জেরুজালেম, 21 নভেম্বর: গাজায় হামলা বন্ধ হোক ইজরায়েল ৷ এই দাবিতে এবার হাইজ্যাক করা হল জাহাজ ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রবিবার হাউদি গোষ্ঠী হেলিকপ্টারের মাধ্যমে রেড সি বা লোহিত সাগরে একটি জাহাজ হাইজ্যাক করে ৷ জাহাজটিতে 25 জন কর্মী রয়েছেন ৷ গ্যালাক্সি লিডার নামের ওই অপহৃত জাহাজটিকে হাউদিরা ইয়েমেন উপকূলে নিয়ে যায় ৷ জানা গিয়েছে, ইয়েমেনের এই গোষ্ঠীকে সমর্থন করে ইরান ৷
সংবাদমাধ্যম সূত্রে খবর, জাহাজটির মালিক ইজরায়েলের এক ব্যবসায়ী ৷ তবে সেটি জাপানের একটি কোম্পানির হয়ে কাজ করে ৷ মালবাহী জাহাজটি রেড সি দিয়ে সমুদ্রপথে তুর্কি থেকে ভারতে যাচ্ছিল ৷ এই অবস্থায় সোমবার জাপান ঘোষণা করেছে, তারা এই ঘটনা নিয়ে ইজরায়েলের সঙ্গে যোগাযোগ করছে ৷ এছাড়া গ্যালাক্সি লিডারকে ফিরিয়ে আনতে অন্য দেশগুলির সঙ্গেও কথা বলছে টোকিয়ো ৷ এই প্রসঙ্গে জাপানের বিদেশমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বলেন, "আমাদের সরকার প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করবে ৷"
এদিকে ইরান সমর্থিত হাউদি গোষ্ঠী জানিয়েছেন, এই জাহাজ হাইজ্যাকের কারণ ইজরায়েলের যুদ্ধ ৷ গাজায় হামাসের বিরুদ্ধে ইজরায়েলের অভিযান বন্ধ না-হওয়া পর্যন্ত আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের ঘটনা ঘটার হুঁশিয়ারি দিয়েছে ৷ ইজরায়েল এবং এই দেশের সঙ্গে কোনও ভাবে জড়িত জাহাজকে ফের হাইজ্যাক করা হতে পারে ৷
মহম্মদ হাউদি গোষ্ঠীর প্রধান মুখপাত্র আবদুল-সালাম অনলাইনে একটি বিবৃতিতে জানিয়েছেন, ইজরায়েল শুধু জবরদস্তির ভাষা বোঝে ৷ ইয়েমেনের সশস্ত্র বাহিনী সমুদ্র যুদ্ধের আহ্বান জানাচ্ছে, তার জন্য যে মূল্যই চোকাতে হোক না কেন ৷ ইজরায়েলের জাহাজটিকে হাইজ্যাক করার মধ্যে দিয়ে তার গুরুত্ব প্রমাণ করছে হাউদিরা ৷ এটা তো সবে শুরু ৷
ইজরায়েল গাজায় যে ঘৃণ্য কর্মকাণ্ড করে চলেছে, তার জন্যই জাহাজ হাইজ্যাক করা হয়েছে ৷ এদিকে জাপান এই ঘটনার তীব্র নিন্দা করেছে ৷ ইতিমধ্যে টোকিয়ো, ইরান, সৌদি আরব, ওমান এবং অন্য দেশগুলির কাছে আবেদন জানিয়েছে, হাউদিরা যেন দ্রুত জাহাজটিকে ছেড়ে দেয় ৷
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই জাহাজ হাইজ্যাকের তীব্র নিন্দা করেছেন ৷ ইজরায়েলের পিএমও-র তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়, "আন্তর্জাতিক জলসীমায় একটি জাহাজ হাইজ্যাকের ঘটনা ঘটেছে ৷ ইরানের এই হামলার নিন্দা করছে ইজরায়েল ৷" ইজরায়েল এই জাহাজটি ব্রিটিশ কোম্পানির বলে উল্লেখ করে জানিয়েছে, "ব্রিটিশ কোম্পানির এই জাহাজটি জাপানের একটি সংস্থার হয়ে কাজ করে ৷ ইরানের নির্দেশে ইয়েমেনাইট হাউদি জঙ্গিরা জাহাজটি হাইজ্যাক করেছে ৷"
আরও পড়ুন: