পেশোয়ার, 5 মার্চ: কথায় বলে, 'জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে'। ঈশ্বরে যাঁদের অটুট বিশ্বাস তাঁরা মনে করেন স্বামী-স্ত্রীর সম্পর্ক তৈরি হয় স্বর্গে। তবে আজকাল এমন কিছু ঘটনাও ঘটেছে যা এই ধরনের ভাবনাকে বদলে দিতে পারে এক মুহূর্তে। স্বামী-স্ত্রীর সম্পর্ক ঠিক কতটা তিক্ত হতে পারে তার একটি নজির তৈরি হল পাকিস্তানের পোশায়ের। সিকি শতাব্দী একসঙ্গে থাকার পর সাামান্য বচসার মাঝে স্ত্রীকে গুলি করলেন স্বামী। পালটা গুলিতে স্বামীকে ঘায়েল করলেন স্ত্রী। চোখের সামনে বাবা ও মায়ের মৃত্যু দেখল ছেলে। বাড়ি থেকে রাশিয়ার কালাসনিকভ রাইফেল ছাড়াও একটি পিস্তল উদ্ধার হয়েছে (Police Recovered Kalashnikov Rifle) ।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পেশোয়ারের সাহেব খেল এলাকার একটি বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এই বাড়িতেই ছেলেকে নিয়ে থাকতেন বকশিস এবং মিসমা। দু'জনের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে বচসা বাধে। ক্রমশ তা বড় আকার নিতে থাকে। তদন্তকারীদের অনুমান, গোলমালের মাঝেই স্ত্রীকে লক্ষ্য করে বন্দুক চালিয়ে দেন স্বামী। গুরতর আহত অবস্থায় স্ত্রী মাটিতে পড়ে যান। এরপর কোনও রকমে পাশের ঘরে গিয়ে একটি বন্দুক নিয়ে এসে স্বামীকে লক্ষ্য করে গুলি চালান স্ত্রী । ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী। ছেলে খান জায়েব মাকে নিয়ে হাসপাতালে যান । সেখানে তিনি প্রাণ হারান।
প্রাথমিকভাবে ঘটনা এভাবে ঘটেছে মনে করলেও অন্য সম্ভবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ঘটনাস্থল দেখে তদন্তকারীদের কেউ কেউ মনে করছেন মা গুলিবিদ্ধ হয়েছেন দেখে হয়ত ছেলেই বাবাকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন । কিন্তু ছেলে এ পর্যন্ত এই ধরনের কোনও কথা স্বীকার করেননি। তাঁকে জেরা করা হচ্ছে। পাশাপাশি বাড়িতে রাশিয়ার বন্দুক কোথা থেকে এল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
পাকিস্তান এমনিতেই সন্ত্রাস কবলিত দেশ। তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিও খুব খারাপ । এই ব্যাপারে পেশোয়ারের কথা আলাদা করে উল্লেখ করার দরকারও আছে। গত কয়েক মাসে এই প্রদেশে চুরি থেকে শুরু করে ডাকাতির পরিমাণ বেড়েছে । রাস্তায় মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনাও রোজ ঘটেছে । পাশাপাশি পেশায়ারে ভয়াবহ বিস্ফোরণ হয় জানুয়ারি মাসে। মসজিদে বোমা ফেটে কমপক্ষে 100 জনের প্রাণ যায়।
আরও পড়ুন: পেশোয়ার বিস্ফোরণে মৃত বেড়ে 46, হামলার দায় নিল তেহরিক-ই-তালিবান