ETV Bharat / international

Ajay Banga: জি-20 দিল্লি ডিক্লারেশন নিয়ে উচ্ছ্বসিত বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা - Ajay Banga talks to ETV Bharat

Ajay Banga Opens up during G20 summit in Delhi: শনিবার জি20 সম্মেলনের প্রথম দিনে দিল্লি ডিক্লারেশন প্রকাশ করেছে ভারত সরকার ৷ বিশ্ব ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি এই ডিক্লারেশন নিয়ে আপ্লুত ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ৷ তাঁর সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের প্রতিনিধি চন্দ্রকলা চৌধুরি।

ETV Bharat
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 8:23 AM IST

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: দিল্লিতে জি-20 সম্মেলনের প্রথম দিনে 'জি-20 দিল্লি ডিক্লারেশন' প্রকাশিত হয়েছে ৷ এ নিয়ে উচ্ছ্বসিত বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। সম্মেলনের ফাঁকেই ইটিভি ভারতের প্রতিনিধি সাক্ষাৎকার দিলেন বিশ্বব্যাঙ্কের প্রথম ভারতীয় বংশোদ্ভুত প্রেসিডেন্ট। তাঁর কথায় "এটা (দিল্লি ডিক্লারেশন) একটা দারুণ ব্যাপার" ৷

পাশাপাশি, সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব ব্যাংকের সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করেন ৷ তিনি জানান, দারিদ্র্য দূরীকরণ থেকে শুরু করে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংককে আরও কার্যকরী হয়ে উঠতে হবে ৷ একেবারে প্রাথমিক স্তর থেকে নতুন করে সাজাতে হবে বিশ্ব ব্যাংককে ৷ বর্তমান দুনিয়ায় চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা নিয়ে বলার সময় এই বিশ্ব ব্যাংকের প্রসঙ্গ উত্থাপন করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এই বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ৷

হোয়াইট হাইজের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, জি-20 গোষ্ঠী বিশ্ব ব্যাংকের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে দেখেছে ৷ সেই অনুযায়ী কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷ আগামী দশকে বহুস্তরীয় ব্যাংকিং ব্যবস্থাপনায় 20 হাজার কোটি (200 বিলিয়ন) ডলার পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে ৷ আর সেই জন্যে প্রেসিডেন্ট জো বাইডেন অজয় বাঙ্গাকে মনোনীত করেছেন ৷ তিনি বিশ্বব্যাংককে নেতৃত্ব দেবেন। নতুন করে গড়ে তুলবেন ৷

আরও পড়ুন: 'বৈঠক ভালোই চলছে', জি20'তে জিনপিংয়ের অনুপস্থিতি প্রসঙ্গে মন্তব্য বাইডেনের

এবছরের 3 জুন অজয় বাঙ্গা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভারগ্রহণ করেন ৷ এর আগে ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে আমেরিকা অজয় বাঙ্গার নাম মনোনয়ন করছে ৷ 3 মে বিশ্ব ব্যাংকের এগজিকিউটিভ ডিরেক্টররা 63 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অজয়কে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন ৷ তিনি ব্যাংকের 14তম প্রেসিডেন্ট ৷ আগামী 5 বছর এই পদে আসীন থাকবেন বাঙ্গা ৷

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: দিল্লিতে জি-20 সম্মেলনের প্রথম দিনে 'জি-20 দিল্লি ডিক্লারেশন' প্রকাশিত হয়েছে ৷ এ নিয়ে উচ্ছ্বসিত বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। সম্মেলনের ফাঁকেই ইটিভি ভারতের প্রতিনিধি সাক্ষাৎকার দিলেন বিশ্বব্যাঙ্কের প্রথম ভারতীয় বংশোদ্ভুত প্রেসিডেন্ট। তাঁর কথায় "এটা (দিল্লি ডিক্লারেশন) একটা দারুণ ব্যাপার" ৷

পাশাপাশি, সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব ব্যাংকের সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করেন ৷ তিনি জানান, দারিদ্র্য দূরীকরণ থেকে শুরু করে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংককে আরও কার্যকরী হয়ে উঠতে হবে ৷ একেবারে প্রাথমিক স্তর থেকে নতুন করে সাজাতে হবে বিশ্ব ব্যাংককে ৷ বর্তমান দুনিয়ায় চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা নিয়ে বলার সময় এই বিশ্ব ব্যাংকের প্রসঙ্গ উত্থাপন করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এই বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ৷

হোয়াইট হাইজের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, জি-20 গোষ্ঠী বিশ্ব ব্যাংকের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে দেখেছে ৷ সেই অনুযায়ী কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷ আগামী দশকে বহুস্তরীয় ব্যাংকিং ব্যবস্থাপনায় 20 হাজার কোটি (200 বিলিয়ন) ডলার পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে ৷ আর সেই জন্যে প্রেসিডেন্ট জো বাইডেন অজয় বাঙ্গাকে মনোনীত করেছেন ৷ তিনি বিশ্বব্যাংককে নেতৃত্ব দেবেন। নতুন করে গড়ে তুলবেন ৷

আরও পড়ুন: 'বৈঠক ভালোই চলছে', জি20'তে জিনপিংয়ের অনুপস্থিতি প্রসঙ্গে মন্তব্য বাইডেনের

এবছরের 3 জুন অজয় বাঙ্গা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভারগ্রহণ করেন ৷ এর আগে ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে আমেরিকা অজয় বাঙ্গার নাম মনোনয়ন করছে ৷ 3 মে বিশ্ব ব্যাংকের এগজিকিউটিভ ডিরেক্টররা 63 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অজয়কে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন ৷ তিনি ব্যাংকের 14তম প্রেসিডেন্ট ৷ আগামী 5 বছর এই পদে আসীন থাকবেন বাঙ্গা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.