ETV Bharat / international

Heatwave in America-Europe-Iraq: সব রেকর্ড ভাঙল তাপমাত্রার পারদ; আমেরিকা-ব্রিটেন-ইরাকে তীব্র গরমের সতর্কতা

author img

By

Published : Jul 16, 2023, 1:33 PM IST

ব্রিটেন ও জাপানে রেকর্ড তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেও লক্ষ লক্ষ মানুষ তীব্র তাপমাত্রার সঙ্গে লড়াই করছেন । পূর্বাভাস বলছে, আজ ও আগামিকাল ইতালিকে রেকর্ড তাপমাত্রার সাক্ষী হতে হবে ৷

Heatwave in America-Europe-Iraq
Heatwave in America-Europe-Iraq

রোম/ওয়াশিংটন/জর্ডন, 16 জুলাই: তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত আমেরিকা, ইউরোপ ও জাপানের মানুষজনের ৷ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে সারা বিশ্বে রেকর্ড পরিমাণ তাপ রয়েছে । গ্লোবাল ওয়ার্মিং থেকে ক্রমবর্ধমান হুমকির এটাই সর্বশেষ উদাহরণ । ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, রোম, বোলোগনা এবং ফ্লোরেন্স-সহ 16টি শহরে তীব্র গরমের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে । ইতালিতে শনিবার রেকর্ড সৃষ্টিকারী গরম ছিল । আবহাওয়া কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতালিতে বসবাসকারী জনগণকে সর্বকালীন সর্বাধিক তীব্র উষ্ণ আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে সতর্কতা জারি করা হয়েছে ।

রোমে পারদ সোমবার 40 ডিগ্রি সেলসিয়াস (104 ফারেনহাইট) এবং মঙ্গলবার 43 ডিগ্রি সেলসিয়াসে (109 ফারেনহাইট) পৌঁছবে বলে আশংকা করা হচ্ছে ৷ সে রকম হলে 2007 সালের অগস্টে রেকর্ড সর্বোচ্চ 40.5 ডিগ্রি সেলসিয়াস (104.9 ফারেনহাইট) অতিক্রম করে যাবে ৷ ইউরোপীয় মহাকাশ সংস্থা সতর্ক করেছে যে, সিসিলি এবং সার্ডিনিয়া দ্বীপ 48 ডিগ্রি সেলসিয়াস (118 ফারেনহাইট) পর্যন্ত উচ্চ তাপমাত্রার কারণে শুকিয়ে যেতে পারে । সম্ভবত ইউরোপে রেকর্ড করা সবচেয়ে উষ্ণ তাপমাত্রা সেটাই ।

  • Melting heat.

    A brutal heat wave is already gripping parts of Europe, China and the United States, where record temperatures expected this weekend are a stark illustration of the dangers of a warming climatehttps://t.co/CCRJzlrQwR pic.twitter.com/yUlXsMditN

    — AFP News Agency (@AFP) July 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অ্যাক্রোপলিস দ্বিতীয় দিনের জন্য বন্ধ: ইউরোপের জাতীয় আবহাওয়া পরিষেবা ইএমওয়াই অনুসারে, শনিবার দেশের কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসে (111 ফারেনহাইট) পৌঁছতে পারে । শুক্রবার থিবসের মূল শহর 44.2 ডিগ্রি সেলসিয়াস (111.6 ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করেছে । এথেন্সের শীর্ষ পর্যটন আকর্ষণ অ্যাক্রোপলিস টানা দ্বিতীয় দিনের জন্য বন্ধ ছিল শনিবার ৷ এখানে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসে (106 ফারেনহাইট) পৌঁছেছে । গরমের কারণে সেখানকার অনেক পার্ক বন্ধ হয়ে গিয়েছে। ফ্রান্স, জার্মানি, স্পেন ও পোল্যান্ডের এলাকাগুলোও প্রচণ্ড গরমের সম্মুখীন মানুষ ।

আরও পড়ুন: বিজেপির ষড়যন্ত্রেই দিল্লিতে বন্যা, অভিযোগ আপের; পালটা দিল গেরুয়া শিবিরও

