ETV Bharat / international

Imran Khan in Trouble: আজই গ্রেফতার ইমরান খান ? প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলল পুলিশ

তোশাখানা মামলায় (Toshakhana Case) আজই কি গ্রেফতার হতে চলেছেন ইমরান খান ? তাঁর বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ (Heavy Police deployed outside Imran Khan House) ৷ জমায়েত শুরু করেছেন পিটিআই সদস্য ও সমর্থকরাও ৷

Heavy Police deployed outside Imran Khan House after Court issues arrest warrant in Toshakhana Case
বিপদ বাড়ছে ইমরান খানের
author img

By

Published : Mar 14, 2023, 6:45 PM IST

লাহোর, 14 মার্চ: ইমরান খানকে কি মঙ্গলবারই গ্রেফতার করা হবে ? এ নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে ৷ কারণ, এদিন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানের বাড়ির বাইরে ভিড় জমাতে দেখা যায় সশস্ত্র পুলিশবাহিনীকে (Heavy Police deployed outside Imran Khan House) ৷ বাহিনীর সদস্যদের সাজসজ্জা দেখে মনে হচ্ছে, তাঁরা বুঝি যুদ্ধক্ষেত্রে এসেছেন ! বেলা যত গড়িয়েছে ইমরানের বাসভবনের বাইরে তত বেড়েছে পুলিশের সদস্যসংখ্য়া ৷ পাল্লা দিয়ে বেড়েছে পুলিশের গাড়ির আনাগোনাও ৷ অন্যদিকে, নেতাকে বাঁচাতে পুলিশের সামনে 'দেওয়াল' হয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন পিটিআই কর্মীরাও ৷ আর তার জেরেই চড়ছে উত্তেজনার পারদ ৷

প্রসঙ্গত, তোশাখানা মামলায় (Toshakhana Case) সোমবার ইমরান খানকে গ্রেফতার করার নির্দেশ দেয় ইসলামাবাদের একটি আদালত ৷ তার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই আসরে নামে পুলিশ ৷ তাদের তোড়জোড় দেখে মনে হচ্ছে, এদিনই হয়তো গ্রেফতার হতে পারেন ইমরান ৷ বর্তমানে জামান পার্কের বাসভবনে থাকেন ইমরান ৷ এদিন সকাল থেকে সেই বাড়ির বাইরে শুরু হয় পুলিশ মোতায়েনের প্রক্রিয়া ৷ এই বাহিনীর নেতৃত্বে রয়েছেন ইসলামাবাদ পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক ৷ তবে, পুলিশকে 'ফাঁকা মাঠে গোল দেওয়ার' সুযোগ দিতে নারাজ পিটিআই সদস্যরা ৷ তাঁরা জামান পার্কের সর্বত্র ছড়িয়ে পড়েছেন ৷ দল বেঁধে আটকে দিয়েছেন এলাকার সমস্ত রাস্তা ৷

এই অবস্থায় ইমরানের বাড়ির দিকে ধীর ধীরে এগোচ্ছে পুলিশ ৷ আশঙ্কা করা হচ্ছে, যেকোনও মুহূর্তে পুলিশের উপর হামলা চালানো হতে পারে ৷ সেই কারণেই 'ঢাল' দিয়ে নিজেদের আড়াল করে রেখেছেন পুলিশকর্মীরা ৷ পিটিআই কর্মীদের ঘটনাস্থল থেকে সরাতে ব্যবহার করা হচ্ছে জলকামান ও কাঁদানে গ্যাস ৷ কিন্তু, তার মধ্যেই পিটিআই সদস্যদের একাংশকে পুলিশের দিকে পাথর ছুড়তে দেখা গিয়েছে বলে দাবি সূত্রের ৷ এরই মধ্য়ে পিটিআইয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পরিস্থিতি সম্পর্কে টুইট করা হচ্ছে ৷ দলের সদস্য ও সমর্থকরা যাতে আরও বেশি সংখ্য়ায় ইমরানের বাড়ির চারপাশে জড়ো হন, টুইটে সেই আবেদন করা হয়েছে ৷

আরও পড়ুন: ইমরান খানকে গ্রেফতার করতে পারল না পাক পুলিশ, মঙ্গলে আদালতে হাজিরা দেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী

