নয়াদিল্লি, 30 অগস্ট: এনডিটিভি-র শেয়ার কেনা নিয়ে খবরের শিরোনামে রয়েছেন দেশের ধনকুবের গৌতম আদানি ৷ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত এই শিল্পপতি এখন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ৷ তাঁর সম্পত্তির পরিমাণ ফ্রান্সের বার্নার্ড আরনল্ট-এর লুই ভিটনকেও ছাড়িয়ে গিয়েছে ৷ 60 বছর বয়সী আদানি 137.4 বিলিয়ন ডলার অর্থাৎ 137 কোটি 40 লক্ষ মার্কিন ডলারের মালিক ৷ ঠিক জেফ বেজোসের পরেই, 30 অগস্ট জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স ৷ এই তালিকায় প্রথমেই রয়েছেন এলন মাস্ক ৷ গৌতম আদানি প্রথম এশিয়বাসী, যিনি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হিসেবে ব্লুমবার্গের তালিকায় নাম তুলেছেন (Gautam Adani third richest person of world inBloomberg Billionaires Index) ৷
আরও পড়ুন: বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি গৌতম আদানি, পিছনে ফেললেন বিল গেটসকে
মঙ্গলবার প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুযায়ী, রিলায়েন্সের কর্ণধার মুকেশ অম্বানি 11 নম্বরে আছেন ৷ তাঁর সম্পত্তি 91.9 মার্কিন ডলার (9 হাজার 190 কোটি মার্কিন ডলার) ৷ আদানি গ্রুপের এনার্জি, বন্দর, লজিস্টিকস, খনি, গ্যাস, প্রতিরক্ষা, এরোস্পেস এবং বিমানবন্দরের ব্যবসা রয়েছে ৷ রিল্যায়ান্স ইনডাস্ট্রিজ এবং টাটা গ্রুপের পর ভারতে তৃতীয় বৃহত্তম শিল্প সংস্থা আদানি গ্রুপ ৷ ব্লুমবার্গের ইনডেক্স দুনিয়ার ধনী ব্যক্তিদের এই তালিকা প্রতিদিন প্রকাশিত হয় এবং নিউ ইয়র্কে দিনে দিনে তা আপডেট হয় ৷ 30 অগস্টের তালিকায় তৃতীয় ধনকুবের গৌতম আদানি ৷
আদানি গ্রুপের (Adani group companies) আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোন, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস, আদানি ট্রান্সমিশন ৷ বিগত 5 বছরেরও বেশি সময় ধরে আদানি এন্টারপ্রাইজ বিমানবন্দর, সিমেন্ট, কপার শোধন, ডাটা সেন্টার, গ্রিন হাইড্রোজেন, পেট্রেকেমিক্যাল শোধন, রাস্তা এবং সোলার সেল প্রস্তুতিতে বিনিয়োগ করেছে ৷