জাপানে তাপ এবং বৃষ্টির বিপর্যয়: পূর্ব জাপানের কিছু অংশে রবিবার এবং সোমবার তাপমাত্রা যথাক্রমে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস (100 থেকে 102 ফারেনহাইট) পৌঁছবে আশা করা হচ্ছে ৷ আবহাওয়া সংস্থা সতর্ক করেছে যে, তাপমাত্রা আগের রেকর্ড ভেঙে দিতে পারে । এ দিকে, জাপানের জাতীয় সম্প্রচারকারী এনএইচকে জানিয়েছে যে, উত্তরের শহর আকিতায় মুষলধারে বৃষ্টিতে ভূমিধসের ঘটনাও ঘটেছে । যার জেরে 9 হাজার মানুষ তাঁদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন । মুষলধারে বৃষ্টি, যাকে 'এখনও পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভারী বৃষ্টি' হিসাবে বর্ণনা করা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলিতে দক্ষিণ জাপানে আঘাত হেনেছে, এতে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে ৷ জাপানের আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে ।

  • Southern Iraq's fabled marshland is suffering its worst heatwave in the past 40 years, the United Nations warned on Monday, reporting a drastic drop in water levels.https://t.co/Ohp2ROD4pA pic.twitter.com/SNPpwnQ3U7

    — AFP News Agency (@AFP) July 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="

Southern Iraq's fabled marshland is suffering its worst heatwave in the past 40 years, the United Nations warned on Monday, reporting a drastic drop in water levels.https://t.co/Ohp2ROD4pA pic.twitter.com/SNPpwnQ3U7

— AFP News Agency (@AFP) July 10, 2023 ">

আমেরিকাতে তীব্র তাপপ্রবাহ: আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস পর্যন্ত তীব্র তাপপ্রবাহ রয়েছে ৷ যা এই সপ্তাহের শেষের দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে বলে আশংকা করা হচ্ছে । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য অ্যারিজোনার বাসিন্দারা এখনও পর্যন্ত সবচেয়ে উষ্ণ আবহাওয়ার সাক্ষী হচ্ছেন । মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে, অ্যারিজোনার রাজধানী ফিনিক্সে শুক্রবার টানা 15তম দিনে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসের (109 ফারেনহাইট) উপরে রয়েছে ৷

নিম্ন-আয়ের সম্প্রদায়গুলি তাপপ্রবাহে সর্বাধিক প্রভাবিত: হোয়াইট হাউসের জলবায়ু নীতি উপদেষ্টা হান্না সাফোর্ড আল জাজিরাকে বলেছেন যে, নিম্ন আয়ের সম্প্রদায়গুলি তাপপ্রবাহে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে । তিনি বলেন, কয়েক সপ্তাহ ধরে রেকর্ড গরমে মানুষ ভুগছে ।

জীবনের হুমকি: সতর্কবার্তায় বলা হয়েছে, এখন সবচেয়ে তীব্র গ্রীষ্মের মরশুম শুরু হচ্ছে । রবিবার তাপমাত্রার পারদ রেকর্ড সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে পারে । ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি পৃথিবীর উষ্ণতম স্থানগুলির মধ্যে অন্যতম ৷ সেখানে তাপমাত্রা সম্ভবত 54 ডিগ্রি সেলসিয়াস (130 ফারেনহাইট) স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে ।

  • VIDEO: Dead fish lie on the banks of rivers and marshes in Iraq's southeast in the floodplain of the Tigris river, already suffering from the effects of global warming. pic.twitter.com/PrJPxjZ8ah

    — AFP News Agency (@AFP) July 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অমরনাথের পথে অঘটন ! পাথর পড়ে প্রাণ গেল মহিলা যাত্রীর

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল: দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অনেক বনে আগুন লেগেছে । এর মধ্যে রিভারসাইড কাউন্টিতেও আগুন লেগেছে । জানা গিয়েছে, 3 হাজার একরের বেশি এলাকা এই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ।

জর্ডনের বনেও আগুন: মধ্যপ্রাচ্যে জলের সংকটের সম্মুখীন হলেও গ্রীষ্মের মাঝামাঝি উত্তরে আজলুন বনের আগুন নিয়ন্ত্রণে 214 টন জল ঢালতে বাধ্য হয় জর্ডন ৷

