ETV Bharat / international

Gotabaya Rajapaksa: সিঙ্গাপুরে একমাস কাটিয়ে ব্যাঙ্ককে পা রাখলেন গোতাবায়া রাজাপক্ষ - সিঙ্গাপুর

মালদ্বীপ, সিঙ্গাপুরের (Singapore) পর এবার ব্য়াঙ্ককে (Bangkok) আশ্রয় নিলেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ (Gotabaya Rajapaksa) ৷ স্বভূমি ছাড়ার পর এখনও পর্যন্ত কার্যত এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বেড়াচ্ছেন শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপ্রধান ৷

Gotabaya Rajapaksa arrives Bangkok after spending one month in Singapore
Gotabaya Rajapaksa: সিঙ্গাপুরে একমাস কাটিয়ে ব্যাঙ্ককে পা রাখলেন গোতাবায়া রাজাপক্ষ
author img

By

Published : Aug 12, 2022, 12:50 PM IST

ব্যাঙ্কক, 12 অগস্ট: সিঙ্গাপুরে (Singapore) একমাস কাটানোর পর ব্যাঙ্ককে (Bangkok) এসে পৌঁছলেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ (Gotabaya Rajapaksa) ৷ প্রবল জনরোষের মুখে গত মাসেই শ্রীলঙ্কা ছাড়তে বাধ্য হয়েছিলেন গোতাবায়া ৷ এরপর মালদ্বীপ ঘুরে সিঙ্গাপুরে আশ্রয় নেন তিনি ৷ সূত্রের দাবি, সেদেশে ভিসার মেয়াদ ফুরিয়েছে গোতাবায়ার ৷ সেই কারণেই আবারও 'ঠিকানা' বদল করতে হল তাঁকে ৷ যদিও অন্য একটি সূত্র থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই গোতাবায়ার ভিসার মেয়াদ 11 অগস্ট পর্যন্ত বাড়িয়েছে সিঙ্গাপুর সরকার ৷

গত মাসে কার্যত প্রাণ হাতে করে কলম্বোর বিলাসবহুল সরকারি বাসভবন ছাড়তে বাধ্য হয়েছিলেন গোতাবায়া রাজাপক্ষ ৷ স্বভূমি ছেড়ে সটান মালদ্বীপ পাড়ি দিয়েছিলেন তিনি ৷ তারপর সেখান থেকে যান সিঙ্গাপুর ৷ দিনটি ছিল চলতি বছরের 14 জুলাই ৷ তার আগে একদিন (13 জুলাই, 2022) কাটিয়েছিলেন সিঙ্গাপুরে ৷ এরপর মালদ্বীপ থেকে 'ব্যক্তিগত সফরে' সিঙ্গাপুর পৌঁছে গিয়েছিলেন তিনি ৷ টানা একমাস ছিলেন সেখানেই ৷

আরও পড়ুন: Sri Lanka Crisis: রান্নার গ্যাস পেতে লাইনে চারদিন ! শ্রীলঙ্কায় এখন বেঁচে থাকাই কঠিন

সূত্রের খবর, গত 14 জুলাই 'ফ্লাই সৌদিয়া'র (Fly SAUDIA) একটি বিমানে মালদ্বীপ থেকে সিঙ্গাপুর পৌঁছন গোতাবায়া ৷ সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে (Changi Airport) পৌঁছনোর সঙ্গে সঙ্গে তাঁর জন্য 14 দিনের বিশেষ 'ভিজিট পাস' ইস্যু করা হয় ৷ প্রাথমিকভাবে সিটি সেন্টারের একটি হোটেলে গোতাবায়ার থাকার বন্দোবস্ত করা হয় ৷ কিন্তু, বিশ্বস্ত সূত্রে দাবি, সেই হোটেলে পৌঁছনোর কিছু সময় পরই একটি ব্যক্তিগত মালিকানাধীন বাড়িতে গিয়ে ওঠেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট ৷

