ETV Bharat / international

Israel-Hamas Conflict: 24 ঘণ্টার মধ্যে গাজা ছাড়ার নির্দেশ ইজরায়েলের, উপেক্ষা করতে বলল হামাস - israel palestine conflict

গাজা ছাড়তে হবে 24 ঘণ্টার মধ্যে ৷ বড়সড় হামলার জন্য তৈরি ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৷ এর মধ্যে সাধারণ মানুষের প্রাণ না-যায়, তাই আগে থাকতে এলাকা ছাড়ার কথা জানিয়েছে আইডিএফ ৷ এদিকে এই নির্দেশ না-শোনার কথা জানাল জঙ্গি গোষ্ঠী হামাস ৷

ETV Bharat
ইজরায়েল হামাস যুদ্ধ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 2:52 PM IST

গাজা ও জেরুজালেম, 13 অক্টোবর: হামাসের আক্রমণের পালটা প্যালেস্তাইনের ছোট্ট ভূখণ্ড গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েল ৷ একমাত্র উদ্দেশ্য হামাস জঙ্গি সংগঠনকে নিকেশ করা ৷ তবে এই আক্রমণে বহু সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন ৷ এমন জবাবে সমালোচনার মুখে পড়েছে ইজরায়েল ৷ তাই শুক্রবার ইজরায়েল প্রশাসন উত্তর গাজার বাসিন্দাদের জায়গা খালি করে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয় ৷ এদিকে হামাস উত্তর গাজার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে যেতে নিষেধ করেছে ৷ ইজরায়েলের এই নির্দেশকে উপেক্ষা করার কথা জানিয়েছে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন ৷

শুক্রবার ইজরায়েলের ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ 24 ঘণ্টার মধ্যে গাজা শহরের বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দেয় ৷ হামাসের অধীনস্ত এলাকায় বোমা-রকেট হামলা চালাচ্ছে ইজরায়েল ৷ এই অবস্থায় নাগরিকদের প্রাণহানির আশঙ্কা থেকেই যায় ৷ তাই এলাকাটি ছেড়ে দক্ষিণদিকে ওয়াদি গাজায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা জানিয়েছে ইজরায়েল ৷

ওয়াদি গাজা একটি উপকূলীয় অঞ্চল ৷ এই নদী উপত্যকাটি গাজার কেন্দ্রে অবস্থিত ৷ এর শেষ প্রান্তে ভূমধ্যসাগর ৷ ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বাসিন্দাদের আরও জানিয়েছে, এই ঘোষণার পরবর্তী ঘোষণাটি যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউ গাজা শহরে ফিরবে না ৷ নাগরিকদের নিজেদের নিরাপত্তার জন্যই শহর ছাড়ার অনুরোধ করা হচ্ছে ৷ হামাস জঙ্গি সংগঠন এই সাধারণ নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ৷ তাই হামাসদের থেকেও যেন আমজনতা দূরত্ব বজায় রাখে, নির্দেশে জানিয়েছে ইজরায়েল ৷

7 অক্টোবর, শনিবার ইহুদিদের পবিত্র সাবাথের দিন ছিল ৷ এদিন ইহুদি অধ্যুষিত ইজরায়েলে সবাই ছুটির মেজাজে বাড়িতে আনন্দে কাটাবে, এমনটাই কথা ছিল ৷ তবে ভোর সাড়ে 6টা নাগাদ সেদেশ হঠাৎ হাজার হাজার রকেট আছড়ে পড়ে ৷ এর পাশাপাশি প্যালেস্তাইনের হামাস জঙ্গিরা ইজরায়েল-গাজা আন্তর্জাতিক সীমান্তের বেড়াজাল ভেঙে দেশে ঢুকে পড়ে ৷ এরপরই যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷

ইজরায়েল-গাজা যুদ্ধের আজ ষষ্ঠ দিন ৷ ইজরায়েলের বিমান হানায় তছনছ হয়ে গিয়েছে গাজা ৷ আইডিএফ জানিয়েছে, আগামী দিনগুলিতে তারা গাজা শহরে অভিযান চালাবে ৷ মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত গাজায় হামাস জঙ্গিদের নিকেশ করতে মরিয়া ইজরায়েল ৷ এদিকে বৃহস্পতিবার রাতে রাষ্ট্রসংঘ এক সতর্কবার্তায় জানিয়েছে, ইজরায়েলের সামরিক বাহিনী প্রায় 11 লক্ষ মানুষকে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন: ইজরায়েল থেকে নয়াদিল্লিতে নামল বিমান, দেশে ফিরে মোদিকে ধন্যবাদ ভারতীয়দের