Heatwave in America-Europe-Iraq
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল

ইরাকের টাইগ্রিস নদীর জলস্তর কমেছে: ইরাকে প্রচণ্ড গরমের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া অতি সাধারণ ঘটনা । এখানকার মানুষের জন্য গ্রীষ্মকালে নদীতে সাঁতার কাটাই একমাত্র অবলম্বন হিসেবে বিবেচিত হলেও টাইগ্রিস নদী ও ইরাকের অন্যান্য নদীর জলও শুকিয়ে যেতে শুরু করেছে, যার কারণে সমস্যা বেড়েছে স্থানীয়দের ।

রোম/ওয়াশিংটন/জর্ডন, 16 জুলাই: তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত আমেরিকা, ইউরোপ ও জাপানের মানুষজনের ৷ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে সারা বিশ্বে রেকর্ড পরিমাণ তাপ রয়েছে । গ্লোবাল ওয়ার্মিং থেকে ক্রমবর্ধমান হুমকির এটাই সর্বশেষ উদাহরণ । ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, রোম, বোলোগনা এবং ফ্লোরেন্স-সহ 16টি শহরে তীব্র গরমের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে । ইতালিতে শনিবার রেকর্ড সৃষ্টিকারী গরম ছিল । আবহাওয়া কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতালিতে বসবাসকারী জনগণকে সর্বকালীন সর্বাধিক তীব্র উষ্ণ আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে সতর্কতা জারি করা হয়েছে ।

রোমে পারদ সোমবার 40 ডিগ্রি সেলসিয়াস (104 ফারেনহাইট) এবং মঙ্গলবার 43 ডিগ্রি সেলসিয়াসে (109 ফারেনহাইট) পৌঁছবে বলে আশংকা করা হচ্ছে ৷ সে রকম হলে 2007 সালের অগস্টে রেকর্ড সর্বোচ্চ 40.5 ডিগ্রি সেলসিয়াস (104.9 ফারেনহাইট) অতিক্রম করে যাবে ৷ ইউরোপীয় মহাকাশ সংস্থা সতর্ক করেছে যে, সিসিলি এবং সার্ডিনিয়া দ্বীপ 48 ডিগ্রি সেলসিয়াস (118 ফারেনহাইট) পর্যন্ত উচ্চ তাপমাত্রার কারণে শুকিয়ে যেতে পারে । সম্ভবত ইউরোপে রেকর্ড করা সবচেয়ে উষ্ণ তাপমাত্রা সেটাই ।

  • Melting heat.

    A brutal heat wave is already gripping parts of Europe, China and the United States, where record temperatures expected this weekend are a stark illustration of the dangers of a warming climatehttps://t.co/CCRJzlrQwR pic.twitter.com/yUlXsMditN

    — AFP News Agency (@AFP) July 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অ্যাক্রোপলিস দ্বিতীয় দিনের জন্য বন্ধ: ইউরোপের জাতীয় আবহাওয়া পরিষেবা ইএমওয়াই অনুসারে, শনিবার দেশের কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসে (111 ফারেনহাইট) পৌঁছতে পারে । শুক্রবার থিবসের মূল শহর 44.2 ডিগ্রি সেলসিয়াস (111.6 ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করেছে । এথেন্সের শীর্ষ পর্যটন আকর্ষণ অ্যাক্রোপলিস টানা দ্বিতীয় দিনের জন্য বন্ধ ছিল শনিবার ৷ এখানে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসে (106 ফারেনহাইট) পৌঁছেছে । গরমের কারণে সেখানকার অনেক পার্ক বন্ধ হয়ে গিয়েছে। ফ্রান্স, জার্মানি, স্পেন ও পোল্যান্ডের এলাকাগুলোও প্রচণ্ড গরমের সম্মুখীন মানুষ ।

আরও পড়ুন: বিজেপির ষড়যন্ত্রেই দিল্লিতে বন্যা, অভিযোগ আপের; পালটা দিল গেরুয়া শিবিরও

