠান গোটা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করবে বলেই আমাদের বিশ্বাস ৷"

সেন্ট্রাল লন্ডনে সংসদ ভবনের বিপরীতে থাকা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে, যেটি ওয়েস্টমিনস্টার প্রাসাদ হিসেবে পরিচিত, সেখানকার অনুষ্ঠানে 2,000 জনেরও বেশি অতিথি উপস্থিত থাকবেন ৷ সেখানেই রানির মরদেহ শায়িত রয়েছে বেশ কয়েক দিন ৷ তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে 4,000 সশস্ত্র বাহিনীর কর্মী অংশ নেবেন । টেলিভিশনের দর্শকের সংখ্যা 100 কোটি ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: রানির শেষকৃত্য, লন্ডনে পৌঁছলেন দেশের রাষ্ট্রপতি

1965 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের শেষকৃত্যের পর এটাই হবে ব্রিটেনের প্রথম রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া, যেখানে জাপানের সম্রাট উপস্থিত থাকবেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং স্পেনের রাজা ও রানিরাও উপস্থিত থাকবেন ।

অতিথিদের মধ্যে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ । প্রোটোকল মেনে জার্মানি তার রাষ্ট্রপ্রধান ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ারকে পাঠাচ্ছে, তার সরকার প্রধান চ্যান্সেলর ওলাফ স্কোলজকে নয় । চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে । যদিও সংসদের কয়েকজন ব্রিটিশ সদস্য এ ব্যাপের তাদের আপত্তি জানিয়েছেন । জিনপিং-এর পরিবর্তে চিনের ভাইস-প্রেসিডেন্ট ওয়াং কিশান তাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারেন । তবে রাশিয়া, বেলারুশ, সিরিয়া, মায়ানমার, আফগানিস্তান এবং ভেনিজুয়েলার মতো দেশগুলি অতিথি তালিকায় নেই । উত্তর কোরিয়াকে আমন্ত্রণ শুধুমাত্র ব্রিটেনের রাষ্ট্রদূতের পর্যায়ে জানানো হয়েছে ।

ভারতীয় সময় সোমবার বিকেল 3.30 মিনিটে শুরু হবে রানির শেষকৃত্য । প্রায় এক ঘণ্টা ধরে অন্ত্যেষ্টিক্রিয়া চলবে বলে আশা করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.