ইসলামাবাদের ডিআইজি (অপারেশন) শাহজাদ বুখারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁদের কাছে ইমরান খানকে গ্রেফতার করার পরওয়ানা রয়েছে ৷ কিন্তু, পিটিআই সদস্যরা জমায়েত শুরু করায় আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করতে সমস্য়া হচ্ছে তাঁদের ৷

লাহোর, 14 মার্চ: ইমরান খানকে কি মঙ্গলবারই গ্রেফতার করা হবে ? এ নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে ৷ কারণ, এদিন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানের বাড়ির বাইরে ভিড় জমাতে দেখা যায় সশস্ত্র পুলিশবাহিনীকে (Heavy Police deployed outside Imran Khan House) ৷ বাহিনীর সদস্যদের সাজসজ্জা দেখে মনে হচ্ছে, তাঁরা বুঝি যুদ্ধক্ষেত্রে এসেছেন ! বেলা যত গড়িয়েছে ইমরানের বাসভবনের বাইরে তত বেড়েছে পুলিশের সদস্যসংখ্য়া ৷ পাল্লা দিয়ে বেড়েছে পুলিশের গাড়ির আনাগোনাও ৷ অন্যদিকে, নেতাকে বাঁচাতে পুলিশের সামনে 'দেওয়াল' হয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন পিটিআই কর্মীরাও ৷ আর তার জেরেই চড়ছে উত্তেজনার পারদ ৷

প্রসঙ্গত, তোশাখানা মামলায় (Toshakhana Case) সোমবার ইমরান খানকে গ্রেফতার করার নির্দেশ দেয় ইসলামাবাদের একটি আদালত ৷ তার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই আসরে নামে পুলিশ ৷ তাদের তোড়জোড় দেখে মনে হচ্ছে, এদিনই হয়তো গ্রেফতার হতে পারেন ইমরান ৷ বর্তমানে জামান পার্কের বাসভবনে থাকেন ইমরান ৷ এদিন সকাল থেকে সেই বাড়ির বাইরে শুরু হয় পুলিশ মোতায়েনের প্রক্রিয়া ৷ এই বাহিনীর নেতৃত্বে রয়েছেন ইসলামাবাদ পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক ৷ তবে, পুলিশকে 'ফাঁকা মাঠে গোল দেওয়ার' সুযোগ দিতে নারাজ পিটিআই সদস্যরা ৷ তাঁরা জামান পার্কের সর্বত্র ছড়িয়ে পড়েছেন ৷ দল বেঁধে আটকে দিয়েছেন এলাকার সমস্ত রাস্তা ৷

এই অবস্থায় ইমরানের বাড়ির দিকে ধীর ধীরে এগোচ্ছে পুলিশ ৷ আশঙ্কা করা হচ্ছে, যেকোনও মুহূর্তে পুলিশের উপর হামলা চালানো হতে পারে ৷ সেই কারণেই 'ঢাল' দিয়ে নিজেদের আড়াল করে রেখেছেন পুলিশকর্মীরা ৷ পিটিআই কর্মীদের ঘটনাস্থল থেকে সরাতে ব্যবহার করা হচ্ছে জলকামান ও কাঁদানে গ্যাস ৷ কিন্তু, তার মধ্যেই পিটিআই সদস্যদের একাংশকে পুলিশের দিকে পাথর ছুড়তে দেখা গিয়েছে বলে দাবি সূত্রের ৷ এরই মধ্য়ে পিটিআইয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পরিস্থিতি সম্পর্কে টুইট করা হচ্ছে ৷ দলের সদস্য ও সমর্থকরা যাতে আরও বেশি সংখ্য়ায় ইমরানের বাড়ির চারপাশে জড়ো হন, টুইটে সেই আবেদন করা হয়েছে ৷

আরও পড়ুন: ইমরান খানকে গ্রেফতার করতে পারল না পাক পুলিশ, মঙ্গলে আদালতে হাজিরা দেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী

ইসলামাবাদের ডিআইজি (অপারেশন) শাহজাদ বুখারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁদের কাছে ইমরান খানকে গ্রেফতার করার পরওয়ানা রয়েছে ৷ কিন্তু, পিটিআই সদস্যরা জমায়েত শুরু করায় আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করতে সমস্য়া হচ্ছে তাঁদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.