ইসলামাবাদ, 11 এপ্রিল : পাক সংসদ চোরেদের আখড়া হয়ে গিয়েছে ৷ আর চোরেদের আখড়ায় তিনি আর থাকবেন না কোনওমতেই ৷ নয়া প্রধানমন্ত্রীর নাম ঘোষণার আগে সোমবার এই মর্মে সদলবলে পাক সংসদ ত্যাগ করলেন ইমরান আহমেদ খান নিয়াজি (Imran Khan resigns from National Assembly as he says will not sit with 'thieves') ৷ রবিবার মধ্যরাতের আস্থাভোটে প্রধানমন্ত্রী পদ থেকে প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের অপসারণের পরই নয়া প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজ শরিফের নাম নিশ্চিত হয়ে যায় ৷ সংসদ ত্যাগের আগে এদিন ইমরানের আক্রমণের নিশানায় ছিলেন প্রধামন্ত্রী পদে বসতে চলা পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের বর্তমান প্রধান চালিকাশক্তি শেহবাজই ৷ যিনি সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ৷
শেহবাজকে আক্রমণ করে ইমরানের উদ্ধৃতি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় তাঁর দল পিটিআই-য়ের তরফে ৷ যেখানে ইমরান বলেন, "যে মানুষটার নামে 16 বিলিয়ন এবং 8 বিলিয়ন আর্থিক দুর্নীতির অভিযোগ, তাঁকে যে বা যারাই প্রধানমন্ত্রী নির্বাচিত করুক না কেন, দেশের পক্ষে তা অত্যন্ত অপমানজনক ৷"
ইমরানের দলের সংসদ কক্ষত্যাগের সিদ্ধান্ত নিশ্চিত করে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ দাবি করেন, সংসদে তাঁদের উপস্থিতি বিরোধী দল এবং তার নেতাকে আরও শক্তিশালী করে তুলবে ৷ সেই কারণেই সদলবলে সংসদ ত্যাগের সিদ্ধান্ত ৷ পাশাপাশি রশিদ জানান, আগামী বুধবার পেশোয়ারে যাবেন ইমরান ৷
আরও পড়ুন : ইমরানকে তখত-চ্যুত করার প্রতিবাদে ঢল নামল অনুরাগীদের, আপ্লুত কাপ্তান
এদিকে নয়া প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সংসদের অধিবেশন শুরুর আগে ইসলামাবাদে পার্লামেন্ট হাউসে ইমরানের নেতৃত্বে একটি দলীয় বৈঠক সারে পিটিআই ৷ সেই বৈঠকে স্থির হয় যে, ইমরানকে কুর্সি থেকে সরাতে বাইরের রাষ্ট্রের ইন্ধনের যে বিষয়টি নিয়ে বারংবার সরব হয়েছে পিটিআই, সে ব্যাপারে বোঝাতে এবার থেকে প্রতি রবিবার দেশের জনসাধারণের উদ্দেশে বার্তা দেবেন ইমরান ৷