ETV Bharat / international

Attack on Indian High Commission: খালিস্তানিদের যোগ্য জবাব, হাই কমিশনের ছাদে উড়ল পেল্লায় জাতীয় পতাকা - খালিস্তানপন্থীদের হামলা

লন্ডনের ভারতীয় হাই কমিশনে খালিস্তানপন্থীদের হামলার (Attack on Indian High Commission) জবাব দিলেন হাই কমিশনের কর্মী ও আধিকারিকরা ৷ হাই কমিশনের ছাদে দাঁড়িয়ে পেল্লায় জাতীয় পতাকা টানটান করে তুলে ধরলেন তাঁরা (Giant Tricolour raised at Indian High Commission in UK) ৷

Giant Tricolour raised at Indian High Commission in UK to protest Khalistani Attack
যোগ্য জবাব
author img

By

Published : Mar 23, 2023, 2:24 PM IST

লন্ডন, 23 মার্চ: খালিস্তানপন্থীদের উগ্র 'প্রতিবাদের' কড়া জবাব দিল লন্ডনের ভারতীয় হাই কমিশন (Attack on Indian High Commission) ৷ হাই কমিশনের কার্যালয়ের ভবনের ছাদের রেলিং থেকে টানটান করে তুলে ধরা হল ভারতের পেল্লায় জাতীয় পতাকা (Giant Tricolour raised at Indian High Commission in UK) ! এর আগে অমৃতপাল সিং কাণ্ডের জেরে প্রতিবাদের নামে লন্ডনের ভারতীয় হাই কমিশনে রীতিমতো তাণ্ডব চালান খালিস্তানপন্থীরা ৷ হাই কমিশনের উপর থেকে ভারতের জাতীয় পতাকা টেনে নামান তাঁরা ! বদলে খালিস্তানি পতাকা উত্তোলনের চেষ্টা করেন ৷ ইতিমধ্য়েই সেই ঘটনার নিন্দা শুরু হয়েছে সংশ্লিষ্ট সব মহলে ৷ কড়া পদক্ষেপের সিদ্ধান্ত ঘোষণা করেছে ব্রিটিশ সরকার ৷

গত 19 মার্চ লন্ডনের ভারতীয় হাই কমিশনে হামলা চালায় খালিস্তানপরন্থীরা ৷ ভারতের তরফ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় ৷ যাঁরা ওইদিনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ করার আবেদন জানিয়েছে নয়াদিল্লি ৷ ভারতের সেই দাবিকে সমর্থন জানিয়ে কোমর বেঁধেছে ব্রিটিশ সরকার ৷ দোষীদের খুঁজে বের করতে এবং তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে উঠেপড়ে লেগেছে লন্ডন পুলিশ ৷ দেশের বিদেশ সচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের কোনও আচরণ ব্রিটিশ সরকার বরদাস্ত করবে না ৷

  • I condemn the disgraceful acts today against the people and premises of the @HCI_London - totally unacceptable.

    — Alex Ellis (@AlexWEllis) March 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, নিরাপত্তার স্বার্থে নয়াদিল্লিতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনের বাইরে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ ৷ বুধবার সেগুলি সরিয়ে ফেলা হয় ৷ লন্ডনের হামলার ঘটনার পর 19 মার্চ রাতেই ভারতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনের সবথেকে উচ্চপদস্থ কূটনীতিককে ডেকে পাঠায় বিদেশ মন্ত্রক ৷ তাঁর কাছে জানতে চাওয়া হয়, 19 তারিখের হামলার সময় কেন ভারতীয় হাই কমিশনে যথাযথ নিরাপত্তার বন্দোবস্ত ছিল না ! ভিয়েনা চুক্তির অধীনে এক্ষেত্রে ব্রিটিশ সরকারের কী কী করণীয়, তাও ওই ব্রিটিশ কূটনীতিককে মনে করিয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: ভারতীয় হাই কমিশনে হামলা 'গ্রহণযোগ্য নয়', মন্তব্য ব্রিটিশ বিদেশ সচিবের