গাজা ও জেরুজালেম, 13 অক্টোবর: হামাসের আক্রমণের পালটা প্যালেস্তাইনের ছোট্ট ভূখণ্ড গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েল ৷ একমাত্র উদ্দেশ্য হামাস জঙ্গি সংগঠনকে নিকেশ করা ৷ তবে এই আক্রমণে বহু সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন ৷ এমন জবাবে সমালোচনার মুখে পড়েছে ইজরায়েল ৷ তাই শুক্রবার ইজরায়েল প্রশাসন উত্তর গাজার বাসিন্দাদের জায়গা খালি করে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয় ৷ এদিকে হামাস উত্তর গাজার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে যেতে নিষেধ করেছে ৷ ইজরায়েলের এই নির্দেশকে উপেক্ষা করার কথা জানিয়েছে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন ৷

শুক্রবার ইজরায়েলের ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ 24 ঘণ্টার মধ্যে গাজা শহরের বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দেয় ৷ হামাসের অধীনস্ত এলাকায় বোমা-রকেট হামলা চালাচ্ছে ইজরায়েল ৷ এই অবস্থায় নাগরিকদের প্রাণহানির আশঙ্কা থেকেই যায় ৷ তাই এলাকাটি ছেড়ে দক্ষিণদিকে ওয়াদি গাজায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা জানিয়েছে ইজরায়েল ৷

ওয়াদি গাজা একটি উপকূলীয় অঞ্চল ৷ এই নদী উপত্যকাটি গাজার কেন্দ্রে অবস্থিত ৷ এর শেষ প্রান্তে ভূমধ্যসাগর ৷ ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বাসিন্দাদের আরও জানিয়েছে, এই ঘোষণার পরবর্তী ঘোষণাটি যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউ গাজা শহরে ফিরবে না ৷ নাগরিকদের নিজেদের নিরাপত্তার জন্যই শহর ছাড়ার অনুরোধ করা হচ্ছে ৷ হামাস জঙ্গি সংগঠন এই সাধারণ নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ৷ তাই হামাসদের থেকেও যেন আমজনতা দূরত্ব বজায় রাখে, নির্দেশে জানিয়েছে ইজরায়েল ৷

7 অক্টোবর, শনিবার ইহুদিদের পবিত্র সাবাথের দিন ছিল ৷ এদিন ইহুদি অধ্যুষিত ইজরায়েলে সবাই ছুটির মেজাজে বাড়িতে আনন্দে কাটাবে, এমনটাই কথা ছিল ৷ তবে ভোর সাড়ে 6টা নাগাদ সেদেশ হঠাৎ হাজার হাজার রকেট আছড়ে পড়ে ৷ এর পাশাপাশি প্যালেস্তাইনের হামাস জঙ্গিরা ইজরায়েল-গাজা আন্তর্জাতিক সীমান্তের বেড়াজাল ভেঙে দেশে ঢুকে পড়ে ৷ এরপরই যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷

ইজরায়েল-গাজা যুদ্ধের আজ ষষ্ঠ দিন ৷ ইজরায়েলের বিমান হানায় তছনছ হয়ে গিয়েছে গাজা ৷ আইডিএফ জানিয়েছে, আগামী দিনগুলিতে তারা গাজা শহরে অভিযান চালাবে ৷ মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত গাজায় হামাস জঙ্গিদের নিকেশ করতে মরিয়া ইজরায়েল ৷ এদিকে বৃহস্পতিবার রাতে রাষ্ট্রসংঘ এক সতর্কবার্তায় জানিয়েছে, ইজরায়েলের সামরিক বাহিনী প্রায় 11 লক্ষ মানুষকে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন: ইজরায়েল থেকে নয়াদিল্লিতে নামল বিমান, দেশে ফিরে মোদিকে ধন্যবাদ ভারতীয়দের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.