ETV Bharat / international

Trump Returns to Facebook: দু'বছর বেশি সময় ! নির্বাচনের আগে ফেসবুকে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প - ফেসবুকের পেরেন্ট সংস্থা মেটা

ক্যাপিটল হিল দাঙ্গার পর ডোনাল্ড ট্রাম্পের একাধিক সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ এবার সেগুলি একে একে চালু হচ্ছে ৷ শুক্রবার ফেবুতে ফিরে প্রাক্তন প্রেসিডেন্ট লিখলেন 'আমি ফিরেছি' (Donald Trump Posts 'I'M BACK!') ৷

Donald Trump
ডোনাল্ড ট্রাম্প
author img

By

Published : Mar 18, 2023, 10:46 AM IST

নিউ ইয়র্ক, 18 মার্চ: ফেসবুকে ফিরলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ 2 বছরেরও বেশ সময় বন্ধ ছিল আমেরিকার প্রাক্তন প্রথম নাগরিকের ব্যক্তিগত সোশাল মিডিয়া অ্যাকাউন্টটি ৷ এবার তা ফিরিয়ে দিয়েছে ফেসবুক ৷ 2024 সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় বারের জন্য প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ৷ ফেবুতে ফিরে প্রথমেই তিনি লেখেন, 'আমি ফিরে এসেছি (I'M BACK!) ৷'

এ প্রসঙ্গে ফেসবুকের পেরেন্ট সংস্থা মেটা লেখে, "বাস্তব দুনিয়ায় হিংসার ঝুঁকির দিকে আমরা খুব ভালো ভাবে খেয়াল রাখছি, তার মূল্যায়ন করছি ৷ পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া জাতীয় স্তরের নেতাদের কথা যেন ভোটদাতাদের পৌঁছয় ৷" এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে অর্থ জোগানের গুরুত্বপূর্ণ উৎস ছিল ফেসবুক ৷ এই সামাজিক মাধ্যমে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার ছিল (Donald Trump Facebook page restored) ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রাম্প পুরনো একটি ভিডিয়ো ক্লিপও ফেসবুকে পোস্ট করেন ৷ তিনি লেখেন, "আপনাদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখিত ৷ খুব জটিল প্রক্রিয়া ৷" শুক্রবার ওই এক ভিডিয়ো ক্লিপ তিনি ইউটিউবেও পোস্ট করে জানান যে, তাঁর ফেসবুক পেজটি আবার সচল হয়েছে ৷ পাশাপাশি ইউটিউবে আজ থেকে ডোনাল্ড জে ট্রাম্পের চ্যানেলটিকে খুলে দেওয়া হচ্ছে ৷ তিনি নতুন কনটেন্ট আপলোড করতে পারেন ৷

গত বছর ইলন মাস্ক টুইটার কেনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টটিও ফিরেছে ৷ যদিও প্রাক্তন প্রেসিডেন্ট টুইট করা থেকে দূরেই রেখেছেন নিজেকে ৷ তিনি নিজের একটি মাইক্রোব্লগিং সাইট খুলেছেন ৷ তার নাম 'ট্রুথ সোশাল' ৷ সেখানে তিনি তাঁর মতামত পোস্ট করছেন ৷ 2021 সালের 6 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলি একের পর এক বন্ধ করে দেওয়া হয় ৷ ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে (Capitol riots) তাণ্ডব চালায় বলে অভিযোগ ৷ তারপরই মেটা, ইউটিউব এই সিদ্ধান্ত নেয় ৷ এবছরের 9 ফেব্রুয়ারি ট্রাম্পের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও ফের চালু হয়ে যায় ৷

আরও পড়ুন: ভোট গণনা নিয়ে কারচুপির অভিযোগ ট্রাম্পের , টুইট সরাল টুইটার

নিউ ইয়র্ক, 18 মার্চ: ফেসবুকে ফিরলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ 2 বছরেরও বেশ সময় বন্ধ ছিল আমেরিকার প্রাক্তন প্রথম নাগরিকের ব্যক্তিগত সোশাল মিডিয়া অ্যাকাউন্টটি ৷ এবার তা ফিরিয়ে দিয়েছে ফেসবুক ৷ 2024 সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় বারের জন্য প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ৷ ফেবুতে ফিরে প্রথমেই তিনি লেখেন, 'আমি ফিরে এসেছি (I'M BACK!) ৷'

এ প্রসঙ্গে ফেসবুকের পেরেন্ট সংস্থা মেটা লেখে, "বাস্তব দুনিয়ায় হিংসার ঝুঁকির দিকে আমরা খুব ভালো ভাবে খেয়াল রাখছি, তার মূল্যায়ন করছি ৷ পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া জাতীয় স্তরের নেতাদের কথা যেন ভোটদাতাদের পৌঁছয় ৷" এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে অর্থ জোগানের গুরুত্বপূর্ণ উৎস ছিল ফেসবুক ৷ এই সামাজিক মাধ্যমে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার ছিল (Donald Trump Facebook page restored) ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রাম্প পুরনো একটি ভিডিয়ো ক্লিপও ফেসবুকে পোস্ট করেন ৷ তিনি লেখেন, "আপনাদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখিত ৷ খুব জটিল প্রক্রিয়া ৷" শুক্রবার ওই এক ভিডিয়ো ক্লিপ তিনি ইউটিউবেও পোস্ট করে জানান যে, তাঁর ফেসবুক পেজটি আবার সচল হয়েছে ৷ পাশাপাশি ইউটিউবে আজ থেকে ডোনাল্ড জে ট্রাম্পের চ্যানেলটিকে খুলে দেওয়া হচ্ছে ৷ তিনি নতুন কনটেন্ট আপলোড করতে পারেন ৷

গত বছর ইলন মাস্ক টুইটার কেনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টটিও ফিরেছে ৷ যদিও প্রাক্তন প্রেসিডেন্ট টুইট করা থেকে দূরেই রেখেছেন নিজেকে ৷ তিনি নিজের একটি মাইক্রোব্লগিং সাইট খুলেছেন ৷ তার নাম 'ট্রুথ সোশাল' ৷ সেখানে তিনি তাঁর মতামত পোস্ট করছেন ৷ 2021 সালের 6 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলি একের পর এক বন্ধ করে দেওয়া হয় ৷ ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে (Capitol riots) তাণ্ডব চালায় বলে অভিযোগ ৷ তারপরই মেটা, ইউটিউব এই সিদ্ধান্ত নেয় ৷ এবছরের 9 ফেব্রুয়ারি ট্রাম্পের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও ফের চালু হয়ে যায় ৷

আরও পড়ুন: ভোট গণনা নিয়ে কারচুপির অভিযোগ ট্রাম্পের , টুইট সরাল টুইটার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.