লাহোর, 6 নভেম্বর: দিনকয়েক আগেই পঞ্জাব প্রদেশের একটি সমাবেশে তাঁকে হত্যা করার হামলা হয়েছিল ৷ বুলেটবিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)৷ তিনি আগামী মঙ্গলবার সেই জায়গা থেকেই ইসলামাবাদের উদ্দেশে পাক সরকারের (Pakistan Govt) বিরুদ্ধে লং মার্চ (PTI Long March) শুরু হবে ৷ লাহোর সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করলেন ইমরান (Imran Khan Attacked)৷
শরীর থেকে বুলেট বের করার জন্য তাঁর দাতব্য সংস্থার মালিকানাধীন শওকত খানম হাসপাতালে বৃহস্পতিবার অস্ত্রোপচার হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের ৷ রবিবার সেই হাসপাতাল থেকেই সাংবাদিক সম্মেলন করেন তিনি ৷ জানান, "আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওয়াজিরাবাদে, যেখানে আমি ও অন্য 11 জন গুলিবিদ্ধ হয়েছিলাম এবং যেখানে মোয়াজ্জাম শহিদ হয়েছিলেন, সেখান থেকেই আমাদের পদযাত্রা আবার শুরু হবে ৷"
ওয়াজিরাবাদে পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছিলেন 70 বছরের ইমরান ৷ সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুই বন্দুকধারী ৷ প্রাক্তন ক্রিকেটারের ডান পায়ে গুলি লাগে ৷ গুলিবিদ্ধ হয়ে পিটিআই কর্মী মোয়াজ্জাম গোন্ডল মারা যান । এই হামলার পর পদযাত্রা স্থগিত রাখা হয় ।
আরও পড়ুন: পা'য়ে বুলেটের ক্ষত, দৃপ্ত ভঙ্গিতে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন পাক সুপ্রিমো
ইমরান এ দিন বলেন, "আমি এখান থেকে (লাহোরে) মার্চে ভাষণ দেব, এবং আমাদের মার্চ, আগামী 10 থেকে 14 দিনের মধ্যে রাওয়ালপিন্ডিতে পৌঁছবে ৷" পিটিআই প্রধান জানিয়েছেন যে, পদযাত্রাটি রাওয়ালপিন্ডিতে পৌঁছলে তিনি তাতে যোগ দেবেন এবং নিজে এর নেতৃত্ব দেবেন ।
এর আগে এ দিন, পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছিলেন যে, পিটিআই-এর নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তবে তা বন্ধ করা হয়নি । ইমরানের উপর হামলা হওয়ার পর তিন দিন কেটে গেলেও এখনও এফআইআর করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করলেন আওয়ামি মুসলিম লিগ (এএমএল) সভাপতি ৷ এএমএল ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকারের শরিক ছিল ।
শনিবার লাহোরে একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় পাক প্রধানমন্ত্রী শেহবাজ বলেছিলেন যে, ইমরানের দল পিটিআই পঞ্জাব প্রদেশে ক্ষমতায় রয়েছে এবং প্রাদেশিক সরকারকে বলা উচিত কেন এখনও পর্যন্ত হত্যার প্রচেষ্টার ঘটনায় এফআইআর নথিভুক্ত করা হয়নি ।