ETV Bharat / international

Indonesia Illegal Gold Mine Mishap : সুমাত্রায় বেআইনি সোনা খনিতে ধস, উদ্ধার 12 মহিলার মৃতদেহ

জীবনের কথা না ভেবেই সোনার খোঁজে গিয়েছিলেন সবাই ৷ কিন্তু কে জানত সোনা নয়, ফিরবে কতগুলো মৃতদেহ ? এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের প্রত্যন্ত একটি গ্রামের সোনার খনিতে (Indonesia Illegal Gold Mine Mishap) ৷

Indonesia Sumatra Gold Mine Death
ইন্দোনেশিয়ার সুমাত্রায় সোনা খনিতে মৃত্যু
author img

By

Published : Apr 29, 2022, 1:09 PM IST

মেডান, 29 এপ্রিল : কয়েক টন মাটির নিচ থেকে বের করে আনা হল 12 জন মহিলার মৃতদেহ ৷ বেআইনি সোনার খনিতে ধসে চাপা পড়ে গিয়েছিলেন তাঁরা ৷ শুক্রবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি সোনার খনি থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়, জানিয়েছে পুলিশ (Illegal gold mine landslide kills 12 women in Sumatra Indonesia) ৷

বৃহস্পতিবার প্রায় 6.5 ফুট (2 মিটার) গভীর এই অবৈধ খনি পিটে সোনার সন্ধানে গিয়েছিলেন প্রায় 14 জন মহিলা ৷ এই ছোট্ট এবং অ-অনুমোদিত বহু দিনের পুরনো সোনার খনিটি উত্তর সুমাত্রার মান্দাইলিং নাটাল জেলার (North Sumatra's Mandailing Natal district) প্রত্যন্ত গ্রামে অবস্থিত ৷ সেই সময় আশপাশে পাহাড়ে ধস নামে ৷ যার ফলে খনির ভিতরেই চাপা পড়েন সবাই, জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক মার্লোন রাজাগুকগুক ৷

আরও পড়ুন : MP mine collapse : মধ্যপ্রদেশে খনিতে ধস, মৃত্যু 2 মহিলার

2 ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে 12 জনের মৃতদেহ মিলেছে ৷ জখম 2 মহিলাকেও ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে, জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷ তিনি জানিয়েছেন, এই অঞ্চলে অবৈধ সোনার খনি পিটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এর আগে গ্রামবাসীরা প্রচলিত রীতি অনুযায়ী কোনও পাত্রে করে সোনা তুলে আনতেন ৷ আর এটাই তাঁদের সোনা পাওয়ার একমাত্র উপায় ছিল ৷ ইন্দোনেশিয়ায় এভাবে সোনা তুলে আনাটা খুবই সাধারণ একটা ঘটনা ৷ হাজার হাজার শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে এই উপায়ে দিন যাপন করেন ৷ যেখানে আহত হওয়ার বা মৃত্যুর ঝুঁকি প্রবল ৷

ভূমিধস, বন্যা এবং টানেল ভেঙে পড়ার মতো কয়েকটি সাধারণ দুর্যোগের মুখোমুখি হন খনি শ্রমিকেরা ৷ এর থেকেও মারাত্মক সোনার আকরে মিশে থাকা অত্যন্ত বিষাক্ত পারদ এবং সায়ানাইড ৷ এক্ষেত্রে শ্রমিকেরা কোনও নিরাপত্তা ব্যবস্থা নেন না ৷ তাতেই দুর্ঘটনা ঘটে হয় প্রাণ খোয়াতে হয়, নয়তো জখম হন হতদরিদ্র শ্রমিকেরা ৷

2019-এর ফেব্রুয়ারি মাসে শেষ বার খনি সংক্রান্ত ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল ইন্দোনেশিয়ায় ৷ সেবার উত্তর সুলাওয়েসি প্রদেশে মাটি সরে গিয়ে 40 জনের মৃত্যু হয়েছিল ৷

মেডান, 29 এপ্রিল : কয়েক টন মাটির নিচ থেকে বের করে আনা হল 12 জন মহিলার মৃতদেহ ৷ বেআইনি সোনার খনিতে ধসে চাপা পড়ে গিয়েছিলেন তাঁরা ৷ শুক্রবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি সোনার খনি থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়, জানিয়েছে পুলিশ (Illegal gold mine landslide kills 12 women in Sumatra Indonesia) ৷

বৃহস্পতিবার প্রায় 6.5 ফুট (2 মিটার) গভীর এই অবৈধ খনি পিটে সোনার সন্ধানে গিয়েছিলেন প্রায় 14 জন মহিলা ৷ এই ছোট্ট এবং অ-অনুমোদিত বহু দিনের পুরনো সোনার খনিটি উত্তর সুমাত্রার মান্দাইলিং নাটাল জেলার (North Sumatra's Mandailing Natal district) প্রত্যন্ত গ্রামে অবস্থিত ৷ সেই সময় আশপাশে পাহাড়ে ধস নামে ৷ যার ফলে খনির ভিতরেই চাপা পড়েন সবাই, জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক মার্লোন রাজাগুকগুক ৷

আরও পড়ুন : MP mine collapse : মধ্যপ্রদেশে খনিতে ধস, মৃত্যু 2 মহিলার

2 ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে 12 জনের মৃতদেহ মিলেছে ৷ জখম 2 মহিলাকেও ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে, জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷ তিনি জানিয়েছেন, এই অঞ্চলে অবৈধ সোনার খনি পিটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এর আগে গ্রামবাসীরা প্রচলিত রীতি অনুযায়ী কোনও পাত্রে করে সোনা তুলে আনতেন ৷ আর এটাই তাঁদের সোনা পাওয়ার একমাত্র উপায় ছিল ৷ ইন্দোনেশিয়ায় এভাবে সোনা তুলে আনাটা খুবই সাধারণ একটা ঘটনা ৷ হাজার হাজার শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে এই উপায়ে দিন যাপন করেন ৷ যেখানে আহত হওয়ার বা মৃত্যুর ঝুঁকি প্রবল ৷

ভূমিধস, বন্যা এবং টানেল ভেঙে পড়ার মতো কয়েকটি সাধারণ দুর্যোগের মুখোমুখি হন খনি শ্রমিকেরা ৷ এর থেকেও মারাত্মক সোনার আকরে মিশে থাকা অত্যন্ত বিষাক্ত পারদ এবং সায়ানাইড ৷ এক্ষেত্রে শ্রমিকেরা কোনও নিরাপত্তা ব্যবস্থা নেন না ৷ তাতেই দুর্ঘটনা ঘটে হয় প্রাণ খোয়াতে হয়, নয়তো জখম হন হতদরিদ্র শ্রমিকেরা ৷

2019-এর ফেব্রুয়ারি মাসে শেষ বার খনি সংক্রান্ত ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল ইন্দোনেশিয়ায় ৷ সেবার উত্তর সুলাওয়েসি প্রদেশে মাটি সরে গিয়ে 40 জনের মৃত্যু হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.