জাপানে তাপ এবং বৃষ্টির বিপর্যয়: পূর্ব জাপানের কিছু অংশে রবিবার এবং সোমবার তাপমাত্রা যথাক্রমে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস (100 থেকে 102 ফারেনহাইট) পৌঁছবে আশা করা হচ্ছে ৷ আবহাওয়া সংস্থা সতর্ক করেছে যে, তাপমাত্রা আগের রেকর্ড ভেঙে দিতে পারে । এ দিকে, জাপানের জাতীয় সম্প্রচারকারী এনএইচকে জানিয়েছে যে, উত্তরের শহর আকিতায় মুষলধারে বৃষ্টিতে ভূমিধসের ঘটনাও ঘটেছে । যার জেরে 9 হাজার মানুষ তাঁদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন । মুষলধারে বৃষ্টি, যাকে 'এখনও পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভারী বৃষ্টি' হিসাবে বর্ণনা করা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলিতে দক্ষিণ জাপানে আঘাত হেনেছে, এতে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে ৷ জাপানের আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে ।

আমেরিকাতে তীব্র তাপপ্রবাহ: আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস পর্যন্ত তীব্র তাপপ্রবাহ রয়েছে ৷ যা এই সপ্তাহের শেষের দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে বলে আশংকা করা হচ্ছে । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য অ্যারিজোনার বাসিন্দারা এখনও পর্যন্ত সবচেয়ে উষ্ণ আবহাওয়ার সাক্ষী হচ্ছেন । মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে, অ্যারিজোনার রাজধানী ফিনিক্সে শুক্রবার টানা 15তম দিনে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসের (109 ফারেনহাইট) উপরে রয়েছে ৷

নিম্ন-আয়ের সম্প্রদায়গুলি তাপপ্রবাহে সর্বাধিক প্রভাবিত: হোয়াইট হাউসের জলবায়ু নীতি উপদেষ্টা হান্না সাফোর্ড আল জাজিরাকে বলেছেন যে, নিম্ন আয়ের সম্প্রদায়গুলি তাপপ্রবাহে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে । তিনি বলেন, কয়েক সপ্তাহ ধরে রেকর্ড গরমে মানুষ ভুগছে ।

জীবনের হুমকি: সতর্কবার্তায় বলা হয়েছে, এখন সবচেয়ে তীব্র গ্রীষ্মের মরশুম শুরু হচ্ছে । রবিবার তাপমাত্রার পারদ রেকর্ড সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে পারে । ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি পৃথিবীর উষ্ণতম স্থানগুলির মধ্যে অন্যতম ৷ সেখানে তাপমাত্রা সম্ভবত 54 ডিগ্রি সেলসিয়াস (130 ফারেনহাইট) স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে ।

  • VIDEO: Dead fish lie on the banks of rivers and marshes in Iraq's southeast in the floodplain of the Tigris river, already suffering from the effects of global warming. pic.twitter.com/PrJPxjZ8ah

    — AFP News Agency (@AFP) July 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অমরনাথের পথে অঘটন ! পাথর পড়ে প্রাণ গেল মহিলা যাত্রীর

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল: দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অনেক বনে আগুন লেগেছে । এর মধ্যে রিভারসাইড কাউন্টিতেও আগুন লেগেছে । জানা গিয়েছে, 3 হাজার একরের বেশি এলাকা এই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ।

জর্ডনের বনেও আগুন: মধ্যপ্রাচ্যে জলের সংকটের সম্মুখীন হলেও গ্রীষ্মের মাঝামাঝি উত্তরে আজলুন বনের আগুন নিয়ন্ত্রণে 214 টন জল ঢালতে বাধ্য হয় জর্ডন ৷

Heatwave in America-Europe-Iraq
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল

ইরাকের টাইগ্রিস নদীর জলস্তর কমেছে: ইরাকে প্রচণ্ড গরমের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া অতি সাধারণ ঘটনা । এখানকার মানুষের জন্য গ্রীষ্মকালে নদীতে সাঁতার কাটাই একমাত্র অবলম্বন হিসেবে বিবেচিত হলেও টাইগ্রিস নদী ও ইরাকের অন্যান্য নদীর জলও শুকিয়ে যেতে শুরু করেছে, যার কারণে সমস্যা বেড়েছে স্থানীয়দের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.