পরবর্তীতে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়, খালিস্তানপন্থীদের হামলার ঘটনায় ব্রিটিশ সরকার যে উদাসীনতা দেখিয়েছে, তা গ্রহণযোগ্য নয় ৷ এতে ভারতীয় কর্মী ও আধিকারিকদের সুরক্ষা বিঘ্নিত হয়েছে ৷ তবে, ইতিমধ্যেই এই ঘটনার কঠোর সমালোচনা করেছেন ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এলিস ৷

লন্ডন, 23 মার্চ: খালিস্তানপন্থীদের উগ্র 'প্রতিবাদের' কড়া জবাব দিল লন্ডনের ভারতীয় হাই কমিশন (Attack on Indian High Commission) ৷ হাই কমিশনের কার্যালয়ের ভবনের ছাদের রেলিং থেকে টানটান করে তুলে ধরা হল ভারতের পেল্লায় জাতীয় পতাকা (Giant Tricolour raised at Indian High Commission in UK) ! এর আগে অমৃতপাল সিং কাণ্ডের জেরে প্রতিবাদের নামে লন্ডনের ভারতীয় হাই কমিশনে রীতিমতো তাণ্ডব চালান খালিস্তানপন্থীরা ৷ হাই কমিশনের উপর থেকে ভারতের জাতীয় পতাকা টেনে নামান তাঁরা ! বদলে খালিস্তানি পতাকা উত্তোলনের চেষ্টা করেন ৷ ইতিমধ্য়েই সেই ঘটনার নিন্দা শুরু হয়েছে সংশ্লিষ্ট সব মহলে ৷ কড়া পদক্ষেপের সিদ্ধান্ত ঘোষণা করেছে ব্রিটিশ সরকার ৷

গত 19 মার্চ লন্ডনের ভারতীয় হাই কমিশনে হামলা চালায় খালিস্তানপরন্থীরা ৷ ভারতের তরফ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় ৷ যাঁরা ওইদিনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ করার আবেদন জানিয়েছে নয়াদিল্লি ৷ ভারতের সেই দাবিকে সমর্থন জানিয়ে কোমর বেঁধেছে ব্রিটিশ সরকার ৷ দোষীদের খুঁজে বের করতে এবং তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে উঠেপড়ে লেগেছে লন্ডন পুলিশ ৷ দেশের বিদেশ সচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের কোনও আচরণ ব্রিটিশ সরকার বরদাস্ত করবে না ৷

  • I condemn the disgraceful acts today against the people and premises of the @HCI_London - totally unacceptable.

    — Alex Ellis (@AlexWEllis) March 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, নিরাপত্তার স্বার্থে নয়াদিল্লিতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনের বাইরে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ ৷ বুধবার সেগুলি সরিয়ে ফেলা হয় ৷ লন্ডনের হামলার ঘটনার পর 19 মার্চ রাতেই ভারতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনের সবথেকে উচ্চপদস্থ কূটনীতিককে ডেকে পাঠায় বিদেশ মন্ত্রক ৷ তাঁর কাছে জানতে চাওয়া হয়, 19 তারিখের হামলার সময় কেন ভারতীয় হাই কমিশনে যথাযথ নিরাপত্তার বন্দোবস্ত ছিল না ! ভিয়েনা চুক্তির অধীনে এক্ষেত্রে ব্রিটিশ সরকারের কী কী করণীয়, তাও ওই ব্রিটিশ কূটনীতিককে মনে করিয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: ভারতীয় হাই কমিশনে হামলা 'গ্রহণযোগ্য নয়', মন্তব্য ব্রিটিশ বিদেশ সচিবের

পরবর্তীতে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়, খালিস্তানপন্থীদের হামলার ঘটনায় ব্রিটিশ সরকার যে উদাসীনতা দেখিয়েছে, তা গ্রহণযোগ্য নয় ৷ এতে ভারতীয় কর্মী ও আধিকারিকদের সুরক্ষা বিঘ্নিত হয়েছে ৷ তবে, ইতিমধ্যেই এই ঘটনার কঠোর সমালোচনা করেছেন ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এলিস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.