তেল আভিভ ও গাজা, 20 অক্টোবর: ত্রাণ পৌঁছনোর ব্যবস্থা হোক ৷ গাজায় মানবিক সাহায্য প্রবেশের জন্য আবেদন জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ৷ 7 অক্টোবর, হামাসের অতর্কিত আক্রমণের পর পালটা যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল ৷ এরপর গাজার উত্তরের বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৷
-
“I am in Egypt on a humanitarian mission and to witness UN preparations to deliver massive support to civilians in Gaza.
— United Nations (@UN) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Humanitarians need to be able to get the aid in - and they need to be able to distribute it safely.”
– @antonioguterres https://t.co/BBrae5cBu7
">“I am in Egypt on a humanitarian mission and to witness UN preparations to deliver massive support to civilians in Gaza.
— United Nations (@UN) October 19, 2023
Humanitarians need to be able to get the aid in - and they need to be able to distribute it safely.”
– @antonioguterres https://t.co/BBrae5cBu7“I am in Egypt on a humanitarian mission and to witness UN preparations to deliver massive support to civilians in Gaza.
— United Nations (@UN) October 19, 2023
Humanitarians need to be able to get the aid in - and they need to be able to distribute it safely.”
– @antonioguterres https://t.co/BBrae5cBu7
দু'সপ্তাহ ধরে চলতে থাকা এই যুদ্ধে গাজায় খাবার, ওষুধের অভাব দেখা দিয়েছে ৷ ইজরায়েল তাদের সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশটিতে জল, খাবার, ওষুধ, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ বন্ধ করে দিয়েছে ৷ চরম সংকটে রয়েছে গাজার মানুষ ৷ মিশর-গাজা সীমান্তে রাফার দরজাও বন্ধ রেখেছে মিশর সরকার ৷ সেখানে প্রায় একশো ট্রাক ত্রাণসামগ্রী নিয়ে অপেক্ষা করছে ৷ বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আশ্বাস দিয়েছিলেন, মিশর রাফা সীমান্ত খুলে দেবে ৷ তবে এখনও দরজা খোলেনি রাফা ৷
এখন আন্তোনিও গুতেরেস কায়রোতে ৷ সেখানে তিনি রাষ্ট্রসংঘের ত্রাণসামগ্রী প্যালেস্তাইন ভূখণ্ডে পৌঁছনোর ব্যবস্থাপনা দেখাশোনা করছেন ৷ মিশরের বিদেশমন্ত্রী সামেহ শৌকরির সঙ্গে একটি সাংবাদিক বৈঠকে অংশ নেন মহাসচিব গুতেরেস ৷ বৃহস্পতিবার তিনি বলেন, "প্রায় দু'সপ্তাহ ধরে গাজার মানুষ জ্বালানি, খাবার, ওষুধ, অন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস যেতে পারেনি ৷ সেখানে রোগজীবাণু ছড়াচ্ছে ৷ মানুষের মৃত্যু হচ্ছে ৷"
ইজরায়েল-হামাস যুদ্ধের মাঝেই 17 অক্টোবর গাজায় আল আহলি হাসাপাতালে রকেট হামলা হয় ৷ গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় কমপক্ষে 500 জনের মৃত্যু হয়েছে ৷ ইজরায়েলের দাবি, এই ঘটনার জন্য় দায়ী প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদ ৷ অন্য়দিকে ইজরায়েলকেই এই হামলার জন্য দায়ী করেছে হামাস ৷ আন্তোনিও গুতেরেস স্পষ্ট বলেন, "এটা কোনও ছোটখাটো অভিযান নয় ৷ গাজার মানুষদের মানবিক সাহায্য দেওয়ার কাজ করে যেতে হবে, তারা যাতে এই সাহায্য পায় ৷"
আরও পড়ুন: গাজার হাসপাতালে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ মোদির, দিলেন পাশে থাকার আশ্বাস