ETV Bharat / international

Imran Khan Tweets : 'শুরু হল আরেক স্বাধীনতা যুদ্ধ', বিদেশি ষড়যন্ত্রের তত্ত্বে অনড় ক্ষমতাচ্যুত ইমরান - Imran Khan says independence struggle begins once again in Pakistan

বহির্বিশ্বের যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আরও এক স্বাধীনতার লড়াই ফের শুরু হল আজ থেকে (Imran Khan says independence struggle begins once again in Pakistan) ৷ ‘নিখোঁজ‘-এর জল্পনা উড়িয়ে টুইট ইমরানের ৷

Imran Khan Tweets
'শুরু হল আরেক স্বাধীনতা যুদ্ধ', বিদেশি ষড়যন্ত্রের তত্ত্বে অনড় ক্ষমতাচ্যুত ইমরান
author img

By

Published : Apr 10, 2022, 7:30 PM IST

ইসলামাবাদ, 10 এপ্রিল : গদিচ্যুত ইমরান আহমেদ খান নিয়াজি ৷ বাইশ গজের মতই রাজনীতির আঙিনাতেও শেষ বল পর্যন্ত লড়লেন তিনি ৷ তবে মধ্যরাতের আস্থাভোটে ক্ষমতাচ্যুত হলেন প্রতিবেশী ইসলামিক রাষ্ট্রটির 22তম প্রধানমন্ত্রী ৷ ফের নতুন ভোর দেখল পাকিস্তান ৷ যদিও ইমরান তখত-চ্যুত হওয়ার আগে শনিবার পরতে পরতে নাটকের সাক্ষী থেকেছে পাকিস্তান ৷ কিন্তু ক্ষমতা হারিয়েও যে তিনি দমে যাননি, রবিবার সন্ধেয় এক টুইট-বার্তায় জানিয়ে দিলেন বিশ্বজয়ী পাক অধিনায়ক ৷

ক্ষমতাহীন হওয়ার পর ইমরানের দেশ ছাড়া নিয়ে চলছিল ব্যাপক জল্পনা ৷ সেই জল্পনা উড়িয়ে টুইট বার্তায় বিদেশি চক্রান্তের তত্ত্বে অনড় রইলেন সদ্য প্রাক্তন হওয়া পাক প্রধানমন্ত্রী ৷ টুইটে ইমরান লেখেন, "1947 পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল ৷ তবে দেশে শাসনতন্ত্রে পরিবর্তন চেয়ে বহির্বিশ্বের যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আরও এক স্বাধীনতার লড়াই ফের আজ শুরু হল আজ থেকে (Imran Khan says independence struggle begins once again in Pakistan) ৷ যে লড়াইয়ের পুরোভাগে অবশ্যই দেশের জনসাধারণ, যারা প্রতিনিয়ত দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য লড়াই করে এসেছে ৷"

বিদায় আসন্ন জেনেও গদি বাঁচাতে বহু চাল চেলেছেন ইমরান ৷ কিন্তু পারেননি ৷ যার মধ্যে সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সরিয়ে আস্তিনের শেষ তাসটি খেলেছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ৷ দাবি করেছে সে দেশের একাধিক সংবাদমাধ্যম ৷ গদি বাঁচাতে জেনারেল বাজওয়াকে সরিয়ে আরও নমনীয় এবং সহানুভূতিশীল কাউকে সেনা প্রধানের কুর্সিতে বসানোর চেষ্টায় ছিলেন ইমরান ৷ যিনি পাক আভ্যন্তরীণ রাজনীতিতে 'বাইরের রাষ্ট্রের ইন্ধন' বিষয়টি আরও ভাল বুঝবেন, জানিয়েছে পাক গণমাধ্যমগুলি ৷

  • Pakistan became an independent state in 1947; but the freedom struggle begins again today against a foreign conspiracy of regime change. It is always the people of the country who defend their sovereignty & democracy.

    — Imran Khan (@ImranKhanPTI) April 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বাইশ গজের মতো মধুর নয়, ক্রিকেটার থেকে নেতা ইমরানের যাত্রাপথ

শনিবার রাতে প্রধানমন্ত্রী বাসভবনে ইমরানের সঙ্গে দেখা করতে সেনা পরিবেষ্টিত হয়ে দুই অনাহুত অতিথিও এসেছিলেন বলে দাবি করেছে বিবিসি ঊর্দু ৷ যাঁদের মধ্যে একজন শীর্ষস্থানীয় অফিসারকে পদ থেকে সরিয়ে পুরো রাজনৈতিক সমীকরণটাই পালটে ফেলতে চেয়েচিলেন ইমরান খান ৷ সূত্রের খবর, প্রায় 45 মিনিট ধরে দু'জনের সঙ্গে কথা হয় ইমরানের ৷ তবে সেই আলোচনার নির্যাস বাইরে আসেনি ৷ প্রতিরক্ষামন্ত্রক ইমরানের দাবি মেনে সেনাপ্রধান পদে পরিবর্তন সমর্থন করেনি ৷ সেনাপ্রধান পদে রয়ে যান বাজওয়াই ৷ আর দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আস্থা ভোটে হেরে বিদায় নেন ইমরান ৷

