ETV Bharat / international

Hyderabad Woman starving in US: অনাহারে কাটছে দিন, মার্কিন মুলুক থেকে মেয়েকে ফেরাতে বিদেশমন্ত্রককে চিঠি মায়ের - মজলিস বাঁচাও তেহরিক

Hyderabad woman found starving in US: উচ্চশিক্ষার জন্য হায়দরাবাদ থেকে পাড়ি দিয়েছিলেন আমেরিকায় ৷ সেখানেই অনাহারে দিন কাটাচ্ছেন সৈয়দা লুলু মিনহাজ জাইদি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 26, 2023, 10:27 PM IST

হায়দরাবাদ, 26 জুলাই: মার্কিন মুলুকে গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য ৷ সেখানেই অনাহারে দিন কাটাচ্ছেন হায়দরাবাদের বছর 37-এর সৈয়দা লুলু মিনহাজ জাইদি ৷ মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বিঘ্নে বাড়ি ফেরাতে চেয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখলেন তাঁর মা ৷ জানা গিয়েছে, ডেট্রয়েটের ট্রেইনি বিশ্ববিদ্যালয়ে এমএস (মাস্টার অফ সায়েন্স) করতে গিয়েছিলেন তিনি ৷

এই সংক্রান্ত দু’টি টুইট করেছেন মজলিস বাঁচাও তেহরিক (এমবিটি) কমিটির মুখপাত্র আমজেদ উল্লাহ খান এবং বিআরএস নেতা খাইকুর রহমান ৷ টুইটারে শেয়ার করা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অত্যন্ত শীর্ণকায় এক মহিলা রাস্তার ধারে বসে রয়েছেন ৷ একই সঙ্গে, টুইটে মহিলার পাসপোর্টে ছাপা ছবিতে দেখা যাচ্ছে তাঁর আগের চেহারা ৷ ভিনদেশে গিয়ে মুখশ্রী, চেহারা সবই আমূল বদলে গিয়েছে ৷

  • Omg I’m shocked to see her condition, they lived as our neighbours for many yrs. I know her from my childhood, she was an incredibly studios child. Please help her return to hyderabad back to her family. 😞😞😞 https://t.co/UXX689A7fa

    — Fahad Maqsusi (@FahadMaqsusi) July 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ছ'বছরের ছোট প্রেমিকের টানে পাকিস্তান ছুটলেন বিবাহিত মহিলা

ভিডিয়োটিতে মহিলা বলছেন, তাঁর নাম সৈয়দা লুলু মিনহাজ জাইদি ৷ যদিও তিনি শুরুতে নিজের নামটাও মনে করতে পারেননি তিনি । ভিডিয়োতে তাঁকে হিন্দিতে তাঁর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ৷ ভিডিয়োগ্রাফার ওই অপরিচিত ব্যক্তির কাছ থেকেও খাবার চান সৈয়দা । তিনি বলেন, তাঁকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ পরীক্ষার জন্য তাঁর শরীর থেকে রক্ত নেওয়ার পরে আরও দুর্বল হয়ে পড়েন তিনি ।

আমজেদু উল্লাহ খানের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে, শিকাগোতে ভারতের কনস্যুলেট জেনারেল বলেন, "আমরা এইমাত্র সৈয়দ লুলু মিনহাজের কাছ থেকে যাবতীয় ঘটনা জানতে পেরেছি ।" ওই ভিডিয়োতে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরাও ৷ টুইটার ব্যবহারকারীদের একজন লিখেছেন, ‘‘ওএমজি ! আমি ওর অবস্থা দেখে হতবাক হয়ে যাচ্ছি ৷ ওরা বহু বছর ধরে আমাদের প্রতিবেশী হিসাবে ছিল । আমি ওকে ছোটবেলা থেকে চিনি । দয়া করে ওকে হায়দরাবাদে ফিরে আসতে সাহায্য করুন ।’’

আরও পড়ুন: প্রতারণার মামলায় ব্রিটেনে জরিমানা ভারতীয় বংশোদ্ভুত আইনজীবীকে

হায়দরাবাদ, 26 জুলাই: মার্কিন মুলুকে গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য ৷ সেখানেই অনাহারে দিন কাটাচ্ছেন হায়দরাবাদের বছর 37-এর সৈয়দা লুলু মিনহাজ জাইদি ৷ মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বিঘ্নে বাড়ি ফেরাতে চেয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখলেন তাঁর মা ৷ জানা গিয়েছে, ডেট্রয়েটের ট্রেইনি বিশ্ববিদ্যালয়ে এমএস (মাস্টার অফ সায়েন্স) করতে গিয়েছিলেন তিনি ৷

এই সংক্রান্ত দু’টি টুইট করেছেন মজলিস বাঁচাও তেহরিক (এমবিটি) কমিটির মুখপাত্র আমজেদ উল্লাহ খান এবং বিআরএস নেতা খাইকুর রহমান ৷ টুইটারে শেয়ার করা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অত্যন্ত শীর্ণকায় এক মহিলা রাস্তার ধারে বসে রয়েছেন ৷ একই সঙ্গে, টুইটে মহিলার পাসপোর্টে ছাপা ছবিতে দেখা যাচ্ছে তাঁর আগের চেহারা ৷ ভিনদেশে গিয়ে মুখশ্রী, চেহারা সবই আমূল বদলে গিয়েছে ৷

  • Omg I’m shocked to see her condition, they lived as our neighbours for many yrs. I know her from my childhood, she was an incredibly studios child. Please help her return to hyderabad back to her family. 😞😞😞 https://t.co/UXX689A7fa

    — Fahad Maqsusi (@FahadMaqsusi) July 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ছ'বছরের ছোট প্রেমিকের টানে পাকিস্তান ছুটলেন বিবাহিত মহিলা

ভিডিয়োটিতে মহিলা বলছেন, তাঁর নাম সৈয়দা লুলু মিনহাজ জাইদি ৷ যদিও তিনি শুরুতে নিজের নামটাও মনে করতে পারেননি তিনি । ভিডিয়োতে তাঁকে হিন্দিতে তাঁর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ৷ ভিডিয়োগ্রাফার ওই অপরিচিত ব্যক্তির কাছ থেকেও খাবার চান সৈয়দা । তিনি বলেন, তাঁকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ পরীক্ষার জন্য তাঁর শরীর থেকে রক্ত নেওয়ার পরে আরও দুর্বল হয়ে পড়েন তিনি ।

আমজেদু উল্লাহ খানের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে, শিকাগোতে ভারতের কনস্যুলেট জেনারেল বলেন, "আমরা এইমাত্র সৈয়দ লুলু মিনহাজের কাছ থেকে যাবতীয় ঘটনা জানতে পেরেছি ।" ওই ভিডিয়োতে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরাও ৷ টুইটার ব্যবহারকারীদের একজন লিখেছেন, ‘‘ওএমজি ! আমি ওর অবস্থা দেখে হতবাক হয়ে যাচ্ছি ৷ ওরা বহু বছর ধরে আমাদের প্রতিবেশী হিসাবে ছিল । আমি ওকে ছোটবেলা থেকে চিনি । দয়া করে ওকে হায়দরাবাদে ফিরে আসতে সাহায্য করুন ।’’

আরও পড়ুন: প্রতারণার মামলায় ব্রিটেনে জরিমানা ভারতীয় বংশোদ্ভুত আইনজীবীকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.