ETV Bharat / international

Chernobyl Disaster Anniversary : চেরনোবিল দখল করে রুশ সেনারা বিপদের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে, আইএইএ প্রধান

author img

By

Published : Apr 27, 2022, 11:15 AM IST

গতকাল চেরনোবিল বিপর্যয়ের 36 বছর হল ৷ ইউক্রেনে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে সাংবাদিকদের এর বিপদের কথা জানালেন স্বয়ং আইএইএ প্রধান মারিয়ানো গ্রসি (Chernobyl Disaster Anniversary) ৷

Chernobyl Power Plant in Ukraine
ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে রাফায়েল মারিয়ানো গ্রসি

চেরনোবিল, 27 এপ্রিল : চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে একে আরও বিপজ্জনক করেছে রুশবাহিনী ৷ গতকাল ইউক্রেনে এই ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রের ঠিক বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের কথাগুলি বলছিলেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি-র ডিরেক্টর-জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রসি ৷ বৃষ্টিতে কোনওরকমে ছাতার তলায় আশ্রয় নিয়েছিলেন আইএইএ-র প্রধান ৷ তবে এখানে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক থাকলেও পরিস্থিতি মোটেও স্থিতিশীল নয়, সতর্ক করলেন মারিয়োনা গ্রসি (IAEA chief expresses concern over Russian seizure risked accident in Chernobyl Ukraine) ৷

রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয় 24 ফেব্রুয়ারি ৷ এর ঠিক পরদিনই রাজধানী কিভ আক্রমণের পথে তেজস্ক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে হানা দেয় রুশ সেনাবাহিনী ৷ দখল করে চেরনোবিল ৷ যদিও 1 এপ্রিল চেরনোবিল ইউক্রেন কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে জায়গাটি ছেড়ে চলে যায় রুশ সেনারা ৷ জানা গিয়েছে, সেখানে থাকার সময় বেশ কয়েকজন সেনা অসুস্থ হয়ে পড়ছিলেন ৷ ইউক্রেনের আধিকারিকেরা জানিয়েছেন, একমাসেরও বেশি সময় ধরে রাশিয়ান সেনাবাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে কোনও যোগাযোগ রাখতে দিচ্ছিল না ৷ বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ম্যারাথন শিফটে কাজ হচ্ছিল ৷ তাঁদের টেবিলের উপরেই মাথা রেখে ঘুমোতে হচ্ছিল ৷ দিনে মাত্র দু'বার খাওয়ার সুযোগ পেতেন ৷

  • .@IAEAorg is here in #Chornobyl Nuclear Power Plant to deliver equipment, conduct radiological assessments and restore safeguards monitoring systems. #Ukraine updated the IAEA on the current nuclear and radiation safety, and security situation of 🇺🇦 nuclear installations. pic.twitter.com/Z54I0YhjRF

    — Rafael MarianoGrossi (@rafaelmgrossi) April 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Chernobyl Power Plant : ইউক্রেনকে চেরনোবিল ফিরিয়ে দিল রুশ সেনা, নেপথ্যে তেজস্ক্রিয়তা ?

রাফায়েল মারিয়ানো গ্রসি বিপজ্জনক এই বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের শুভেচ্ছা জানান ৷ গতকাল চেরনোবিল বিপর্যয়ের 35 বছর পূর্ণ হয়ে 36 বছরে পা রাখল ৷ তাই চেরনোবিল পরিদর্শনে গিয়েছিলেন মারিয়ানো ৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিও টুইটার করে বিপর্যয়ের বর্ষপূর্তির বিষয়টি জানান ৷ 1986 সালের 26 এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দু'টি রিঅ্যাক্টরে বিস্ফোরণ ঘটে ৷ তা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ধ্বংস হয়ে যায় চেরনোবিল ৷ বাতাসে তেজস্ক্রিয়তার মাত্রা সাংঘাতিক রকমের বেড়ে যাওয়ায় ওই জায়গাটি এবং তার আশপাশ থেকে লোকজনদের সরিয়ে দেওয়া হয় ৷ এখনও বিপজ্জনক চেরনোবিল ৷

চেরনোবিল, 27 এপ্রিল : চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে একে আরও বিপজ্জনক করেছে রুশবাহিনী ৷ গতকাল ইউক্রেনে এই ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রের ঠিক বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের কথাগুলি বলছিলেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি-র ডিরেক্টর-জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রসি ৷ বৃষ্টিতে কোনওরকমে ছাতার তলায় আশ্রয় নিয়েছিলেন আইএইএ-র প্রধান ৷ তবে এখানে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক থাকলেও পরিস্থিতি মোটেও স্থিতিশীল নয়, সতর্ক করলেন মারিয়োনা গ্রসি (IAEA chief expresses concern over Russian seizure risked accident in Chernobyl Ukraine) ৷

রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয় 24 ফেব্রুয়ারি ৷ এর ঠিক পরদিনই রাজধানী কিভ আক্রমণের পথে তেজস্ক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে হানা দেয় রুশ সেনাবাহিনী ৷ দখল করে চেরনোবিল ৷ যদিও 1 এপ্রিল চেরনোবিল ইউক্রেন কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে জায়গাটি ছেড়ে চলে যায় রুশ সেনারা ৷ জানা গিয়েছে, সেখানে থাকার সময় বেশ কয়েকজন সেনা অসুস্থ হয়ে পড়ছিলেন ৷ ইউক্রেনের আধিকারিকেরা জানিয়েছেন, একমাসেরও বেশি সময় ধরে রাশিয়ান সেনাবাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে কোনও যোগাযোগ রাখতে দিচ্ছিল না ৷ বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ম্যারাথন শিফটে কাজ হচ্ছিল ৷ তাঁদের টেবিলের উপরেই মাথা রেখে ঘুমোতে হচ্ছিল ৷ দিনে মাত্র দু'বার খাওয়ার সুযোগ পেতেন ৷

  • .@IAEAorg is here in #Chornobyl Nuclear Power Plant to deliver equipment, conduct radiological assessments and restore safeguards monitoring systems. #Ukraine updated the IAEA on the current nuclear and radiation safety, and security situation of 🇺🇦 nuclear installations. pic.twitter.com/Z54I0YhjRF

    — Rafael MarianoGrossi (@rafaelmgrossi) April 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Chernobyl Power Plant : ইউক্রেনকে চেরনোবিল ফিরিয়ে দিল রুশ সেনা, নেপথ্যে তেজস্ক্রিয়তা ?

রাফায়েল মারিয়ানো গ্রসি বিপজ্জনক এই বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের শুভেচ্ছা জানান ৷ গতকাল চেরনোবিল বিপর্যয়ের 35 বছর পূর্ণ হয়ে 36 বছরে পা রাখল ৷ তাই চেরনোবিল পরিদর্শনে গিয়েছিলেন মারিয়ানো ৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিও টুইটার করে বিপর্যয়ের বর্ষপূর্তির বিষয়টি জানান ৷ 1986 সালের 26 এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দু'টি রিঅ্যাক্টরে বিস্ফোরণ ঘটে ৷ তা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ধ্বংস হয়ে যায় চেরনোবিল ৷ বাতাসে তেজস্ক্রিয়তার মাত্রা সাংঘাতিক রকমের বেড়ে যাওয়ায় ওই জায়গাটি এবং তার আশপাশ থেকে লোকজনদের সরিয়ে দেওয়া হয় ৷ এখনও বিপজ্জনক চেরনোবিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.