সিঙ্গাপুরে প্রায় একমাস থাকলেও একবারের জন্যও প্রকাশ্য়ে আসতে দেখা যায়নি গোতাবায়া রাজাপক্ষকে ৷ এদিকে, ইতিমধ্য়েই গোতাবায়ার রাজনৈতিক সহযোদ্ধা রনিল বিক্রমসিংহেকে (Ranil Wickremesinghe) শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়েছে ৷ গত 44 বছরে এই প্রথম শ্রীলঙ্কার পার্লামেন্ট সরাসরি কোনও প্রেসিডেন্টকে নির্বাচন করল ৷ গত প্রায় সাড়ে চার দশক ধরে এই দায়িত্ব পালন করে এসেছে দেশের আমজনতা ৷ সর্বদাই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে গণভোটের মাধ্যমে ৷

ব্যাঙ্কক, 12 অগস্ট: সিঙ্গাপুরে (Singapore) একমাস কাটানোর পর ব্যাঙ্ককে (Bangkok) এসে পৌঁছলেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ (Gotabaya Rajapaksa) ৷ প্রবল জনরোষের মুখে গত মাসেই শ্রীলঙ্কা ছাড়তে বাধ্য হয়েছিলেন গোতাবায়া ৷ এরপর মালদ্বীপ ঘুরে সিঙ্গাপুরে আশ্রয় নেন তিনি ৷ সূত্রের দাবি, সেদেশে ভিসার মেয়াদ ফুরিয়েছে গোতাবায়ার ৷ সেই কারণেই আবারও 'ঠিকানা' বদল করতে হল তাঁকে ৷ যদিও অন্য একটি সূত্র থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই গোতাবায়ার ভিসার মেয়াদ 11 অগস্ট পর্যন্ত বাড়িয়েছে সিঙ্গাপুর সরকার ৷

গত মাসে কার্যত প্রাণ হাতে করে কলম্বোর বিলাসবহুল সরকারি বাসভবন ছাড়তে বাধ্য হয়েছিলেন গোতাবায়া রাজাপক্ষ ৷ স্বভূমি ছেড়ে সটান মালদ্বীপ পাড়ি দিয়েছিলেন তিনি ৷ তারপর সেখান থেকে যান সিঙ্গাপুর ৷ দিনটি ছিল চলতি বছরের 14 জুলাই ৷ তার আগে একদিন (13 জুলাই, 2022) কাটিয়েছিলেন সিঙ্গাপুরে ৷ এরপর মালদ্বীপ থেকে 'ব্যক্তিগত সফরে' সিঙ্গাপুর পৌঁছে গিয়েছিলেন তিনি ৷ টানা একমাস ছিলেন সেখানেই ৷

আরও পড়ুন: Sri Lanka Crisis: রান্নার গ্যাস পেতে লাইনে চারদিন ! শ্রীলঙ্কায় এখন বেঁচে থাকাই কঠিন

সূত্রের খবর, গত 14 জুলাই 'ফ্লাই সৌদিয়া'র (Fly SAUDIA) একটি বিমানে মালদ্বীপ থেকে সিঙ্গাপুর পৌঁছন গোতাবায়া ৷ সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে (Changi Airport) পৌঁছনোর সঙ্গে সঙ্গে তাঁর জন্য 14 দিনের বিশেষ 'ভিজিট পাস' ইস্যু করা হয় ৷ প্রাথমিকভাবে সিটি সেন্টারের একটি হোটেলে গোতাবায়ার থাকার বন্দোবস্ত করা হয় ৷ কিন্তু, বিশ্বস্ত সূত্রে দাবি, সেই হোটেলে পৌঁছনোর কিছু সময় পরই একটি ব্যক্তিগত মালিকানাধীন বাড়িতে গিয়ে ওঠেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট ৷

সিঙ্গাপুরে প্রায় একমাস থাকলেও একবারের জন্যও প্রকাশ্য়ে আসতে দেখা যায়নি গোতাবায়া রাজাপক্ষকে ৷ এদিকে, ইতিমধ্য়েই গোতাবায়ার রাজনৈতিক সহযোদ্ধা রনিল বিক্রমসিংহেকে (Ranil Wickremesinghe) শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়েছে ৷ গত 44 বছরে এই প্রথম শ্রীলঙ্কার পার্লামেন্ট সরাসরি কোনও প্রেসিডেন্টকে নির্বাচন করল ৷ গত প্রায় সাড়ে চার দশক ধরে এই দায়িত্ব পালন করে এসেছে দেশের আমজনতা ৷ সর্বদাই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে গণভোটের মাধ্যমে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.