ইসলামাবাদ, 10 এপ্রিল : গদিচ্যুত ইমরান আহমেদ খান নিয়াজি ৷ বাইশ গজের মতই রাজনীতির আঙিনাতেও শেষ বল পর্যন্ত লড়লেন তিনি ৷ তবে মধ্যরাতের আস্থাভোটে ক্ষমতাচ্যুত হলেন প্রতিবেশী ইসলামিক রাষ্ট্রটির 22তম প্রধানমন্ত্রী ৷ ফের নতুন ভোর দেখল পাকিস্তান ৷ যদিও ইমরান তখত-চ্যুত হওয়ার আগে শনিবার পরতে পরতে নাটকের সাক্ষী থেকেছে পাকিস্তান ৷ কিন্তু ক্ষমতা হারিয়েও যে তিনি দমে যাননি, রবিবার সন্ধেয় এক টুইট-বার্তায় জানিয়ে দিলেন বিশ্বজয়ী পাক অধিনায়ক ৷

ক্ষমতাহীন হওয়ার পর ইমরানের দেশ ছাড়া নিয়ে চলছিল ব্যাপক জল্পনা ৷ সেই জল্পনা উড়িয়ে টুইট বার্তায় বিদেশি চক্রান্তের তত্ত্বে অনড় রইলেন সদ্য প্রাক্তন হওয়া পাক প্রধানমন্ত্রী ৷ টুইটে ইমরান লেখেন, "1947 পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল ৷ তবে দেশে শাসনতন্ত্রে পরিবর্তন চেয়ে বহির্বিশ্বের যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আরও এক স্বাধীনতার লড়াই ফের আজ শুরু হল আজ থেকে (Imran Khan says independence struggle begins once again in Pakistan) ৷ যে লড়াইয়ের পুরোভাগে অবশ্যই দেশের জনসাধারণ, যারা প্রতিনিয়ত দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য লড়াই করে এসেছে ৷"

বিদায় আসন্ন জেনেও গদি বাঁচাতে বহু চাল চেলেছেন ইমরান ৷ কিন্তু পারেননি ৷ যার মধ্যে সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সরিয়ে আস্তিনের শেষ তাসটি খেলেছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ৷ দাবি করেছে সে দেশের একাধিক সংবাদমাধ্যম ৷ গদি বাঁচাতে জেনারেল বাজওয়াকে সরিয়ে আরও নমনীয় এবং সহানুভূতিশীল কাউকে সেনা প্রধানের কুর্সিতে বসানোর চেষ্টায় ছিলেন ইমরান ৷ যিনি পাক আভ্যন্তরীণ রাজনীতিতে 'বাইরের রাষ্ট্রের ইন্ধন' বিষয়টি আরও ভাল বুঝবেন, জানিয়েছে পাক গণমাধ্যমগুলি ৷

  • Pakistan became an independent state in 1947; but the freedom struggle begins again today against a foreign conspiracy of regime change. It is always the people of the country who defend their sovereignty & democracy.

    — Imran Khan (@ImranKhanPTI) April 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বাইশ গজের মতো মধুর নয়, ক্রিকেটার থেকে নেতা ইমরানের যাত্রাপথ

শনিবার রাতে প্রধানমন্ত্রী বাসভবনে ইমরানের সঙ্গে দেখা করতে সেনা পরিবেষ্টিত হয়ে দুই অনাহুত অতিথিও এসেছিলেন বলে দাবি করেছে বিবিসি ঊর্দু ৷ যাঁদের মধ্যে একজন শীর্ষস্থানীয় অফিসারকে পদ থেকে সরিয়ে পুরো রাজনৈতিক সমীকরণটাই পালটে ফেলতে চেয়েচিলেন ইমরান খান ৷ সূত্রের খবর, প্রায় 45 মিনিট ধরে দু'জনের সঙ্গে কথা হয় ইমরানের ৷ তবে সেই আলোচনার নির্যাস বাইরে আসেনি ৷ প্রতিরক্ষামন্ত্রক ইমরানের দাবি মেনে সেনাপ্রধান পদে পরিবর্তন সমর্থন করেনি ৷ সেনাপ্রধান পদে রয়ে যান বাজওয়াই ৷ আর দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আস্থা ভোটে হেরে বিদায় নেন ইমরান ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.