ETV Bharat / international

Imran Khan Shot: 'আল্লাহর কৃপায় নতুন জীবন পেলাম', প্রাণে বেঁচে বললেন ইমরান - আল্লাহর কৃপায় নতুন জীবন পেলাম

বৃহস্পতিবার পিটিআই'য়ের লং মার্চে দুই অজ্ঞাতপরিচয় আততায়ী প্রকাশ্যে একে 47 এবং পিস্তল নিয়ে হামলা চালালে গুলিবিদ্ধ হন ইমরান (Imran Khan) ও তাঁর সহযোদ্ধারা ৷ এদিন ঘটনার সময় কন্টেনারে চেপে অনুগামীদের সমর্থন আদায় করছিলেন ৷ ইমরান-ঘনিষ্ঠ রাউফ হাসান (Rauf Hasan) যদিও সংবাদসংস্থা এএফপি-কে আশ্বস্ত করে জানিয়েছেন, বিপদ কাটিয়ে আপাতত স্থিতিশীল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷

Etv Bharat
'আল্লাহর কৃপায় নতুন জীবন পেলাম', প্রাণে বেঁচে বললেন ইমরান
author img

By

Published : Nov 3, 2022, 7:35 PM IST

গুজরানওয়ালা, 3 নভেম্বর: পঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় সরকার-বিরোধী মহামিছিল চলাকালীন গুলিবিদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan shot at Rally) ৷ যা নিয়ে উত্তাল সেদেশের জাতীয় রাজনীতি ৷ বৃহস্পতিবার পিটিআই'য়ের লং মার্চে দুই অজ্ঞাতপরিচয় আততায়ী প্রকাশ্যে একে 47 এবং পিস্তল নিয়ে হামলা চালালে গুলিবিদ্ধ হন ইমরান (Imran Khan) ও তাঁর সহযোদ্ধারা ৷ এদিন ঘটনার সময় কন্টেনারে চেপে অনুগামীদের সমর্থন আদায় করছিলেন ৷

ইমরান-ঘনিষ্ঠ রাউফ হাসান (Rauf Hasan) যদিও সংবাদসংস্থা এএফপি-কে আশ্বস্ত করে জানিয়েছেন, বিপদ কাটিয়ে আপাতত স্থিতিশীল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি ইমরানকে হত্যা করার পরিকল্পনা করেই যে দুই আততায়ী ওই মিছিলে ঢুকে প্রবেশ করেছিলেন বলেও সংবাদসংস্থাকে স্পষ্ট করেছেন রাউফ হাসান ৷ অন্যদিকে লাহোর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইমরান খান বলেন, "আল্লাহর কৃপায় আমি আজ নতুন জীবন পেয়েছি ৷"

আরও পড়ুন: লং মার্চে আততায়ী হামলা, গুলিবিদ্ধ ইমরান খান

ইমরানকে লক্ষ্য করে গুলি ছোড়া সন্দেহভাজন ওই আততায়ীকে ঘটনার অনতিপরেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএফপি ৷ 2007 এমনই এক ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ৷ এদিনের ঘটনা সেই ভয়াবহ স্মৃতিই উসকে দিল ৷ ঘটনায় ইতিমধ্যেই নিন্দা প্রকাশ করে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৷ গুজরানওয়ালার ঘটনা এবং ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত সব খবর রাখছে বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷

গুজরানওয়ালা, 3 নভেম্বর: পঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় সরকার-বিরোধী মহামিছিল চলাকালীন গুলিবিদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan shot at Rally) ৷ যা নিয়ে উত্তাল সেদেশের জাতীয় রাজনীতি ৷ বৃহস্পতিবার পিটিআই'য়ের লং মার্চে দুই অজ্ঞাতপরিচয় আততায়ী প্রকাশ্যে একে 47 এবং পিস্তল নিয়ে হামলা চালালে গুলিবিদ্ধ হন ইমরান (Imran Khan) ও তাঁর সহযোদ্ধারা ৷ এদিন ঘটনার সময় কন্টেনারে চেপে অনুগামীদের সমর্থন আদায় করছিলেন ৷

ইমরান-ঘনিষ্ঠ রাউফ হাসান (Rauf Hasan) যদিও সংবাদসংস্থা এএফপি-কে আশ্বস্ত করে জানিয়েছেন, বিপদ কাটিয়ে আপাতত স্থিতিশীল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি ইমরানকে হত্যা করার পরিকল্পনা করেই যে দুই আততায়ী ওই মিছিলে ঢুকে প্রবেশ করেছিলেন বলেও সংবাদসংস্থাকে স্পষ্ট করেছেন রাউফ হাসান ৷ অন্যদিকে লাহোর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইমরান খান বলেন, "আল্লাহর কৃপায় আমি আজ নতুন জীবন পেয়েছি ৷"

আরও পড়ুন: লং মার্চে আততায়ী হামলা, গুলিবিদ্ধ ইমরান খান

ইমরানকে লক্ষ্য করে গুলি ছোড়া সন্দেহভাজন ওই আততায়ীকে ঘটনার অনতিপরেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএফপি ৷ 2007 এমনই এক ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ৷ এদিনের ঘটনা সেই ভয়াবহ স্মৃতিই উসকে দিল ৷ ঘটনায় ইতিমধ্যেই নিন্দা প্রকাশ করে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৷ গুজরানওয়ালার ঘটনা এবং ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত সব খবর রাখছে বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.