ETV Bharat / international

Israel-Hamas Clash: ইজরায়লের এয়ার স্ট্রাইকে খতম হামাসের বায়ুসেনা প্রধান মুরাদ আবু মুরাদ - ইজরায়লের এয়ার স্ট্রাইক

Airstrike by Israeli Defence Force in Gaza Strip: গাজা স্ট্রিপে গতকাল রাতভর এয়ার স্ট্রাইক করল ইজরায়েল বায়ু সেনা ৷ যে হামলায় খতম হামাসের বায়ু সেনার প্রধান মুরাদ আবু মুরাদ ৷ সেই সঙ্গে আরও 12টি জঙ্গি ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে ইজরায়েল বায়ু সেনা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 5:09 PM IST

ইজরায়েল, 14 অক্টোবর: ইজরায়লের এয়ার স্ট্রাইকে মৃত হামাসের বায়ুসেনার প্রধান মুরাদ আবু মুরাদ ৷ হামাসের আকাশপথে একের পর এক হামলার পিছনে এই আবু মুরাদের হাত ছিল বলে জানিয়েছে ইজরায়েল ৷ তাদের বায়ুসেনার তরফে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে বলা হয়, শুক্রবার রাতে হামাসের বায়ুসেনার হেডকোয়ার্টারে এয়ার স্ট্রাইক করা হয় ৷ এখান থেকে আবু মুরাদের নেতৃত্বে হামাস একের পর এক হামলা চালাচ্ছিল আকাশপথে ৷ সেই হামলা বন্ধ করতেই হামাসের বায়ুসেনার হেডকোয়ার্টারে এয়ার স্ট্রাইক করে ইজরায়েল ৷

ইজরায়েলের বায়ু সেনা ওই পোস্ট লেখে, ‘‘জঙ্গি সংগঠন হামাসের এই হামলায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মুরাদ আবু মুরাদের বড় ভূমিকা ছিল ৷ গাজা থেকে বসে সে হামাসের বায়ুসেনার হামলার পরিকল্পনা করছিল ৷’’ শুক্রবার রাতে গাজার প্রায় 12টি জায়গায় এয়ার স্ট্রাইক করে ইজরায়েলের বায়ু সেনা ৷ সেই জায়গাগুলিতে মূলত হামাসের কমান্ডো ঘাঁটি ছিল বলে জানা গিয়েছে ৷ সেই কমান্ডো ঘাঁটিগুলি থেকেই গত 7 অক্টোবর থেকে গাজা স্ট্রিপে হামলা চালাতে শুরু করে ৷

আরও পড়ুন: ইজরায়েলের নির্দেশের পর উত্তর গাজা থেকে সরে যাচ্ছেন প্যালেস্টাইনের বাসিন্দারা

ইজরায়েলের সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, সেদেশের বায়ু সেনা ও সেনাবাহিনী যৌথভাবে হামাসের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ৷ খুব দ্রুত তারা গাজা স্ট্রিপে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে বলেও মনে করছে ইজরায়েল সেনা ৷ ইজরায়েল বায়ু সেনা একটি পোস্টে জানিয়েছে, ‘‘গতকাল রাতে ইজরায়েল বায়ু সেনার যুদ্ধবিমান গাজা স্ট্রিপের বিস্তীর্ণ এলাকায় হামলা চালিয়েছে ৷ প্রায় 12টির বেশি হামাসের ঘাঁটিতে গোলাবর্ষণ করা হয় ৷ এই হামলায় হামাসের নুখাবা সন্ত্রাসবাদী সংগঠনের বেশ কয়েকটি ঘাঁটি নষ্ট হয়েছে ৷’’ মূলত, এই নুখাবার উপর ভিত্তি করেই ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস ৷

ইজরায়েল, 14 অক্টোবর: ইজরায়লের এয়ার স্ট্রাইকে মৃত হামাসের বায়ুসেনার প্রধান মুরাদ আবু মুরাদ ৷ হামাসের আকাশপথে একের পর এক হামলার পিছনে এই আবু মুরাদের হাত ছিল বলে জানিয়েছে ইজরায়েল ৷ তাদের বায়ুসেনার তরফে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে বলা হয়, শুক্রবার রাতে হামাসের বায়ুসেনার হেডকোয়ার্টারে এয়ার স্ট্রাইক করা হয় ৷ এখান থেকে আবু মুরাদের নেতৃত্বে হামাস একের পর এক হামলা চালাচ্ছিল আকাশপথে ৷ সেই হামলা বন্ধ করতেই হামাসের বায়ুসেনার হেডকোয়ার্টারে এয়ার স্ট্রাইক করে ইজরায়েল ৷

ইজরায়েলের বায়ু সেনা ওই পোস্ট লেখে, ‘‘জঙ্গি সংগঠন হামাসের এই হামলায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মুরাদ আবু মুরাদের বড় ভূমিকা ছিল ৷ গাজা থেকে বসে সে হামাসের বায়ুসেনার হামলার পরিকল্পনা করছিল ৷’’ শুক্রবার রাতে গাজার প্রায় 12টি জায়গায় এয়ার স্ট্রাইক করে ইজরায়েলের বায়ু সেনা ৷ সেই জায়গাগুলিতে মূলত হামাসের কমান্ডো ঘাঁটি ছিল বলে জানা গিয়েছে ৷ সেই কমান্ডো ঘাঁটিগুলি থেকেই গত 7 অক্টোবর থেকে গাজা স্ট্রিপে হামলা চালাতে শুরু করে ৷

আরও পড়ুন: ইজরায়েলের নির্দেশের পর উত্তর গাজা থেকে সরে যাচ্ছেন প্যালেস্টাইনের বাসিন্দারা

ইজরায়েলের সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, সেদেশের বায়ু সেনা ও সেনাবাহিনী যৌথভাবে হামাসের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ৷ খুব দ্রুত তারা গাজা স্ট্রিপে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে বলেও মনে করছে ইজরায়েল সেনা ৷ ইজরায়েল বায়ু সেনা একটি পোস্টে জানিয়েছে, ‘‘গতকাল রাতে ইজরায়েল বায়ু সেনার যুদ্ধবিমান গাজা স্ট্রিপের বিস্তীর্ণ এলাকায় হামলা চালিয়েছে ৷ প্রায় 12টির বেশি হামাসের ঘাঁটিতে গোলাবর্ষণ করা হয় ৷ এই হামলায় হামাসের নুখাবা সন্ত্রাসবাদী সংগঠনের বেশ কয়েকটি ঘাঁটি নষ্ট হয়েছে ৷’’ মূলত, এই নুখাবার উপর ভিত্তি করেই ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.